Web Search করুন Windows 7 এর Start Menu থেকেই

Windows 7 এর Start Menu থেকে আপনি সহজেই Web Search করতে পারেন আপনার Default Browser এর সাহায্যে। এ জন্য কোন সফটওয়্যারের প্রয়োজন নেই। শুধুমাত্র কয়েকটি ধাপ সম্পন্ন করে আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন। তবে চলুন দেখে নেই।

  • প্রথমে Start বাটনে ক্লিক করে Search বক্সে GPEDIT.MSC লিখুন এবং আগত GPEDIT প্রোগ্রামটি সিলেক্ট করুন।

  • Local Group Policy Editor উইন্ডোর Side Menu থেকে User Configuration এর আন্ডারে Administrative Templates>Start Menu and Taskbar এ যান এবং Side Window থেকে Add Search Internet link to Start Menu তে ডাবল ক্লিক করুন।

  • নতুন আগত Add Search Internet link to Start Menu উইন্ডোতে Enabled মার্ক করে OK ক্লিক করুন।

  • ব্যস, হয়ে গেল। এবার ইচ্ছেমত Web Search করুন আপনার Start menu থেকে।

ধন্যবাদ।

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তুমি তো ননস্টপ চালাইতেই আসো ❗ ব্যাপার টা কি??
গরীব মানুষ, এক্সপি ছালাই। 🙁

তয় পোস্ট টা ভাল হইছে। 💡
দেখি, কোনদিন যদি সেবেন ছালানের দুর্ভাগ্য হয় তাইলে পোস্ট কাজে লাগব। 😉

ধন্যবাদ। :mrgreen:

darun boss! take thnkx

আমি তো উইন্ডোস সেভেন হোম চালাই (জেনুইন ভার্সন তাই, ভুয়া সেভেন আল্টিমেট চালাইতে মন চায় না), আমার GPEDIT.MSC লিখলে কিছুই আসে না।

সুন্দর টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।