টিভির রিমোট কনট্রোলার দিয়ে কি সত্যিই Infrared Ray নির্গত হয়? বিশ্বাস না হলে নিজেই দেখে নিন

আমরা অনেকেই হয়তো জানি রিমোট কনট্রোলার থেকে Infrared Ray নির্গত হয়ে টিভির সামনে থাকা ফটো ডিটেক্টরে রিসিভ হয়। খালি চোখেতো আর Infrared Ray দেখা যায় না। তাই এ কথা আমাদের মতো সাধারণ মানুষ মাথা পেতে মেনে নেয়। কিন্তু কেমন হতো যদি এ Infrared Ray নির্গত হওয়ার ব্যাপারটা নিজ চোখে দেখা যেত? চলুন তবে দেখার চেষ্টা করি।

এ জন্য প্রয়োজন একটি ক্যামেরা- মোবাইলের হলেও চলবে। মোবাইল নিয়ে Camera চালু করুন। এরপর রিমোট কনট্রোলারকে Camera এর পেছনে নিন যেন এর মাথা Camera এর দিকে মুখ করা থাকে। অর্থাৎ মোবাইলের Camera ভিউ থেকে যেন আপনি রিমোট কনট্রোলারের মাথা দেখতে পান। এবার Camera ভিউ এ থেকে রিমোট কনট্রোলারের যে কোনো বাটন প্রেস করুন। কী? কিছু দেখা গেল?

যদি আরো ভালোভাবে দেখতে চান তাহলে অন্ধকারে পরীক্ষা করুন। ধন্যবাদ।

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কাছে ব্যাপারটা দারুন লেগেছে, ধন্যবাদ…

আমি অনেক আগেথেকেই জানি ::P

Level 2

মারাত্তক লাগলো, অনেক ধন্যবাদ

আমিও আগে থেকে জানতাম, তারপরও শেয়ার করার জন্য ধন্যবাদ।

দারুন ত
ধন্যবাদ

jotil………..

Level 0

koi

খাইসে!!! হেলবয় তন্ময় অন হেলফায়ার!I!I! 💡

হুম, পরীক্ষা করতাম ছাই, কিন্তুক আমার টিভির রিমোট টা জানি কই?! 😉

জানা ছিল না। তবে এইটা দিয়া কি টিভি মোবাইলের চ্যানেল পাল্টান যাবে ❓ (হে হে 😀 )

শুধু টিভি না, লিফটের দরজাতে ধরলেও একই কাজ হয়। কিছু সিসিটিভিতেও ইনফ্রা ব্যবহার করে, ঐগুলাতেও কাজ হয়।

Level 2

ok……………………

?!?! কার নাম্বার দিছোস?!

ইনফ্রারেডের একটা স্ন্যাপশট দিলে ভালা হইত। 😉

Level New

ধন্যবাদ

ওয়াও! দারুন তো। একটা স্ক্রিনশট দিলে আরোও ভালো হতো।

    @এলিন: ধন্যবাদ। যান, দিয়ে দিলাম 🙂

      @HellboyTonmoy: ধন্যবাদ আপনাকে। আপনি এতো সুন্দর ছবি তুললেন কি করে ? আমি তো অনেক ট্রাই করলাম এমনটা পারলাম না।

    @এলিন: যে কোনো বাটন টিপ দিয়ে ধরে রাখুন এবং ছবি তুলুন। আশা করি পারবেন।

post ta valoi lagse
keep it on

হায় রে, তুই তো দেখি আমার কতাখান সিরিয়াসলি নিসোস!?!

এখন প্রশ্ন হলঃ ওইটা কি রিমোট নাকি নকিয়া ১১১০ (ব্ল্যাক ভার্সন) 😛 😛 ??

পোস্টটা আসলেই অনেক ভাল হইসে। 😀

এইবার আবার য্যান প্রমাণ করিস না যে ওইটা রিমোট নাকি অন্য কিছু। Just 4 fun…. 😀