উইন্ডোজ এক্সপি জেনুইন করার পদ্ধতি । ১০০% কারযকরি

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমি একজন নতুন টিউনার। অনেক্ষন ধরে মাইক্রোসফট ওয়ার্ড খুলে বসে রইলাম কি লিখবো কিভাবে লিখবো। শেষে লিখা শুরু করে দিলাম কিভাবে এক্সপি জেনুইন করা যায় তা নিয়ে। কোনো ভুল ত্রুটি পাইলে ক্ষমা করে দিয়েন ছোটো ভাই হিসাবে।

এইবার আসি কাজের কথায়। আমাদের অনেকেই যে এক্সপি ব্যবহার করি, তা সাধারনত জেনুইন হয় না। এই জন্য ই পরতে হয় ভাইরাস সহ নানা ঝামেলায়। কিন্তু জেনুইন ব্যবহার করলে

১) ফ্রী এন্টিভাইরাস (Microsoft Security Essential)ব্যবহার করা যায়।

২) মিডিয়াপ্লেয়ার আপডেট দেয়া যায়।

৩) উইন্ডোজ আপডেট দেয়া যায়।

চলুন জেনে নিই কিভাবে জেনুইন করা যায় তা নিয়ে...

১) প্রথমে নিচের ফাইল টি ডাউনলোড করে extract করুন। তিনটি ফাইল দেখতে পাবেন। XPProCorp-KeyChanger  , XP SP2 , XP SP3

ডাউনলোড

অথবা

ডাউনলোড

পাসওয়ার্ডঃ cyberman

২) XPProCorp-KeyChanger   ফাইল টি ওপেন করুন।

৩) দুই বার এন্টার চাপুন। এরপর ক্লোজ করুন।

৪) এরপর নিচের উইন্ডো ওপেন হবে। এরপর নিচের মত করে NEXT  চাপুন।

৫) ‘’Change Product Key’’ চাপুন।

৬) এরপর Product key তে New key দিন। এরপর ‘’Update’’ চাপুন।

৭) ‘’ Remind Me Later ‘’ চাপুন।

8) এবার পিসি Restart করুন।

ফিনিস :mrgreen:  :mrgreen:  😀

এবার Microsoft Security Essential ডাউনলোড করুন এইখান থেকে।

http://www.mediafire.com/?q48h5con8nnabpw

কোনো সমস্যা হইলে আমাকে ফেসবুক এ জানাতে পারেন...

ধন্যবাদ।

আল্লাহ হাফেয


Validate Windows XP Here

Level 0

আমি মোঃ নাজমুস সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 409 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অনেক দিন ! অনেক বাঘা টিউনারের টিউন ফলো করেও ইউনডোস জেনুইন করতে পারিনি এমনকি আমার কাছে ১০.০০০হাজার কী ও আছে তবে তার মধ্যে প্রায় হাজার খানেক key আমি টেস্ট করছি , কোন ভাবেই আমি ইউনডোজ জেনুইন করতে পারিনি !

আপনার টা অবশ্যয় আমি ট্রায় করবো । কাজ হলে ১০০% থ্যাংক্স আর না হলে 🙁

আমর OS = winXP sp2

কিন্তু ভাই , জেনুইন হলো কিনা তা বুঝবো কিভাবে ? তা তো বললেন না ??

আপনাকে অনেক ধন্যবাদ। জনস্বার্থে টিউন স্টিকি করার আবেদন জানাচ্ছি।

Level 0

টেকটিউন এর হোম পেইজের ডান পাশে”ঝকঝকে তকতকে বাংলা পড়ুন” ক্লিক করুন।পরের নি্রদেশনা অনুসরন করুন। ধন্যবাদ।।

Level 0

Microsoft Security Essential install korte parben. Genuine na hole install korte parben na.

Level 0

”Turn off Automatic updates” from Control Panel . Ta na hole windows ”turn off” er somoy automatic update hobe. Ja amar kase disgusting !! 😉

Level 0

Many Many thanks… br.. im using xp profisinal… this is how to active.? install tm alraday update close /// plz help .

    Level 0

    @kazimasud: Apnar question ti bujhte pari nai.
    Eta shob xp tei kaj korbe. Follow every step. U will be success. 🙂

Level 3

unique পোষ্ট, টেটি এই ধরনের পোষ্ট আর হইনাই…………:p 😀

প্রথম টিউনে স্টার হয়ে গেছেন । অনেক ধন্যবাদ

Level 0

অনেক ভাবেই তো আপডেটের কথা শুনলাম ………আপনার টা দেখি কাজ হয় কিনা !!! আমার মনে হয় সিষ্টেম sp3 কাজ করবে তবে sp2 মনে হয় কাজ করবে না !! আরকটা কথা এটার লাইফ-টাইম কতটুকু ???

    Level 0

    @Kiron Best: SP2 and SP3 duitatei kaj kore… SP2 er jonne SP2 er key and SP3 er jonne SP3 er key text file akare dea ase.

    Ekhon porjonto kaj korse. Amar mone hoe sarajibon e kaj korbe. 😉

Level 0

উইন্ডোজ ৭ এরটা কই???

