কেমন আছেন সবাই? আশা করি ভাল....। আমি অনেকদিন ধরে টেকটিউনের সাথে থাকলেও এটাই আমার প্রথম টিউন। আর যেহেতু প্রথম টিউন তাই মাত্র আলোচনা ছাড়া আপনাদেরকে টেকনোলজি বিষয়ক কোন কিছু দিতে পারলাম না। তার জন্য সরি….প্লিজ….।
যাইহোক মূল কথায় আসি। তার আগে বলে নেই আমার একটা অভ্যাস নিজের ব্যস্ততার ফাকে যখনি যতটুকু সময় পাই কাউকে না কাউকে বিভিন্ন কঠিন কাজ অথচ চেষ্টা করলেই সম্ভব, এইরকম কোন সাবজেক্ট পেলে উৎসাহ দেয়ার চেষ্টা করা। সমস্যার সঠিক বিশ্লেষন করে সমাধানের রাস্তা খুজা। আর দুইদিন আগেও এইরকমভাবে একটা বিষয়ের উপর ওই বিষয়ে নবীন যারা আছে তাদেরকে উৎসাহ দিতে গিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়ে গিয়েছিলাম। আর মূল কথায় যেতে সেই অভিজ্ঞতারই সামান্যটুকু আপনাদের সাথে শেয়ার করছি।
ঘটনাটা হচ্ছে, দুইদিন আগে আমার চোখে পড়ল ডলার এক্সচেন্জ করা হয় এইরকম একটা গ্রুপে (গ্রুপটার নাম বলছি না তাদের সম্মান রক্ষার স্বার্থে) একটা অসহায় ছেলে সাহায্য চেয়ে একটা পোস্ট দিয়েছিল। তারপর প্রথম দিকে ওই পোস্টের উপর ভিত্তি করে অনেক সহানুভুতিমূলক কমেন্ট পড়লেও হঠাৎ দেখি ওই গ্রুপের একজন সদস্য আলোচনাক্রমে ফরেক্স ট্রেড নিয়ে উল্টো পথে হাটা শুরু করল। যার জন্য নবীনরা ফরেক্স ট্রেডের প্রতি নিরুৎসাহিত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। প্রথমে আমি এর প্রতিবাদ না করলেও যখন দেখলাম স্বয়ং ওই গ্রুপেরই এ্যাডমিন প্যানেলের একজন “ফরেক্স ট্রেড করে কারা কারা ফতুর হয়েছে তা এই লিঙ্কে পাবেন” বলে এইরকম একটা লিঙ্ক সবার মাঝে দিয়ে দিল তখন আর বসে থাকতে পারলাম না (আমার আবার অভ্যাস - বিপক্ষ দলের খেলোয়ার শক্ত না হলে খেলতে ইন্টারেস্ট দেখাই না….লোল) । যদিও উনার লেখায় একদিকে মানুষকে সতর্কবাণী পেীছে দেয়া হচ্ছে, ভাল কথা - কিন্তু ফরেক্স নিয়ে ঠিকমত এ্যানালাইসিস করে ট্রেড করতে পারলে এরও যে একটা পজেটিভ ফলাফল আছে এটা কেন সবাইকে জানালোনা। তখন চিন্তা করলাম এইরকম একতরফা ফরেক্সের বিপক্ষে আলোচনা হতে থাকলে নবীন যারা আছে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে। আর তাই ওই গ্রুপে আমার নিজের মেম্বারশিপ থাকবে কি থাকবেনা এই চিন্তা বাদ দিয়ে শুরু করে দিলাম স্বয়ং এ্যাডমিনের বিরোদ্ধেই প্রতিবাদ। আমার কথা হল উনি এভাবে একতরফা ফতুরদের লিঙ্কটা শেয়ার করল, কিন্তু যারা সফল হলো, কিভাবে সফল হলো তাদের কাহিনিটা কেন শেয়ার করল না। যদিও ফরেক্সে কেবল ২০% মানুষই সফল হয় তাও আবার কঠিন অধ্যাবসায়ের ফলে। কিন্তু সফল তো হয়। আর উনার কাছে যদি সেই সফলতার কাহিনি নাই থাকে তাহলে এভাবে একতরফা ফতুরদেরকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করাটা কি ঠিক? তাতে নবীনরা সাহস পাবে কোথায়? তাতে কি ওদের মেরুদন্ড ভেঙ্গে যাবে না? আর তাতে ব্যাক্তি, সমাজ, দেশ তথা গুটা জাতির জন্য অমঙ্গলজনক নয় কি? এমনিতেই