নিজের পছন্দ মত বদলে ফেলুন Windows 7 এর ড্রাইবার ও ফোল্ডার Background

Windows 7 এর সাদা ড্রাইবার ও ফোল্ডার Background দেখতে দেখতে bored হয়ে গেছেন? নিজের মত সাজাতে চান আপনার ড্রাইবার ও ফোল্ডারগুলোর Background? তবে আসুন নিজের মত সাজিয়ে নেই পিসিটাকে।

Windows 7 Folder Background Changer এর মাধ্যমে আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন। যদিও নামে শুধু Folder Background Changer, তবে আপনি এর সাহাজ্যে Driver Background ও পরিবর্তন করতে পারবেন।

  • প্রথমে ডাউনলোড করে নিন মাত্র ৫৩২ কিলোবাইটের ছোট্ট Application টি।
  • এরপর Application টি ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং Run as administrator সিলেক্ট করুন। সাথে সাথে আপনার Windows explorer বন্ধ হয়ে যাবে।

  • আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটি সিলেক্ট করুন।

  • এবার আপনার পছন্দনীয় ছবিটি সিলেক্ট করুন।

  • সুবিধা মত Text color সিলেক্ট করুন। যদি উক্ত ড্রাইবার বা ফোল্ডারের সবগুলো সাবফোল্ডারে এই একই Background দিতে চান তবে Apply To Sub Folders সিলেক্ট করুন।


  • এবার Application টি Close করে নতুন করে ফোল্ডারটিতে যান এবং উপভোগ করুন আপনার পিসিকে নিজের মত করে।

  • যদি Background বাতিল করতে চান, তবে উপরোক্ত প্রক্রিয়ায় Application চালু করে Driver/Folder টি সিলেক্ট করুন এবং Uninstall সিলেক্ট করে নতুন উইন্ডোতে Continue সিলেক্ট করে Application টি Close করে দিন।

ধন্যবাদ।

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন একটা সফটওয়্যার। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

vai apnar screen shot gular moto hocche na amr folder ar background …. amar akhne akta pic onk gula hoe background a set hoise…apnar moto korte ki kora lagbe?

    @REGAN: আপনার ছবির রেজ্যুলেশন কম। কমপক্ষে ১০২৪X৭৬৮ এর ছবি সিলেক্ট করুন। তাহলে একাধিকবার আসবে না। হলো কিনা জানাবেন। ধন্যবাদ।

      হেলবয় ভাই আমি আপনার পোস্ট টি আপনার সত্ত্ব দিয়ে প্রকাশ করা যাবে ?
      ধন্যবাদ শেয়ার করার জন্য
      বাংলা টেকনোলজি ব্লগ http://jpiblog.tk

      @jpiblogdottk: আমার কোনো আপত্তি নেই 😀

Level 0

vi,apni j system a krte bolsen ami shai system ai kaj ti kore c…but background to change hocse na……..please help me..please….:(

    @Tareq328: না হওয়ারতো কথা না। যদি না হয়, তাহলে Application চালু করুন এবং Uninstall ক্লিক করে নতুন Window তে Continue ক্লিক করুন। এরপর আবার Uninstall ক্লিক করুন। দেখবেন Application বন্ধ হয়ে গেছে। এরপর Application চালু করুন। আশা করি কাজ করবে।

Level 0

vaya’ apni j vabe bolsen’ se vabe hosse na’ windows explorar o bondh0′ hosse na’ shudu j foldar ta select k0ri’ sei ta ‘ open hosse’ pic ta ashse na’ ekt2 val0 k0re dakhen viaa’

    @D3VIL: যদি Appication চালু করার সাথে সাথে Windows explorer বন্ধ না হয়,তবে Uninstall ক্লিক করে নতুন Window তে Continue ক্লিক করুন। এরপর আবার Uninstall ক্লিক করুন। দেখবেন Application বন্ধ হয়ে গেছে। এরপর Application চালু করুন। আশা করি কাজ করবে। চেষ্টা করে জানালে খুশি হতাম।

Level 0

খুবি ভাল লাগাছে (তুমি হাবি)

Level 2

আমি Full glass apps টা use করছি দেখে মনে হয় আমারটাতে কাজ করলো না 🙁
টিউনারকে অনেক ধন্যবাদ সুন্দর অ্যাপ্লিকেশন এর জন্য

Level 0

boss,apni j system a korte bolsen she vabe kr c bt kaj to kr se na.aktu koshto kore dekhe janale upokrito hobo……:(

    @Tareq328: Application চালু করুন এবং Uninstall ক্লিক করে নতুন Window তে Continue ক্লিক করুন। এরপর আবার Uninstall ক্লিক করুন। দেখবেন Application বন্ধ হয়ে গেছে। এরপর Application চালু করুন। আশা করি কাজ করবে।

Level 0

vi,apni j vabe bolcen she vabe korar por o application ta bondo hoy na.onek try korlam hocce na….soory vi disturb korer jonno…….

    @Tareq328: এখনতো মনে হচ্ছে টিউনটাই মুছে ফেলতে হবে। কিন্তু আমি, আমার ফ্রেন্ড কারো কোনো সমস্যা সচ্ছে না। বুঝলাম না 🙁

vai amio parlam na.vai onno kono system thakle please bolen

এখন পরিবরতন করতে পারছি কিন্তু যে ফোল্ডার এ background change করা হসছে ওই ফোল্ডার থেকে বেড়ই আসার পর ওই ফোল্ডার এ গেলে ওই পিকচার আর থাক্সে না।আগের মত হয়ে যাসছে

    @শাওন মাহমুদ: এতো আরেক বিপদ। এরকমতো হওয়ার কথা না। পুনরায় uninstall করে install করুন। আর আমার মতো অধৈর্য হয়ে গেলে এইটার আশা ছাইড়া দেন 🙁

      @HellboyTonmoy: vai windows 7 ar jonno ki background change korar onno kono software ase?

      @শাওন মাহমুদ: আমি যতদূর জানি আর কোন সফট নাই। Logon Screen এর ব্যাকগ্রাউন্ড চেইঞ্জ করার সফট আছে এবং সেই বিষয়ে টিটিতে টিউন আছে। কয়েকদিন পিছনের টিউনে যান। পাবেন। ধন্যবাদ। 🙂

Vai apnar background ta amr onak valo lagasa ata ki vaba pabo akto ki bolban?

দুঃখিত ভাই, কয়েকদিন মেইল চেক করিনি বলে আপনার কমেন্ট নজরে আসে নি।

http://3.bp.blogspot.com/-R2b9hu_d8Lc/TumwgbluYZI/AAAAAAAAAl4/KzUl_Y0utec/s1600/Alone.jpg

ক্লিক করে সেভ করে রাখুন।

Level 0

jossssssssssssssss!!!!!!