যারা দুইটা OS USE করে তদের জন্য

ভাই আমি একজন নতুন টিউনার.........।এইটা আমার প্রথম টিউন তাই ভুল হলে মাফ করবেন...।।

আজকে আমি টিউন করতেছি একটা ছোট বিষয় নিয়ে......।।আমাদের অনেকে window’s xp & window’s 7 একসাথে use করি,তখন সেটআপ এর ভিত্তিতে আগে পরে হয়ে যায়।তখন আপনি ইচ্ছা করলেই আপনার পচ্ছ্ন্দ মত windows 7 অথবা xpকে বুষ্টআপ এর সময় আগে পরে করে নিতে পারেন…।।যেভাবে করবেন তা হল;

প্রথমে My Computer এর right button, এ ক্লিক করে properties>Advance system setting ক্লিক করবেন

অতপর পাশের ছবির ন্যায় উইন্ডো আসবে

তারপর উক্ত উইন্ডো থাকে Startup and recovery এর সেটিং,এ ক্লিক করেন তাহলে নিচের ছবির ন্যায় আরেকটি উইন্ডো আসবে

এই ছবির যেইখানে windows 7 লেখা সেইখানে ক্লিক করলে আপনার যেইকয়টা OS ইনষ্টল করা আছে তার লিষ্ট দেখাবে।সেইখান থেকে আপনার পচ্ছ্ন্দ মত যেইকোন একটা OS বাসাই করে দিলেই হবে এছাড়া এইখান থেকে OSগুলো বুষ্টআপ এর সময় কতক্ষন display করবে তাও edit করা যাবে…time to display operating system এর মাধ্যমে।

বিদ্র; এই কাজটা windows 7 দিয়ে করা যায়, XP করা যায় না, এবং Ubuntu দিয়ে করা যায় কিনা আমি জানিনা।কোন ভুল হলে মাফ করবেন...।। আল্লাহ হাফেজ

Level 2

আমি কাজি সেজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ । টিপসটি দেওয়ার জন্য ।

Level 2

@hasanat vai আপনাকেও ধন্যবাদ

Level 2

কাজের টিউন, ধন্যবাদ

Level 2

u also

nyc one ….carry on such informative tune………….

দারুন………।।

Xp te- run>msconfig>boot>your operating system.
Linux e startupmanager install kora lagbe.

Level 0

nice tune.. Win 7 age install kora thakle pore ki XP install dia dual boot kova jabe?

Level 0

জটিল একটি টিউন। তবে একটা জিনিস।আগে কোন অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হবে। এক্স পি নাকি সেভেন।

window’s xp ও window’s 7 একসাথে use করি। টিউনের জন্য ধন্যবাদ।

Level 0

onek kaje lagbe.dhonnobad tune ti korar jonno

Level 2

@ফিরোজ vai ধন্যবাদ

Level 2

ভাই আমার নেট gp,এর p3 রাত ১২ – ১০ পযন্ত তাই ans দিতে দেরি হল কিছু মনে করবেন না………………….

Level 2

@Shoptorshy vai যেকোন 1টা দিলেই হবে………..যদি xp আগে দেন তাহলে 7কে normal software setup দেওয়ার মত setup দিতে হবে…..7 এর সময় একই রকম করতে হবে

Level 2

ভাই সবাইকে ধন্যবাদ comment করার জন্য…………..আমার নেট এর জন্য সাথে সাথে comment replay করতে পারি না তাই আমি ক্ষমা চাচ্ছি………………..সবাইকে আবার ধন্যবাদ……………….

Level 0

ভাইয়া আমি এক্সপি চালই কিন্তু w7 ও চালাতে চাই এক্সপির ভিতর w7 বা দুইটাই এক সাথে কিভাবে চালাব বিস্তারিত জানতে চাই । আর আমিও gp,এর p3 তে আছি ।

Level 2

@sbn5233 ok vai আপনি প্রথমে 7ar disk ta পুরোপুরি copy করুন……..অতপর SETUP.EXEতে ক্লিক করলে setup শুরো হবে…………..কোন problem হলে facebook,a kazi shezan,a add দেন

জোস জোস… 😀

ভাই আমি যখন xp ব্যবহার করতাম তখন 7 ব্যবহার করার জন্য partition magic ব্যবহার করে আরেকটি drive তৈরি করি এবং 7 install করি । boot এর সময় সরাসরি 7 দিয়ে boot হয় । xp drive টি inactive অবস্থায় আছে এখন সেটাকে আমি কিভাবে এই অবস্থায় নিয়ে আসবো যে এর সময় choice screen দেখাবে ।

@ ABU TASNEEM vai আপনি সম্ভবত 7 টি boot install করেছেন………।তাই xpটি inactive হয়ে গেছে…।আর drive টি inactive অবস্থায় আছে এই কথাটি বুঝলাম না,xp,এর ঐ টি কি এখন open হয় না…যদি xp, open হয় তাহলে অবস্থায় 7 চালু অবস্থায় xএর ঐ drive টি format দিন..অতপর যেকোন ,a xp,এর সিডি থেকে xpটি পুরোপুরি copy করুন এবং normal software setup দেওয়ার মত সেট দিন এবং যখন drive list আসবে তখন format দেওয়া drive টি select করে দিন…এই পদ্ধতি যখন 7 install করা আছে xp install করবেন তখন…আবার install যদি xp করা থাকে তবে একই পদ্ধতি অবলম্বন করতে অথাৎ প্রথমে 7ar disk ta পুরোপুরি copy করুন……..অতপর SETUP.EXEতে ক্লিক করলে setup শুরো হবে এবং যখন drive list আসবে তখন যে drive,a xp আছে সেই drive বাদে আপনার পছন্দ মত যেকোন drive select করে দিন তাহলেই হবে………ধন্যবাদ.
sbn5233 vai আপনি এই post টি দেখতে পারেন……আর ABU TASNEEM vai আপনার website টি আমার বাবার খুবই পছন্দ হইছে আপনাকে ধন্যবাদ জানিয়েছে…..

    @ ABU TASNEEM vai আপনি সম্ভবত 7 টি boot install করেছেন………।তাই xpটি inactive হয়ে গেছে…।আর drive টি inactive অবস্থায় আছে এই কথাটি বুঝলাম না,xp,এর ঐ drive টি কি এখন open হয় না…যদি xp, open হয় তাহলে অবস্থায় 7 চালু অবস্থায় xpএর ঐ drive টি format দিন..অতপর যেকোন ,a xp,এর সিডি থেকে xpটি পুরোপুরি copy করুন এবং normal software setup দেওয়ার মত সেট দিন এবং যখন drive list আসবে তখন format দেওয়া drive টি select করে দিন…এই পদ্ধতি যখন 7 install করা আছে xp install করবেন তখন…আবার install যদি xp করা থাকে তবে একই পদ্ধতি অবলম্বন করতে অথাৎ প্রথমে 7ar disk ta পুরোপুরি copy করুন……..অতপর SETUP.EXEতে ক্লিক করলে setup শুরো হবে এবং যখন drive list আসবে তখন যে drive,a xp আছে সেই drive বাদে আপনার পছন্দ মত যেকোন drive select করে দিন তাহলেই হবে………ধন্যবাদ.
    sbn5233 vai আপনি এই post টি দেখতে পারেন……আর ABU TASNEEM vai আপনার website টি আমার বাবার খুবই পছন্দ হইছে আপনাকে ধন্যবাদ জানিয়েছে

কাজের Tune করেছেন

Level 0

আমার কম্পিউটারে কিন্তু চারটা OS আমি চমৎকারভাবে ব্যবহার করছি…Win 7, Win xp, Ubuntu 10.10 & ubuntu 11.10
আপনার কাজটা উবুন্টু দিয়ে ও করা যায়

Level 0

help me !!……..amar pc te at first ubuntu-11.10 install kori… er por win7 install korar por boot option e ubuntu dekhacche na… kibabe er somadan kora jay…

Linux e ei kaj ta terminal die kora jai .