বাংলাদেশের মতো দেশে ফরেক্স ট্রেডে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, যেমন বাংলাদেশের ব্যাংকগুলো থেকে সরাসরি ফরেক্স ব্রোকারে ডিপোজিড করার সিস্টেম চালু হয়নি, বাংলাদেশে ফরেক্সের কোন হেল্প সেন্টার বা শাখা অফিসও নেই, নেই এইটার উপর লার্নিং করার উপযোক্ত ব্যবস্থা এবং এইরকম আরও বহু সীমাবদ্ধতা। তারপরও বাংলাদেশের ছেলেরা কত কষ্ট করে ফরেক্স ট্রেড করছে। এইরকম একটা সময়ে ওই এ্যাডমিনের অন্তত একতরফা ফরেক্সের বিপক্ষে বলাটা উচিত হয়নি এটা নিয়েই উনার বিরোধিতা করছিলাম। তখন দেখি আবার ওই গ্রুপের এ্যাডমিন প্যানেল থেকে আরও দুইজন এ্যাডমিন প্রথম এ্যাডমিনকে সাপোর্ট দিচ্ছে। এবার বুঝেন অবস্থা। একবার ভাবছিলাম থেমে পড়ব, কিন্তু পরমূহুর্তেই আবার নবীনদের কথা ভাবতে হল। তাই আর হাল ছাড়লাম না। একা একাই চলল তিন এ্যাডমিনের সাথে আমার যুক্তিখন্ডন পর্ব। কতক্ষন পর অবশ্য দেখি আমার সিলেটেরই পাশের জেলা মেীলভীবাজার থেকে এক ভদ্রলোক এবং লন্ডন থেকে এক ভদ্রমহিলা (সম্ভবত ভদ্রলোকের কিছু হয়) আমাকে সাপোর্ট দিচ্ছিল। কিন্তু তখন আর বিতর্কটা বেশিদূর গেলনা। এ্যাডমিন প্যানেল থেকে পোস্টটাই ডিলিট করে দেয়া হল।
এইতো কয়দিন আগে আবার টেকটিউনেই কোন এক টিউনারের পুরাতন একটা পোস্ট চোখে পড়াতে আবার শক্ খেলাম। ওই পোস্টে উনি বুঝিয়ে দিল অনালাইনে সত্যিই আর্ন করার নাকি কোন প্রসেস নেই। এবং এমনভাবে ব্যখ্যা করছিল যে ওই পোস্ট পড়ে নবীন যারা ফ্রিল্যান্সিংকে নিয়ে আশার আলো দেখছিল তাদেরও মেরুদন্ড ভেঙ্গে যাওয়ার মতো অবস্থা। তবে ওইখানেও একজনের একটা মন্তব্য দেখে ভাল লাগছিল, ওনি এইরকম বলছিল যে নিজের যে বিষয়ে কোন অভিজ্ঞতা নেই তা নিয়ে স্পষ্ট কিছু বলা ঠিক না। সত্যিই তো, নিজের সাতার শিখতে ভয় হলে যে শিখতে চায় তাকে নিরুৎসাহিত করব কেন???
এবার ওই এ্যাডমিন মহোদয়দের কথার প্রেক্ষিতে বাংলাদেশে ফরেক্সে যারা লস করে, কেন করে তার কারনগুলো ব্যখ্যা করছিঃ
১। প্রথমত তারা বেশি লোভ করে (যেহেতু বাঙ্গালী) প্রথমেই লিভারেজ ৫০০ দিয়ে শুরু করতে চায়। অথচ বড় বড় ব্যাংকও যেখানে ১০% রিস্ক (লিভারেজ ৫০) এর বেশী নিতে সাহস করেনা।
২। দ্বিতীয়ত যেখানে ০.০১/০.০২ লট হলেই যথেষ্ট সেখানে তারা কম সময়ে বেশী লাভের আসায় বরাবর ১ স্ট্যান্ডার্ড লটে ট্রেড ওপেন করতে চায়। যদিও ০.০১/০.০২ লট নিলে প্রতি পিপ্সে ১০/২০ সেন্ট করে লাভ হত আর ১ স্ট্যান্ডার্ড লটে প্রতি পিপ্সে বরাবর ১ ডলার করে প্রফিট হচ্ছে। কিন্তু ১ স্ট্যান্ডার্ড লটের কারনে ট্রেড যদি ৫০ পিপ্স পক্ষে খেলে তাহলে যেমন ৫০০ ডলার লাভ তেমনি ৫০ পিপ্স বিপক্ষে গেলে ব্যালেন্স শূণ্য হতেও সময় লাগেনা। আর একবার ব্যালেন্স শূণ্য হলে, ফতুর হলে গেছি বলে হাল ছেড়ে দেয়াটাই স্বাভাবিক।
নিচে নতুন ট্রেডারদের জন্য লটের হিসাবটা ক্লিয়ার করে দিলাম
১ স্ট্যান্ডার্ড লট = $১০/পিপ্স
০.১ স্ট্যান্ডার্ড লট = $১/পিপ্স
