কিভাবে মাত্র একদিনে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন?

এটি একটি সর্বজন স্বীকৃত সত্য যে গুগল অ্যাডসেন্স হচ্ছে অনলাইনে আয়ের সবচেয়ে সেরা উপায় গুলোর একটি। সব মানুষই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে চায়। কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া চাট্টি খানি কথা নয়। অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে হলে কিছু নুন্নতম শর্ত পূরণ করতে হয়। আপনারা অনেকেই অ্যাডসেন্স এর নুন্নতম শর্ত গুলো জানেন। তাই নতুন করে লিখলাম না । কিন্তু যারা জানেন না তারা এই আর্টিকেল টা দেখুন

'যদি এমন হয় আপনার সাইট অ্যাডসেন্স এর কোন একটি শর্ত পূরণ করতে ব্যর্থ , কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে চাইছেন '।

এই সমস্যা সমাধান করার জন্য আমার এই পোস্ট কিভাবে মাত্র একদিনে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন । আমি নিজে মাত্র একদিনে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়েছিলাম ।

অনেক বকবক করে পেললাম , এবার আসল কথায় আসা যাক । যে সাইট থেকে অ্যাডসেন্স পাবেন তার নাম হচ্ছে Flixya.com। এটি একটি অ্যাডসেন্স রেভেনিউ শেয়ারিং সাইট। প্রতিষ্ঠার সময় এটা প্রধানত ভিডিও শেয়ারিং সাইট হিসেবে পরিচিত ছিল । কিন্তু এখন এটি ফটো শেয়ারিং ব্লগিং প্লাটফর্ম এবং সামাজিক যোগাযোগ সাইট হিসেবে সু পরিচিত।  Flixya থেকে অ্যাডসেন্স এ আবেদন করতে হলে আপনাকে নুন্নতম ১০ টি পোস্ট লাগবে। এই পোস্ট গুলো ফটো , ভিডিও , ব্লগ বা এই তিনটির সমষ্টি হতে পারে। আমার মতে ৫ টি ইউনিক ব্লগ পোস্ট, ৩ টি ফটো , এবং ২ টি ভিডিও দিন। আপানার সব কনটেন্ট অবশ্যই অ্যাডসেন্স এর প্রোগ্রাম পলিসি অনুযায়ী হতে হবে। ১০ টি পোস্ট দেওয়ার পরে আপনি অ্যাডসেন্স এ আবেদন করতে পারবেন। Account> monetize> create an adsense account এ ক্লিক করুন। আপানার ই মেইল এড্রেস চাইবে, একটি নতুন ই মেইল এড্রেস দিন।  এবার , আপনার মেইল বক্স চেক করুন, দেখবেন একটা অ্যাডসেন্স instruction মেইল আসছে। মেইল এর সকল নির্দেশনা অনুসরন করুন। এর পরের পদক্ষেপ গুলো স্বাভাবিক নিয়মের মতই।শেষ হয়ে গেল আপনার আবেদন প্রক্রিয়া। অ্যাডসেন্স এর ফিরতি মেইল এর জন্য অপেক্ষা করুন  ।  আশা করি একদিনেই Approve ই মেইল পাবেন ।

কিছু কথাঃ

  • অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়ার পর আপনি আপনার নিজস্ব সাইটে ব্যাবহার করতে পারবেন, এ ক্ষেত্রে কোন রিভিউ করবে না গুগল ।
  • আপনি flixya  তে monetzation disable করতে পারেন, এতে আপনার অ্যাডসেন্স এর কোন ক্ষতি হবে না।
  • নতুন এবং কম ভিসিটর সম্পন্ন সাইটে অ্যাডসেন্স ব্যাবহার না করাই ভাল।
  • Flixya এবং অ্যাডসেন্স এর নাম ঠিকানা এক রকম রাখার চেষ্টা করবেন ।
  • এই পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট এর মাধ্যমে জানান।
  • নিচের ফটো গুলো দেখুনঃ

Level 0

আমি জামাল হোসেন শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি একজন প্রফেশনাল অনলাইন incomer, affiliate marketer. ফ্রীলাঞ্চিং, অ্যাডসেন্স , পিটিসি এবং ফরেক্স ট্রেডিং এর উপরে উনার তিন বছরের অভিজ্ঞতা রয়েছে। www.QuickIncomeTips.com হচ্ছে উনার 'অনলাইনে আয়ের টিপস' নিয়ে প্রথম ব্লগ। বর্তমানে তিনি পড়াশুনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং department এ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vi amar mig33 id hack hoasa. Id. iniaiz
mobil. 60167903674. Pw selo 1a2b3c . Ame kevaba id ta pabo. Janaban ke

vai ampo gp use kori hobe band hobe na to………………….

Level 2

Viea share korar jonno Donnhobad , amar already akta adsense account ace ami ki flixya te add korte parbo?
R flixya koto % revenew kete rakhbe?

Level 0

vai amar adsense account azka disabled hoia geas ,ami ki apply korta perbo,r ha amar jeita disabled hoisa ota 250 doller silo.ami ki korbo akto bolben

বাহ ভালই

Level 0

VAIYA,
AMI KOMPOKKHE 100 BAR ADSENSE ER JONNO REQUEST KORECHI, PROTIBAREI BOLE AMAR ADDRESS VUL,
ONNO ADDRESS DIE TRY KORECHI, TAO EKOI BOLE ADDRESS VUL.

KI KORBO EKTU JANALE UPOKRITO HOI.

PLZ. MAIL ME> [email protected]

Hellow vai post ta really nice! jodi somoy pai ten taile akto amar aite http://www.tech24u.com akto dekhe bolben ki aita adsence pawar moto hoy se kina? jodi answar diten upokar hoy to vai.

Level 0

এটা কি সম্পুর্ন । মানে flixya কে কোন % দিতে হয় না ? আমি এ পুরা ১০০ % এর মালিক ?

Level 0

ভাই …।ব্লগ এর জন্য কি অ্যাডসেন্স অ্যাপ্লাই করা যাবে……& গেলে ব্লগ এর কন্টেন্ট কি ইংলিশ এ হওয়া আবশ্যক

    @syrup: English to must hote hobe.
    and blog o popular, valo content soho, minimum 6mont er hote hobe. And flixya.com theke approver kore apni apnar bangla blog e dite paren tobe kicu tricks jante hobe.

ভাই আমার ব্লগ টি পুড়নো আর ভিজিটর ও আছে । কিন্তু ব্লগ টি বাংলা হওয়ার কারনে আমি ২ বার এপ্লাই করেও পাইনি ।
আমি কি Flixya থেকে এপ্লাই করলে এডসেন্স পাবো আমার ব্লগ এ ?

Level 0

vai ami ki akon Flixya dia apply korte perbo, disabled hoaur por.

Level 2

Apni ki tune kore ghumaitecen?

Level 0

Thanks.

ভাই ভালো একটি জিনিস শেয়ার করছেন। আগে থেকেই জানতাম তবে কিছু প্রস্নের মধ্য আটকে যাওয়াই আমি চেষ্টা করতে পারি নাই । আমার প্রশ্ন গুলুর উত্তর দিলে উপকার হবে সবার।
১) লেখাগুলু কি ইংরেজি তে হতে হবে ?
২) ভিডিও গুলুর কি কুনো সময় নিরধারন করে দেওয়া আছে মানে কতো দৈঘ্য হতে হবে ?
৩) বাংলা ব্লগ অ্যাড করা যাবে?
৪) কুনো % এর কি বেপার আছে ?থাকলে একটু ক্লিয়ার করে দেন?
৫) ধরলাম আমি অ্যাডসেন্স পেয়ে গেছি , এরপর কতো দিন এটি একটিভ থাকবে ? একটিভ থাকার জন্য কি করতে হবে ?

আপনি যদি প্রস্নগুলুর দেন আমাদের সবার উপকার হবে ।কারন এইখানে অনেকেই আছেন যারা আমার প্রশ্ন গুলুর উত্তর খুযচ্ছেন বহুদিন ধরে ।

    @mahmud shuvro:
    ১। অবশ্যই
    ২। না , তবে কপি রাইট জিনিস দিবেন না ।
    ৩। যায়, তবে না করাই ভাল।
    ৪। ১০০% ই আপনার ।
    ৫। আজীবন , আপনার ব্লগ আপ টু ডেট রাখতে হবে সব সময় ।

      @জামাল হোসেন শুভ: আমি যদি শুধু ফটো আর ব্লগ দেই, ভিডিও না দেই, তবে কি অ্যাপ্লাই করা যাবে? Upload করার কয়দিন পর আমাকে অ্যাপ্লাই করতে হবে?

When u r coming in this world(TT)? i guess it’s ur first tune. no comment about your tune”

ha ha ha.. flyxia 50% share nibe. joto taka adsense ey income hobe tar modhey theke 50% flyxia & 50% apni.

Level 0

ভাই, ৫০% দিলে আমি খামু কি?

Level 0

Nice post. এডসেন্স এর জন্য যোগাযোগ করতে পারেন।
http://www.curebd.com

Level 0

ভাই আমার এই সাইট http://earnnews24hrs.blogspot.com/ টা কি অ্যাডসেন্স এর জন্য উপযোগী ?

না ,
PTC কন্টেন্ট এর জন্য।

ধন্যবাদ জামাল হোসেন শুভ। প্রশ্নের উত্তরগুলু দেওয়ার জন্য। আপনার সাথে কি মেইল এ কন্টাক্ট করতে পারি। আমার মেইল ঃ

[email protected]

bukisa আরো সহজ… বুকিসা তে ৩ টা ভালো মানের পোস্ট করলেই এডসেন্স একাউন্ট পাওয়া যায়… :p

Level 0

@জামাল হোসেন শুভ
ভাই আমি অনেক বিপদে আসি , flixya.com দিয়া অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করসি , কিন্তু হেরা আমারে কয় , আমার নাকি incorrect address । পরে আবার একটা flixya account খুলসি , আখন আমার ব্লগ পোস্ট ১০ টা আর ফটো পোস্ট ৫০ টা , কিন্তু আমি অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করতে ভয় পসসি , যদি হেরা আবার কয় incorrect address এই কারনে । এখন আপনার কাসে আমার আবেদন , আমার নিছের এই ঠিকানা টা কিভাবে arrange করতে পারি টা দেখায় দিবেন ।
আমার এড্রেস ঃ
house: 108
road: 3
block: B
vill : kayampur.
ps+po : fatullah
city : Narayanganj.
zip code : 1421
Bangladesh

now my question is to u , how can i arrange this address on the form of adsense ? plz…plz…..plz….plzz….plz….. answare me quickly by arranging my above address .

    @naim24:
    গ্রামের এড্রেস দিলে হবে না । শহরের এড্রেস দিতে হবে ।
    যেমনঃ খ ৩, মেম্বার বাড়ী , খিলখেত বাজার , খিলখেত ঢাকা ১২২৯ ।

Level 0

ভাই আমি আগে blogger.com থেকে অ্যাপ্লাই করেসিলাম কিন্তু আখন আমি কি flixya.com থেকে অ্যাপ্লাই করতে পারব?
দয়া করে তাড়াতাড়ি জানান ভাই
খালিদ

Level 0

ভাই পোস্ট কি একদিনে সবগুলি করলে সমস্যা হবে?

না কোন সমস্যা নেই । তবে পোস্ট গুলো যাতে ভাল মানের হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।

Level 0

ভাই নতুন মেইল কি জিমেইল হতে হবে ?
আমি ত flixya.com ্তে পুরাতন জিমেইল ব্যবহার করেসি।
তাহলে কি করব ভাই?
আমার কি নতুন অ্যাডসেন্স খুলতে হবে নাকি?
ভাই একটু বিস্তারিত বলেন দয়া করে

Level 0

ভাই পোস্ট গুলি ৪০০ ওয়ার্ড এর নিচে হলে কন সমসসা হবে নাকি?
ভাই আপনার হেল্প এর জন্য many many thanks
vai please amake aktu ganan

২৫০ ওয়ার্ড হলেই হবে , তবে কপি পেস্ট যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
কিভাবে ভাল ব্লগ পোস্ট লিখতে হয়, জানতে হলে এই পোস্ট টা পড়ুন http://www.bdtaka.com/?p=141
হ্যাঁ নতুন জিমেইল আইডি খোলা লাগবে ।
আগের অ্যাডসেন্স যদি approve না থাকে তাহলেই শুধু আবেদন করতে পারবেন।

Level 0

ভাই
আমার আগের অ্যাডসেন্স APPROV নেই তাহোলে কী আমার নতুন GMAIL ID খোলা লাগবে?
আমিতো আগের মেইল আইডি দিয়ে চেষ্টা করতে পারি?
নাকি নতুন আইডি খুলতে হবে ভাঈ?

Approve থাকুক আর না থাকুক , আগের আবেদন ইমেইল ব্যবহার করা যাবে না।
নতুন জিমেইল খুলে আবেদন করুন।

Level 0

ভাই নতুন ইমেইল ব্যবহার করলে ত সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন হবে না তাহলে নতুন ইমেইল কিভাবে অ্যাড করা যাবে?
please janan

Level 0

ভাই
আমি অ্যাপ্লাই করার পরে অ্যাডসেন্স আমাকে এই বার্তা দিসে
Insufficient content: To be considered for AdSense, your site must contain
enough text content for our specialists to review and for our crawlers to
identify relevant ads to show on your pages. We recommend including more
complete sentences and paragraphs on your site. We require websites to be
fully launched and functioning, allowing users to navigate throughout your
site with a menu, sitemap, or appropriate links. Once the majority of your
site is complete and functional, we’ll be happy to reconsider your
application.
দয়া করে কি করলে ভাল হবে
http://www.flixya.com/user/khalide91
লিঙ্ক টা দেখে আমাকে একটু জানান
ভাই
খালিদ

আপনার সব ব্লগ কপি করা।
সব ভিডিও সিনেমার গান।
ফটো গুলো ও কপি করা।

” ভাল করে flixya ওয়েবসাইট টি পড়ুন ” … কোন লাইন না বুঝলে আমাকে জানান।

Level 0

ভাই এখানে ভিডিও এবং ফটো শেয়ার জন্য কোন ধরাবাদা আচেনাকি? অথবা কন ধরনের ভিডিও শেয়ার করতে হবে? আর আমার এক বন্ধু বলল ওর কাছ থেকে নাকি ৩০% কমিশন কেটে রেখে দিয়েছে ।

Level 0

is it ok if i add new account with 10 post?

Level 0

ভাই আমার এই সাইট http://impactind.blogspot.in/ টা কি অ্যাডসেন্স এর জন্য উপযোগী ?

    Level 0

    @chin2: গুগল মামা সাধারনত ব্লগস্পত সাইটের মাধ্যমে বাংলাদেশে অ্যাডসেন্স দেয়না। furniture manufacturing