আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
Windows 11 চমৎকার ভাবে ডিজাইন করা হলেও কিছু কিছু ক্ষেত্রে ইউজাররা বেশ বিরক্ত। এর মধ্যে অন্যতম হল অহেতুক কাজে অতিরিক্ত রিসোর্স ব্যবহার। Window 11 এ Chat এবং Widgets এর যে অপশনটি দেয়া হয়েছে দেখা যায় এটি মাত্রাতিরিক্ত র্যাম ব্যবহার করে। তো কিভাবে এটি ডিজেবল করে এই র্যাম ইউজ কমানো যায় এটা নিয়েই আজকের টিউন।
Chat এবং Widgets অপশনটি ডিজেবল করে আপনার পিসির পারফরম্যান্সও বাড়াতে পারবেন চাইলে। এই ফিচারটি ডিজেবল করা কঠিন মনে হলেও এটা ডিজেবল করা এতটাও কঠিন না। চলুন দেখে নেয়া যাক কিভাবে এটি ডিজেবল করবেন।
প্রথমে টাস্কবারের যেকোনো জায়গায় মাউস রেখে রাইট ক্লিক করুন, Taskbar settings অপশনটি দেখতে পাবেন, ক্লিক করুন।
এবার Personalization পেজ থেকে চলে যান
এখান থেকে Chat and Widgets ডিজেবল করে দিন।
দেখুন টাস্কবার থেকে অপশনটি চলে চলে গেছে
এই ফিচার থেকে রিসোর্স ইউজ অফ করতে পিসি রিস্টার্ট দিন।
আর এভাবেই আপনি যখন এই অপশনটি ডিজেবল করে দেবেন তখন সেটি আর ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ওপেন করবে না এবং র্যাম ইউজ হবে না। যার ফলে রিসোর্স ব্যবহারেও লিমিট থাকবে।
তবে আপনার যদি এই ফিচারটি আবার প্রয়োজন হয় তাহলে যেকোনো সময় টাস্কবার সেটিংস থেকে এটি এনেভল করে দিতে পারেন।
Chat and Widgets ফিচারটি কোন কোন ক্ষেত্রে প্রয়োজনীয় হলেও আপনার দরকার না হলে ডিজেবল করে রাখতে পারেন। এর ফলে র্যাম ও কম রিজার্ভ থাকবে যা অন্য অ্যাপ গুলো ব্যবহার করতে পারবে।
বলা যায় এই টিউনে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।