০.০১ স্ট্যান্ডার্ড লট = $০.১০/পিপ্স
১০ স্ট্যান্ডার্ড লট = $১০০/পিপ্স
১ মাইক্রো লট = $১/পিপ্স
০.১ মাইক্রো লট = $০.১/পিপ্স
০.০১ মাইক্রো লট = $০.০১/পিপ্স
১০ মাইক্রো লট = $১০/পিপ্স
৩। তারা সিগন্যাল ফলো করে না অথবা ব্যবস্থা পায়না। কারন ফরেক্সে ট্রেডের জন্য ভাল সিগন্যাল দেয় এমন কিছু প্রতিষ্ঠান আছে যাদের কাছ থেকে নির্ধারিত একটা মাসিক চার্জ দিয়ে এই সুবিধা নিতে হয়। আর এই সুবিধাটা নতুন ট্রেডাররা প্রাথমিক অবস্থায় সাধারনত টাকা খরচ করে নিতে চায় না। তারা ফ্রি সিগন্যাল ফলো করে। আর এটাতো জানেনই ফ্রি সার্ভিস কতটুকু কাজে দেয়।
৪। সঠিক গাইডলাইন পায়না এবং বাংলাদেশে ফরেক্সের উপর সঠিকভাবে কোর্স করার মত কোন ভাল মানসম্মত সেন্টারও নেই। যদিও লক্ষ্য করলে দেখা যাবে অনেক জায়গায় ১০/১২ হাজার টাকায় ফরেক্স শিখানোর জন্য ব্যাঙের ছাতার মত সেন্টারগুলো গিজগিজ করছে কিন্তু ঠিকভাবে যাচাই করলে দেখা যায় উনারা নিজেই ঠিকমতো এ্যানালাইসিস করতে পারে না। এইরকম কয়েকজনকে আমি নিজেও ব্যাক্তিগতভাবে চিনি।
৫। রিয়েল ট্রেড শুরু করার আগে ৫/৬ মাস ডেমোতে প্র্যাকটিস করার কথা থাকলেও অনেকের ডেমো প্র্যাকটিস করাতে অনীহা দেখা যায়। তারা অল্প কয়দিন ডেমো করেই ডিপোজিট করে রিয়েল ট্রেড শুরু করে দেয়। আর স্বল্প অভিজ্ঞতার কারনে প্রথম দিকেই ফতুর হয়ে ফরেক্স ট্রেডকে টাটা জানিয়ে বিদায় দিয়ে বিভিন্ন কমিউনিটি ব্লগ/ফোরামে নিজের ঐতিহাসিক অভিজ্ঞতার কথা নিয়ে কোমর বেধে লিখতে বসে। আর তাদের লেখাগুলা সংগ্রহ করে ওই গ্রুপের এ্যাডমিনরা (যাদের সাথে কিনা বিতর্ক হয়েছিল) বা এইরকম কিছু ভদ্রলোক সবার কাছে ফতুরদের কাহিনি একতরফাভাবে পাবলিস করে।
তবে এখনোও বাংলাদেশে জনপ্রিয় কয়েকটা ফোরাম সাইট আছে যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে সাকসেস ট্রেডাররা লাইভ চ্যাটের মাধ্যমে একত্রিত হয়ে নবীনদেরকে ফরেক্স নিয়ে নানান সমস্যার সমাধান দিয়ে যাচ্ছে। প্রচন্ড ইচ্ছে থাকলেও আমি ঐসকল ফোরামের লিঙ্ক শেয়ার করতে পারছিনা শেষে পাবলিসিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে। এবং ফরেক্স নিয়েও আর বেশি কিছু বলতে চাইনা শেষে যারা এটার সাথে পরিচিত না তাদের দ্বারাতে আবার বিতর্ক শুরু হতে পারে বলে।
পরিশেষে নবীনদেরকে উদ্দেশ্য করে বলছি – ভাই আপনারা ব্যবসা/চাকরি/শেয়ারবাজার/ফ্রিল্যান্সিং কিংবা যাই করতে চাননা কেন অনবিজ্ঞদেরকে ফলো করে অল্পতেই হাল ছেড়ে দেবেননা। নিজেকে আগে সময় দিন, নিজেকে ভাল করে চিনুন, নিজের মধ্যে কি প্রতিভা আছে খুজে বের করার চেষ্টা করুন। নিজেকে চেনা হয়ে গেলে নিজেকেই দৃষ্টান্ত হিসেবে বেছে নিন। ক্রিস্টোফার কলম্বাস কাউকে ফলো না করেই দুঃসাহসিক আটালান্টিক যাত্রা শুরু করেছিল। পৃথিবী বদলে দেয়া কয়েকজনের একজন টমাস আলভা এডিসন প্রায় ১০০০০ বার ব্যর্থ্ হয়েও বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আশা ছেড়ে দেয়নি। আর