ওয়েব সাইটে ভিজিটর বাড়ানোর ফ্রি টিপস

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 3
কাস্টমার কেয়ার এক্সেকিউটিভ, এশিয়া ইন্টারন্যাশনাল টেক (প্রাইভেট) লিমিটেড, চট্টগ্রাম

বন্ধুরা, আপনাদের সাথে প্রথমে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে অনেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেসন সম্পর্কে জানে না। আজ আমি আপনাদের কয়েকটি ট্রিক্স শিখাবো কিভাবে  এস সি ও না  জানা সত্ত্বেও ওয়েবসাইটের ট্রাফিক আনা যায় এবং এইটাই হচ্ছে আজকের টিউনের টপিক।

 

তো চলুন বিসমিল্লাহ বলে শুরু করা যাক-

১. ব্যাক লিঙ্ক:  ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসাটা খুব সহজ যদি আপনার ওয়েবসাইটের সাথে ব্যাক লিঙ্ক থাকে। ব্যাক লিঙ্ক কি? মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি যদি নেটদুনিয়ার কোথাও শেয়ার করেন, আরও সহজভাবে বলতে গেলে আপনার ওয়েবসাইটের যে কোন একটি টিউন ধরুন ফেসবুকে শেয়ার করলেন। এইটাই ব্যাক লিঙ্ক। ব্যাক লিঙ্কের মাধ্যমে অনেক সহজভাবে ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো যায়।

২.  ইউটিউব চ্যানেল :  আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে এবং মোটামুটি পরিমাণ সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি নিশচিন্তে ফ্রিতে ভিজিটর আনতে পারবেন। আপনার ইউটিউব  চ্যানেল এর ভিডিও টিউন  যদি আপনার ওয়েব সাইটের টিউনের সাথে সামঞ্জসসিক হয় তাহলে ঐ ভিডিও টিউনিতে আপনার ব্লগের টিউনির কথা বলতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশনে আপনার ওয়েব সাইটের লিঙ্কটি দিতে পারেন। এছাড়াও ইউটিউব চ্যানেলের আরেকটি  কৌসল হচ্ছে আপনার  ইউটিউব চ্যানেলের ভিডিওর আই কার্ড অপ্সনে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দিতে পারবেন।

 

৩.  ফেসবুক পেজ :  আপনার যদি ফেসবুক পেজ থাকে এবং সেখানে যদি কিছু ফলোয়ার থাকে তাহলে আপনার ব্লগের টিউনি আপনার ফেসবুক পেজে টিউন করলে ও সেইখান থাকে অনেক ভিজিটর বাড়াতে পারেন। এবং এর মাধ্যমে আপনার টিউন টি গুগলের সার্চ ইঞ্জিন এ  র‍্যাংকিংএ থাকতে সুবিধা করে দিবে। আপনার যদি ফেসবুক গ্রুপ ও থাকে কিংবা অন্য গ্রুপের সাথে যুক্ত থাকলে এইখান থেকেও অনেক পরিমানে ফ্রি তে ভিজিটর বাড়াতে পারেন।

৪.  বিভিন্ন সোস্যাল মিডিয়াতে শেয়ার করাঃ  আপনার ব্লগের টিউন টি বিভিন্ন সোস্যাল মিডিয়াতে শেয়ার করেন। দেখবেন  আপনার টিউন টি  তে অনেক পরিমানে  ভিজিটর আসবে। এইটি সব সময় করতে থাকবেন। আবার এমনভাবে টিউন গুলো অতিরিক্ত শেয়ার করবেন না  যাতে স্প্যাম না হয়।

৫. কিওয়ার্ড হ্যাডলাইন: এছাড়াও  আপনি আপনার ব্লগে আর্টিকেল লেখার সময় সার্চএবল সাব-হেডলাইন  ব্যবহার করতে পারেন। অনেকেই বলে পারেন, ভাই আমি এস সি ও জানি না তাহলে আবার কিভাবে সাব হেড লাইন ব্যবহার করবো। খূব ই সহজ  - ধরুন কন্টেন্ট এর টপিক হচ্ছে বা আর্টিকেল হছে, কিভাবে এস সি ও করতে হয়। তাহলে  আপনি গুগলের সার্চ অপ্সনে কিভাবে এস সি ও করতে হয় লেখাটি লিখে সার্চ দিবেন। তারপর গুগলের সবার নিচে কতগুলো কিওয়ার্ড দেখবেন। এগুলোই মুলত সাব হেডলাইন। নিচে দেওয়া  স্ক্রিনসট টি  খেয়াল করুন।

এই সাব হেডলাইন গুলো আপনার আর্টিকেলে মাঝখানে মাঝখানে ব্যবহার করবেন। তাহলে খুব সহজে আপনার ব্লগে ভিজিটর বাড়বে।

 

৬. এরপর হচ্ছে গুগল সার্চ কন্সোলঃ  আপনি গুগলের সার্চ অপ্সনে গুগল সার্চ কন্সোল লিখে সার্চ দিবেন। নিচে আমি লিংক টি  দিয়েছি। আপনি লিঙ্কে ক্লিকে করে সরাসরি ঐ ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এরপর গুগলের সার্চ কন্সোল এ গিয়ে ইমেইল আর পাসয়ার্ড দিয়ে সাইন আপ করে নিবেন।

https://search.google.com/search-console/about

এরপর আপনার ব্লগের টিউন টি এর লিংক টি কপি করে সার্চ দিন গুগলের সার্চ কন্সোলের সার্চ অপ্সনে। তারপর দেখবেন ইউ আর এল ইজ নট অন গুগল। এরপর রিকুএস্ট ইন্ডেস্কিন। ব্যাস, কাজ শেষ। এরপর আপনার ওয়েব সাইটে এস সি ও না করে ও বিনা খরচে অথবা ফ্রি ত্তে ইছেমত ভিজিটর বাড়াতে পারবেন।

৭. টেন কে হিটস ডট কম ঃ আপানারা অনেকেই হয়তো এই ওয়েব সাইট এর নাম শুনেছেন। আবার  হয়তো অনেকেই শুনেন নি। এই ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিংক টি  প্রবেশ করে দিবেন। সাইট টি হল মুলত ট্রাফিক এক্সচেঞ্জ। মানে আপনি অন্য একজনের ওয়েব সাইট  ভিজিট করলেন, তার বিনিময়ে সে আপনার ওয়েব সাইট ভিজিট করবে।

তো বন্ধুরা, আশাকরি আমার টিউনটি  তোমাদের ভালো লেগেছে। এর জন্য একটা জোশ তো পেতে পারি। আবার আসবো নতুন কোন টিউন নিয়ে।

Level 3

আমি সজিব মাহমুদ সাইমুন। কাস্টমার কেয়ার এক্সেকিউটিভ, এশিয়া ইন্টারন্যাশনাল টেক (প্রাইভেট) লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত,ঝরের দিগন্ত ঝুরেই সপ্ন সাজাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস