ভাই আমি একজন নতুন টিউনার.........।এইটা আমার প্রথম টিউন তাই ভুল হলে মাফ করবেন...।।
আজকে আমি টিউন করতেছি একটা ছোট বিষয় নিয়ে......।।আমাদের অনেকে window’s xp & window’s 7 একসাথে use করি,তখন সেটআপ এর ভিত্তিতে আগে পরে হয়ে যায়।তখন আপনি ইচ্ছা করলেই আপনার পচ্ছ্ন্দ মত windows 7 অথবা xpকে বুষ্টআপ এর সময় আগে পরে করে নিতে পারেন…।।যেভাবে করবেন তা হল;
প্রথমে My Computer এর right button, এ ক্লিক করে properties>Advance system setting ক্লিক করবেন
অতপর পাশের ছবির ন্যায় উইন্ডো আসবে
তারপর উক্ত উইন্ডো থাকে Startup and recovery এর সেটিং,এ ক্লিক করেন তাহলে নিচের ছবির ন্যায় আরেকটি উইন্ডো আসবে
এই ছবির যেইখানে windows 7 লেখা সেইখানে ক্লিক করলে আপনার যেইকয়টা OS ইনষ্টল করা আছে তার লিষ্ট দেখাবে।সেইখান থেকে আপনার পচ্ছ্ন্দ মত যেইকোন একটা OS বাসাই করে দিলেই হবে এছাড়া এইখান থেকে OSগুলো বুষ্টআপ এর সময় কতক্ষন display করবে তাও edit করা যাবে…time to display operating system এর মাধ্যমে।
বিদ্র; এই কাজটা windows 7 দিয়ে করা যায়, XP করা যায় না, এবং Ubuntu দিয়ে করা যায় কিনা আমি জানিনা।কোন ভুল হলে মাফ করবেন...।। আল্লাহ হাফেজ
আমি কাজি সেজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ । টিপসটি দেওয়ার জন্য ।