আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই ব্লু টুথ দিয়ে যেকোন মোবাইলে সফ্টওয়ার সেন্ড করতে পারবেন. আপনারা সবাই জানেন যে সিম্বিয়ান সমর্থন মোবাইল থেকে ব্লু টুথ দিয়ে সফ্টওয়ার সেন্ড করা যায় না. অবশ্য জাভা সমর্থন মোবাইল থেকে সেন্ড করা যায়.
প্রথম ট্রিক
আপনি যে সফ্টওয়ার টি সেন্ড করতে চান সেটির
ফরমাট পরিবর্তন করুন. যেমন আমরা সাধারনত দেখি যে সিম্বিয়ান সফ্টওয়ার গুলির ফরমাট .sis, .six এবং জাভা সফ্টওয়ার গুলির .jar, .jad হয়. এখন আপনাকে যে কাজ টি করতে হবে সেটি হল সফ্টওয়ার গুলির ফরমাট কে যেকোন ইমেজ ফরমাটে পরিবর্তন করতে হবে. যেমন .sis এর পরিবর্তে .jpg
এবার আপনি সফ্টওয়ার টি খুব সহজেই ব্লু টুথ দিয়ে সেন্ড করতে পারবেন আর যাকে সফ্টওয়ার টি সেন্ড করবেন সে ওই ফাইল টি অপেন করলেই সফ্টওয়ার টি
ইন্সটল হতে শুরু করবে
দ্বিতীয় ট্রিক
এখান থেকে সফ্টওয়ার টি ডাউনলোড করে নিন.
সফ্টওয়ার টি সিম্বিয়ান দ্বিতীয় এবং তৃতীয় ইডিসন উভয় ই সমর্থন করে.
সফ্টওয়ার টি আপনার মোবাইলে ইন্সটল করার পর ব্লু টুথ অন করুন.
এবার সফ্টওয়ার টি অপেন করুন তারপর যে সফ্টওয়ার টি সেন্ড করতে সেটি অপেন করুন এবং অপশন থেকে
Options>Send>send via BT Obex এ ক্লিক করুন.
আপনাদের একটু হলে ও উপকার হয়ে থাকে তাতেই আমি খুশি.
অনুগ্রহ করে কারো ট্রিক গুলি জানা থাকলে কষ্ট করে মন্তব্য করার দরকার নেই
সংগ্রহেঃ TechShouters
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
Nokia 5130 তে Formet change করা যাচ্ছে না ।