সকলকে আমার স্রদ্ধা ও ভালবাসা দিয়ে শুরু করছি ।
আমি সত্যি বলছি , গ্রামীনফোন থেকে এটা আপনি করতে পারবেন । এটা তাদের জন্যই যারা অনেক বেশি ডাউনলোড করে থাকেন । কথা না বারিয়ে চলুন জেনে নেই কিভাবে কি করতে হবে ।
প্রথমেই বলে নেই আপনার অবশ্যই একটা জিপি X-plore অথবা জিপি এর অন্য কোন পোস্ট-পেইড সিম থাকতে হবে । এতে আপনি পাসসেন রাত ১২ টা থেকে সকাল ১০ পর্যন্ত উনলিমিটেড ব্রওসিং এর সুবিধা । ৭০০ মেগা উল্লেখ করলাম এই জন্য যে, ১২ টা থেকে ১০ টা পর্যন্ত ৭০০ এমবি এর বেশি ডাউনলোড হয়না ।
1. প্রথমে মোবাইল এর এস.এম.এস অপশন এ জান তারপর লিখুন p3 এবং পাঠীয়ে দিন 5000 নম্বরে বিনামুল্লে ।
2. কিছুক্ষণ পর ফিরতি এস.এম.এস পাবেন । ভয় পাওয়ার কিছুই নেই ২৮৭.৫০ টাকা দেখে । কারন জিপি প্রতিদিনের ইউস এর বিল কাটে , অর্থাৎ ১ দিন ব্যবহার করলে কাটবে মাত্র ৯.৫৮ টাকা ।
3. এবার বুঝতেই পারছেন আপনাকে কি করতে হবে । এবার Y লিখে পাঠীয়ে দিন 5000 নাম্বার এ । বাস আপনার কাজ শেষ ।
4. এটা ব্যাবহারের সময় রাত ১২ থেকে সকাল ১০ টা পর্যন্ত । এস.এম.এস পাঠাবেন সকাল ১০ টা থেকে রাত ৯ টার মধ্যে। ১২ টার পর এটা অ্যাক্টিভ হয়, কনফারমেসন এস.এম.এস আসলে ব্যবহার করুন । যেহেতু দিন হিসাবে চার্জ হবে, সেহেতু আপনি ইচ্ছা অনুজায়ি যে কয় দিন খুশি ব্যবহার করতে পারেন । আপনার ব্যবহার শেষ হলে অবশ্যই সকাল ১০ টার আগে cancel লিখে 5000 নাম্বার এ এস.এম.এস পাঠান ।
সময় পেলে আমার সাইট এ ঘুরে আস্তে পারেন http://sarwar4all.blogspot.com
আমি Sarwar Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
darun info dilen bhay, bt ami desher bhaire thaki , jara deshe ase tader kaje lagbe. thank you….