এটি একটি সর্বজন স্বীকৃত সত্য যে গুগল অ্যাডসেন্স হচ্ছে অনলাইনে আয়ের সবচেয়ে সেরা উপায় গুলোর একটি। সব মানুষই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে চায়। কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া চাট্টি খানি কথা নয়। অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে হলে কিছু নুন্নতম শর্ত পূরণ করতে হয়। আপনারা অনেকেই অ্যাডসেন্স এর নুন্নতম শর্ত গুলো জানেন। তাই নতুন করে লিখলাম না । কিন্তু যারা জানেন না তারা এই আর্টিকেল টা দেখুন।
'যদি এমন হয় আপনার সাইট অ্যাডসেন্স এর কোন একটি শর্ত পূরণ করতে ব্যর্থ , কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে চাইছেন '।
এই সমস্যা সমাধান করার জন্য আমার এই পোস্ট “কিভাবে মাত্র একদিনে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন” । আমি নিজে মাত্র একদিনে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়েছিলাম ।
অনেক বকবক করে পেললাম , এবার আসল কথায় আসা যাক । যে সাইট থেকে অ্যাডসেন্স পাবেন তার নাম হচ্ছে Flixya.com। এটি একটি অ্যাডসেন্স রেভেনিউ শেয়ারিং সাইট। প্রতিষ্ঠার সময় এটা প্রধানত ভিডিও শেয়ারিং সাইট হিসেবে পরিচিত ছিল । কিন্তু এখন এটি ফটো শেয়ারিং ব্লগিং প্লাটফর্ম এবং সামাজিক যোগাযোগ সাইট হিসেবে সু পরিচিত। Flixya থেকে অ্যাডসেন্স এ আবেদন করতে হলে আপনাকে নুন্নতম ১০ টি পোস্ট লাগবে। এই পোস্ট গুলো ফটো , ভিডিও , ব্লগ বা এই তিনটির সমষ্টি হতে পারে। আমার মতে ৫ টি ইউনিক ব্লগ পোস্ট, ৩ টি ফটো , এবং ২ টি ভিডিও দিন। আপানার সব কনটেন্ট অবশ্যই অ্যাডসেন্স এর প্রোগ্রাম পলিসি অনুযায়ী হতে হবে। ১০ টি পোস্ট দেওয়ার পরে আপনি অ্যাডসেন্স এ আবেদন করতে পারবেন। Account> monetize> create an adsense account এ ক্লিক করুন। আপানার ই মেইল এড্রেস চাইবে, একটি নতুন ই মেইল এড্রেস দিন। এবার , আপনার মেইল বক্স চেক করুন, দেখবেন একটা অ্যাডসেন্স instruction মেইল আসছে। মেইল এর সকল নির্দেশনা অনুসরন করুন। এর পরের পদক্ষেপ গুলো স্বাভাবিক নিয়মের মতই।শেষ হয়ে গেল আপনার আবেদন প্রক্রিয়া। অ্যাডসেন্স এর ফিরতি মেইল এর জন্য অপেক্ষা করুন । আশা করি একদিনেই Approve ই মেইল পাবেন ।
কিছু কথাঃ
আমি জামাল হোসেন শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি একজন প্রফেশনাল অনলাইন incomer, affiliate marketer. ফ্রীলাঞ্চিং, অ্যাডসেন্স , পিটিসি এবং ফরেক্স ট্রেডিং এর উপরে উনার তিন বছরের অভিজ্ঞতা রয়েছে। www.QuickIncomeTips.com হচ্ছে উনার 'অনলাইনে আয়ের টিপস' নিয়ে প্রথম ব্লগ। বর্তমানে তিনি পড়াশুনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং department এ।
Vi amar mig33 id hack hoasa. Id. iniaiz
mobil. 60167903674. Pw selo 1a2b3c . Ame kevaba id ta pabo. Janaban ke