ধন্যবাদ ভাই আপনার key টি ১০০% কাজ করেছে কিন্তু key ইনপুট করার সিস্টেম নিয়ে আমার প্রশ্ন আছে ! যাই হোক আমি সফল হয়েছি !!!!!! 🙂 🙂

অনেকেই কমেন্ট দিলেন ! কিন্তু কেউ প্যাক্টিক্যাল কিনা তা কিন্তু বললেন না , যাই হোক আমি আমি সফল হয়েছি এই নিন তার প্রমান , নিচের ছবি টি দেখুন এটা এই টিউনার ভায়ের সিরিয়াল কী !!
https://picasaweb.google.com/108415670798853204151/November272011?authuser=0&authkey=Gv1sRgCMDb3ov2jeXu2wE&feat=directlink#5679513198869218690

কিন্তু আমি অন্যভাবে kye টি ইনপুট করেছি ! আমি যেভাবে ইনপুট করেছি সেটা দেখতে নিচের লিংকে ক্লিক করুন,
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/44125/

আরেকটি কথা .bat ফাইলে রাইট ক্লিক করে key টি চেন্জ করে নিয়ে এই টিউনারের কী টি সর্তকতার সাথে বসিয়ে দিবেন । তার পর continue এ ক্লিক করবেন , হলে হবে আর না হলে দেখবেন নিচের দিকে resolved নামের একটি বাটন আছে ওখানে ক্লিক করলে আপনাকে একটি পেজএ নিয়ে যাবে , সেখানে validate কোরলেই কাম খালাস !!! কাজ হবেই ,

আমার লেখা দেখলে জটিল মনে হতে পারে , আসলে অনেক ইজি……………..

    Level 0

    @প্রিন্স মাহমুদ:
    ভাইজান আপনাকে, Pudina Pata কে এবং Sakib ভাইকে ধন্যবাদ অবশেষে আপনাদের সহযোগিতায় পারলাম। আশা করি এমন আরও টিপস দিয়া আমার মত কম জানা লোকদের উপকার করবেন। এখানে আমি ৩ জনের সহযোগিতা নিয়াছি ।আশা করি আগামিতেও আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ ।

    Level 0

    @প্রিন্স মাহমুদ: আপনার সিস্টেম এ কাজ হোল। অনেক ধন্যবাদ।

ধন্যবাদ টিউনার ভাই ! আপনার কী তে কাজ হইছে ! আসলে এটি নিয়ে অনেক দিন ধরে পেরেসানিতে ছিলাম । @মিনহাজ ভাঁয়ের সাথে একমত ! টিউনটি স্টিকি করা হোক 🙂
https://picasaweb.google.com/108415670798853204151/November272011?authuser=0&authkey=Gv1sRgCMDb3ov2jeXu2wE&feat=directlink#5679513198869218690

আপনাকে অভিনন্দন !!

ভাই একটি সাহায্য চেয়েছিলেন খেয়াল করিনি ।

iComplex+soliman Lipi font+ Avro or bijoy bayanno = 100 bangla solevd

আসা করছি উপকৃত হবেন ।

vai microsoft security tu update hocha na. R amr xp 100% geniune hoicha..ta ki control panel thka daka jaba.

    Level 0

    @monojkiller: Security Essential 1st update hote onek onek time lage. So update dite nake tel die ghuman. uthe dekhben ses hoe gese. 😉

    R windows 100% genuine holei kebol Security Essential install hobe. Ta na hole hobe na.
    Esara apni Windows Media Player download kore Install korte parben.

    দেখা যাবে তবে কন্টল প্যানেল থেকে হবে না । আমার উপরের কমেন্টটি পড়ুন ।

Level 0

স্বাগতম ভাইজান প্রথম বারেই ১০০ তে ১০০০ ।
এমন আরও টিউন আশা করি।
ভাইজান আপনাকে, Pudina Pata , প্রিন্স মাহমুদ ,ভাইকে ধন্যবাদ অবশেষে আপনাদের সহযোগিতায় পারলাম।

ধন্যবাদ

Level 0

সাকিব ধন্যবাদ আপনার টিউনের জন্য। Microsoft Security Essential ব্যবহার করলে কি অন্য এন্টিভাইরাস/
ইন্টারনেট সিকিউরিটি ব্যবহারের প্রয়োজন আছে ?

Level 0

bye kaj hoise ami Microsoft Security Essential install korte peresi onk onk donnobad

Level 0

bye microsoft Security Essential install korar por akta somosha hoise. ta holo amar moderm ar bandwith nosto hose. kono browser open na korleo bandwith nosto hoi. automatic up date un chake kore rakhsi. tobo kaj hi na net connect korlei bandwith khoroch hote thake. pls somadan diben

    @Jnjaman: MSE এন্টিভাইরাস অটো আপডেট নেয় । প্রতিদিন প্রায় ১ মেগাবাইট এর মত আপডেট হয় । এটি বন্ধ করা যায় না, ইন্টারনেট কানেক্ট হলেই অটো আপডেট নিবে। অটো আপডেট পুরোপুরি বন্ধ করতে হলে আপনাকে MSE এর Settings থেকে ” Real Time Protection ” অফ/বন্ধ করতে হবে। কিন্তু এতে আপনার পিসি পুরোপুরি Unprotected হয়ে যাবে।
    ডেইলি আপডেট হবে এটাই স্বাভাবিক ।

Level 0

aro akto help chi ta holo bangla ki babe likhbo janaben thank’s

Thnx মোঃ নাজমুস সাকিব, Apnar and Pudina Pata help nie ami amar Windows Genuin korte parsi…