আমরা অনেকেই হয়তো জানি রিমোট কনট্রোলার থেকে Infrared Ray নির্গত হয়ে টিভির সামনে থাকা ফটো ডিটেক্টরে রিসিভ হয়। খালি চোখেতো আর Infrared Ray দেখা যায় না। তাই এ কথা আমাদের মতো সাধারণ মানুষ মাথা পেতে মেনে নেয়। কিন্তু কেমন হতো যদি এ Infrared Ray নির্গত হওয়ার ব্যাপারটা নিজ চোখে দেখা যেত? চলুন তবে দেখার চেষ্টা করি।
এ জন্য প্রয়োজন একটি ক্যামেরা- মোবাইলের হলেও চলবে। মোবাইল নিয়ে Camera চালু করুন। এরপর রিমোট কনট্রোলারকে Camera এর পেছনে নিন যেন এর মাথা Camera এর দিকে মুখ করা থাকে। অর্থাৎ মোবাইলের Camera ভিউ থেকে যেন আপনি রিমোট কনট্রোলারের মাথা দেখতে পান। এবার Camera ভিউ এ থেকে রিমোট কনট্রোলারের যে কোনো বাটন প্রেস করুন। কী? কিছু দেখা গেল?
যদি আরো ভালোভাবে দেখতে চান তাহলে অন্ধকারে পরীক্ষা করুন। ধন্যবাদ।
আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার কাছে ব্যাপারটা দারুন লেগেছে, ধন্যবাদ…