টেকটিউনসের সকল টিউনার ভাইদের সালাম জানিয়ে আমার টিউন শুরু করলাম (আসসালামুআলাইকুম ) । গতকাল সকালে আমার ফেইসবুক আইডির লাস্ট নেইম চেইন্জ করছি । কিন্তু নামের মধ্যে একটা ওয়ার্ড ভুল দিয়ে সেভ করে ফেলেছি তাই এখন আর চেন্জ করতে পারছিলাম না ।।। চেন্জ করতে গেলেই নিচের লিখাটি সো করে ।।।। Sorry! You've updated your name the maximum number of times allowed and your name can't be changed again. To list another name you go by, such as a maiden name, please use the Alternate Name field below.
তারপর টেকটিউনসের সাহায্য বিভাগে সাহায্য চাই ছিলাম কিন্তু ভাল কোনো পরামর্শ পাই নাই ।। তাই নিজেই সমষ্যা সমাধান করে নিলাম নেট থেকে গাটাগাটি করে।।। তাই আমার মত সমষ্যার সম্মুক্ষীন ভাইদের কে আর বিশেষ করে যারা জানেন না তাদের জন্যই আমার এই টিউন।।।
প্রথম ধাপ :
আমি ফয়সাল মুন্সী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 275 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
cool