আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। আজকের টিউনে আলোচনা হবে ওয়াইফাই নিয়ে। তাহলে চলুন না বাড়িয়ে শুরু করি।
কখনো কখনো এমন হতে পারে আপনার ওয়াইফাই স্লো হয়ে যেতে পারে। আপনি হয়তো সিঙ্গেল ডিভাইস ব্যবহার করছেন তারপরেও ইন্টারনেট কানেকশন স্লো হবার কারণ হতে পারে, অন্য কারো লুকিয়ে আপনার ইন্টারনেট ব্যবহার করা।
আমাদের অজান্তেই আমাদের ওয়াইফাই অন্যরা ব্যবহার করতে পারে এবং এর পেছনে কয়েকটা কারণ হতে পারে, যেমন সিকিউরিটি মেথড হিসেবে WEP ব্যবহার করা, QR কোড স্ক্যান করে এক জন আরেকজনকে পাসওয়ার্ড স্ক্যান করা ইত্যাদি।
তো আজকের টিউনে আমরা জানার চেষ্টা করব কিভাবে আপনি বের করতে পারবেন কারা আপনার ওয়াইফাই লুকিয়ে ব্যবহার করছে,
এই মেথডের মাধ্যমে আপনি বের করতে পারবেন আপনার রাউটারে এই মুহূর্তে কত গুলো ডিভাইস কানেক্ট আছে। তবে সব রাউটারে আবার এই ফিচারটি থাকে না। ফিচারটি ব্যবহার করতে প্রথমে আপনার রাউটারের আইপি এড্রেস জেনে ড্যাশ-বোর্ডে লগইন করুন। অধিকাংশ রাউটারের আইপি এড্রেস, http://192.168.0.1 অথবা http://192.168.1.1 হতে পারে। তাছাড়া আপনি রাউটারের মডেল লিখেও সার্চ দিতে পারেন। আইপি এড্রেসের পর আপনার দরকার হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড এর। সাধারণ ভাবে admin থাকতে পারে তবে রাউটার অনুযায়ী সার্চ দিয়ে বের করে নেয়াই ভাল।
লগইন করার পর Attached Devices, অথবা Device List নামের সেকশনে আপনি কানেক্ট ডিভাইস গুলো পেয়ে যাবেন। DD-WRT ফ্ল্যাসড রাউটার গুলোর ক্ষেত্রে আপনি Status -> Wireless screen থেকে ডিভাইস গুলো দেখতে পারবেন। সব ডিভাইসে যে এক নামের সেকশন থাকবে এমনটি নয় আপনাকে খুঁজে বের করতে হবে।
যাই হোক কানেক্ট ডিভাইস গুলো দেখার পর সেগুলো আপনি ব্লক করে দিতে পারেন অথবা রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারেন।
এমনটি খুব বেশি ব্যবহৃত হয় না, MoocherHunter live CD tracking suite এর মাধ্যমে আপনি বের করতে পারবেন কে কে আপনার ওয়াই ফাই ব্যবহার করছে। আপনার যদি ডিরেকশনাল এন্টেনা থাকে তাহলে ভাল রেজাল্ট দিতে পারবে।
চলুন এবার জেনে নেয়া যাক কিভাবে অন্যদের ওয়াইফাই ব্যবহার বন্ধ করবেন,
আপনার রাউটার যদি পাঁচ বছর আগেরও হয় তাহলে আপনি সিকিউরিটি প্রোটোকল হিসেবে শক্তিশালী প্রোটোকল সিলেক্ট করতে পারেন। আপনার রাউটারে লগইন করুন, Wireless Settings এ যান Wi-Fi security অপশন থেকে শুধু WPA বাদে WPA2-PSK সিলেক্ট করুন অথবা দুটি একসাথে সিলেক্ট করুন।
পাসওয়ার্ড হিসেবে স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করুন, ক্যারেক্টার, আপার কেস লোয়ার কেস সিলেক্ট করুন।
ওয়াইফাই লুকিয়ে রাখতে অনেকে আবার কিছু পরামর্শ দেয় যদিও সেগুলো সব সময় কাজ করে না,
SSID হাইড করা: আপনি চাইলে আপনার নেটওয়ার্কের নাম হাইড করতে পারেন তবে এটা খুব বেশি নিরাপদ নয়, Backtrack এর মত ফ্রি হ্যাকিং টুল গুলো এটা প্রকাশ করে দিতে পারে।
আইপি ফিল্টারিং: এর মাধ্যমে নির্দিষ্ট আইপি ব্লক করা যায় তবে আইপি চেঞ্জ করে যেকেউ নেটওয়ার্কে এক্সেস নিতে পারবে।
MAC ফিল্টারিং: নির্দিষ্ট ডিভাইসের নির্দিষ্ট ম্যাক এড্রেস থাকলেও এটিও বাইপাসের ব্যবস্থা আছে। কেউ চাইলে তাদের ম্যাক এড্রেস Spoof করে আপনার রাউটারে এক্সেস নিতে পারে।
এবার চলুন আপনাকে ওয়াইফাই দিয়ে ইনকামের পথ দেখানো যাক। আপনি যদি রাউটারে DD-WRT ইন্সটল দিয়ে থাকেন তাহলে সহজেই নিজের একটা পেইড ওয়াই ফাই হটস্পট পোর্টাল তৈরি করে নিতে পারবেন। আপনি এমন একটি পোর্টাল শুরু করতে পারেন যেখানে ইউজাররা পে করে আপনার ইন্টারনেট সার্ভিস ব্যবহার করবে। HotspotSystem ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলে নিজের ওয়াইফাই হটস্পট পোর্টাল তৈরি করতে পারবেন। আপনার শহরে যদি যথেষ্ট পটেনশিয়াল কাস্টমার থাকে তবে এই বিজনেসটি আপনি শুরু করতে পারেন। যারা আপনার হটস্পট ব্যবহার করবে তাদের পে করা টাকার ৭৫% আপনি পাবেন। পেমেন্ট মেথড নিয়ে কোন চিন্তা করতে হবে সব কিছুর ব্যবস্থা আপনি সেখানে পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ hotspotsystem
তো আপনার ওয়াই ফাই কানেকশনও যদি স্লো হয়ে যায় তাহলে কানেক্টেড ডিভাইস চেক করতে ভুলবেন না। অন্য কারণেও এমনটি হতে পারে প্রথমেই চেক করে নেয়া ভাল।
কেমন হল টিউনটি জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।