মিকি মাউস এর জনককে কে না চেনেন। আরেক প্রতিভা উইলমা রুডলফ যিনি কিনা জন্মের পরই কঠিন এক রোগে পড়ে একটা পা হারান। ডাক্তার বলেছিল উনি আর কোনদিন মাটিতে পা রাখতে পারবে না। কিন্ত কঠিন অধ্যাবসায়ের ফল হিসেবে সেই পক্ষাগত মহিলাই ১৯৬০ সালের অলিম্পিকে দেীড় প্রতিযোগিতায় পৃথিবীর দ্রুততম মানবীর স্বীকৃতি অর্জন করলেন। অথচ তার প্রতিদন্ধি ছিল এমনি একজন (জুট্রা হাইন) যাকে কিনা এর আগে কখনও কারো কাছে হারতে হয়নি। কয়জনের কথা বলব, আপনারাতো জানেনই তাদের। এরকম অসংখ্য মহামানব আছে যাদের একজনও অন্যকে ফলো করে নিজের সম্ভাবনাকে মাটি করে দেয়নি।
তাই বলছি নিজের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন। নিজেকে খুব সাধারন ভাবনেন না। যে কোন বিষয়ই হোক বিরতিহীন অধ্যাবসায়ের ফলে আপনার দ্বারাতেও সম্ভব। হেরে গেলেও নতুন উদ্যেমে আবার চেষ্টা করুন। ইংরেজীতে একটা প্রবাদ আছে “ফেইলার ইজ দ্যা পিলার অফ সাকসেস”। আমাকে যিনি সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তার কসম, বিশ্বাস করুন ভাই বিন্দুমাত্রও বাড়িয়ে বলছিনা, যেদিন থেকে আপনি নিজের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারবেন ওইদিনই আপনি সাকসেস্….। আজই এই মূহুর্তে কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে চোখ বন্ধ করে এই প্রতিজ্ঞা করুন – আমি সহজে কখনও হাল ছাড়বার পাত্র নই… লক্ষ্যে পেীছাবার জন্য আমি সর্বশক্তি প্রয়োগ করি… যতই প্রতিকূলতা আসুক না কেন আমার জীবনের সমস্ত স্বপ্বকে আমি সার্থক করে তুলব… প্রয়োজন হলে নিজেকে পরিবর্তন করব নমনীয় হব… কিন্তু হাল আমি ছাড়ব না, হার মানব না… মরার আগে মরবনা… কিছুতেই না…।
যাইহোক টেকি ভাইয়েরা আবোল তাবোল অনেক কিছুই লিখে ফেললাম। সিনিয়ার টিউনার যারা আছেন তাদেরকে বলছি, খারাপ লাগলে প্লিজ প্লিজ প্লিজ কমেন্ট করবেন, লেখাগুলো মুছে ফেলব। যদিও উল্টাপাল্টা কমেন্ট দেখলে আমি এমনিতেই নার্ভাস হয়ে যাই। তারপরও যেহেতু এটি একটি কমিউনিটি ব্লগ এখানে সবারই স্বাধীন মতামত আছে। আর তাছাড়া যেহেতু প্রথম টিউন ভুলও তো থাকতে পারে। আর ভুলগুলো ধরিয়ে দিলে আল্টিমেট আমারই তো লাভ… হি..হি..। তাই বলছি টিউনটা যারই চোখে পড়ে কমেন্ট না করে পালাবেন না প্লিজ… লোল। আর যদি আপনাদের ভালবাসা ও প্রেরনা সাথে থাকে তাহলে হয়তো সৃজনশীল কিছু লিখার উৎসাহ পাব। ধন্যবাদ টেকটিউনকে.…ধন্যবাদ টেকটিউন পরিবারের সব্বাইকে….সবাই সুস্থ্য থাকুন….ভালো থাকুন….।
আমি আরিয়ান আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনিতো দেখছি জাদুকর। উৎসাহ দেয়ার মাঝে আপনার অসাধারন স্টাইল আর হিট আছে। শেষের লাইনগুলা পড়তে যেয়েতো আমার শরীরের লোমই দাড়িয়ে গিয়েছিল। আমার ভীষন কাজে আসবে ভাই। ভাই আপনার ফোন নাম্বারটা যদি দিতেন। সত্যিই আপনাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। এরকম টিউন আরও বেশি বেশি করেন ভাই।