অ্যান্ড্রয়েডের ভুয়া ভিপিএন অ্যাপে ট্রোজান ভাইরাস

গুগল প্লে স্টোরে ট্রোজান ভাইরাস–সংবলিত ভুয়া ভিপিএন (ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) অ্যাপের সন্ধান পাওয়া গেছে। অ্যাপগুলো গুগলের এই অফিশিয়াল অ্যাপ স্টোর থেকে কয়েক লাখবার নামানোও হয়েছে। তবে এখন ওয়েবসাইটের মাধ্যমে এই ভিপিএন অ্যাপগুলো ছড়িয়ে দিচ্ছেন হ্যাকাররা।

 

ইএসইটি সাইবার সিকিউরিটি রিসার্চ ফার্মের ব্লগ অনুযায়ী, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের লক্ষ্য করে এই ভুয়া ভিপিএন অ্যাপ দিয়ে হ্যাকিং করছেন হ্যাকাররা। এ বছরের শুরু থেকেই হ্যাকাররা এ নিয়ে কাজ করছেন।

 

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য সিকিউর ভিপিএন ওয়েবসাইটের সাহায্যে ভুয়া অ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়াচ্ছেন সাইবার অপরাধীরা। ত্রুটিপূর্ণ এই অ্যাপগুলোর ক্ষেত্রে সফটভিপিএন, ওপেনভিপিএন নাম ব্যবহার করা হচ্ছে। ফলে আপাতদৃষ্টে এগুলোকে প্রকৃত ভিপিএন অ্যাপ বলেই মনে হয়।

ইএসইটি বলছে, তারা এ ধরনের অ্যাপের অন্তত আটটি সংস্করণের খোঁজ পেয়েছে। তাদের দাবি, এই অ্যাপের মাধ্যমে তথ্য চুরিসহ ব্যবহারকারীর কন্ট্যাক্টস, এসএমএস মেসেজ, ফোনকল, সামাজিক মাধ্যমের চ্যাটিংয়ে আড়ি পাতছেন হ্যাকাররা।

Level 0

আমি হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস