এইবার আসি কাজের কথায়। আমাদের অনেকেই যে এক্সপি ব্যবহার করি, তা সাধারনত জেনুইন হয় না। এই জন্য ই পরতে হয় ভাইরাস সহ নানা ঝামেলায়। কিন্তু জেনুইন ব্যবহার করলে
১) ফ্রী এন্টিভাইরাস (Microsoft Security Essential)ব্যবহার করা যায়।
২) মিডিয়াপ্লেয়ার আপডেট দেয়া যায়।
৩) উইন্ডোজ আপডেট দেয়া যায়।
চলুন জেনে নিই কিভাবে জেনুইন করা যায় তা নিয়ে...
১) প্রথমে নিচের ফাইল টি ডাউনলোড করে extract করুন। তিনটি ফাইল দেখতে পাবেন। XPProCorp-KeyChanger , XP SP2 , XP SP3
অথবা
২) XPProCorp-KeyChanger ফাইল টি ওপেন করুন।
৩) দুই বার এন্টার চাপুন। এরপর ক্লোজ করুন।
৪) এরপর নিচের উইন্ডো ওপেন হবে। এরপর নিচের মত করে NEXT চাপুন।
৫) ‘’Change Product Key’’ চাপুন।
৬) এরপর Product key তে New key দিন। এরপর ‘’Update’’ চাপুন।
৭) ‘’ Remind Me Later ‘’ চাপুন।
8) এবার পিসি Restart করুন।
ফিনিস 😀
এবার Microsoft Security Essential ডাউনলোড করুন এইখান থেকে।
কোনো সমস্যা হইলে আমাকে ফেসবুক এ জানাতে পারেন...
ধন্যবাদ।
আল্লাহ হাফেয
আমি মোঃ নাজমুস সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 409 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই অনেক দিন ! অনেক বাঘা টিউনারের টিউন ফলো করেও ইউনডোস জেনুইন করতে পারিনি এমনকি আমার কাছে ১০.০০০হাজার কী ও আছে তবে তার মধ্যে প্রায় হাজার খানেক key আমি টেস্ট করছি , কোন ভাবেই আমি ইউনডোজ জেনুইন করতে পারিনি !
আপনার টা অবশ্যয় আমি ট্রায় করবো । কাজ হলে ১০০% থ্যাংক্স আর না হলে 🙁
আমর OS = winXP sp2