Software ছাড়া Pendrive দ্বারা Windows7 ইন্সটল করুন খুব সহজে !!

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করিতেছি । আশা করি সবাই ভাল আছেন । আজ আপনাদের শিখাবো কিভাবে software ছাড়া windows 7 instal  (Pen drive এর মাধমে ) করা যায় । খুব সহজে এ কাজ টি করা যায় । এজন্য একটি 4GB/8GB

Pendrive এর প্রয়োজন হবে । কেননা win7 install বাদে file size ৩.৭ গিগা মত । প্রথমে USB তে pendrive সংযোগ করুন ,এরপর আপনি RUN open ( win+R)করুন  এবং cmd লিখুন এতে command promot ওপেন হবে । ভয় পেয়েন না এটা কোন দক্ষতা ছাড়া করা যায় । command promot ওপেন হওয়ার পর লিখুন

Diskpart         ( Disk partition open হবে ) এরপর লিখুন

List disk          (Disk এর তালিকা দেখাবে )   এরপর লিখুন

Select disk 1  ( এক্ষেত্রে এখানে দুটি Disk দেখাবে ) এরপর লিখুন

Clean                    ( এক্ষেত্রে Disk পরিষ্কার করবে )   এরপর লিখুন

Create partition primary    ( primary partition create করবে  ) এরপর লিখুন

Format recommended    ( pendrive Format করবে ) এরপর লিখুন

Active                     ( primary partition on করবে )

Exit                                    ( programme বন্ধ হবে ) 

এবার আপনি win 7 এর Disk / Hardisk এ রাখা win 7  file সব কপি করে pendrive এ পেস্ট করুন । ব্যাস কাজ শেষ । এখন আপনি Restart  করুন এবং Boot এর সময় দেখিয়ে দিন USB drive দেখুন ইন্সটল হওয়া শুরু হবে । Boot menu সাধারণত Delete/ F10/ F12 motherboard অনুসারে open হয় ।

সুবিধা :

Disk এর থেকে কিছুটা দ্রুত ইন্সটল হয় ।

Windows Server 2008 & Windows Server 2008 R2 ইন্সটল করা যায়

৩ Windows Vista ইন্সটল করা যায় ।

নোট :

Boot  problem এর জন্য I:\Boot\Bootsect.exe /NT60 I: command দিন

( এখানে I:  হচ্ছে pendrive)

 

সর্বপ্রথম Pendrive টি NTFS Format করে নিবেন । 

আশা করি সমস্যা হবে না ।

আগামি পর্বে দেখাবো কিভাবে Windows 7 Genuine করা যায় । সে পর্যন্ত ভাল থাকুন সুস্ত থাকুন । বিদায় .........

ভাল লাগলে comment করবেন  

পূর্বে প্রকাশিতঃ http://jpiblog.tk 

অন্য পোস্ট গুলি 

Win 7 এর startup animation পরিবর্তন করুন !!!

win 7 এর Log on screen background পরিবর্তন করুন

Level 0

আমি jpiblogdottk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি সবার জন্য.....................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Great info……

Level 0

thaks a lot bro……………….

ভাই Windows 7 ছাড়া কিভাবে Windows 7 এর পেনড্রাইভ ইন্সটলার তৈরি করা যায় তা বললে দারুণ উপকার হত। ৩.৭ জিবিতে Windows 7 এর ইন্সটলার তৈরি করা যায় না; মিনিমাম ৮ জিবি লাগবে, কারণ ৩.৭ জিবির ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে ইন্সটলার ফাইলগুলো আটবে না, আমি ট্রাই করেছি। যে ইনফো দিয়েছেন তা গুগলে “How to install Windows 7 from pen-drive” দিলে প্রথম ৩ বা ৪ টা লিংকে গেলেই সবিস্তারে পাওয়া যায়। আরও উপকৃত হব যদি XP থেকে কিভাবে Windows 7 এর পেনড্রাইভ ইন্সটলার তৈরি করা যায়, সেটা দেখান। ধন্যবাদ আপনার টিউনের জন্য।

    @সানি৯৯৯৯ আপনি বলেছেন যে google এ search করলে তা পাওয়া যাবে তা ঠিক । আর আমি 8GB দিয়ে করেছি এ জন্য 4GB দ্বারা টেস্ট করা হয়নি । আর 4GB pendrive এ স্পেস (৩.৭৭ ) থাকে সেক্ষেত্রে ইন্সটল করা কষ্টকর । আর বলেছেন XP থেকে কিভাবে Windows 7 এর পেনড্রাইভ ইন্সটলার তৈরি করা এটা আমি করলে আপনাকে জানাবো বা tune করব । ধন্যবাদ comment আর জন্য ………

Level 0

কাজ না করেই comment করেছি। দারুন জিনিস। win-7 genuin করার system দিলে ভাল হয়।

@ssshabuj আপনি করে দেখতে পারেন আমি win7 প্রায় ১বছরের বেশি ব্যবহার করি এর মধ্যে ১/২ বার Disk দ্বারা দিয়েছি আর প্রত্যেকবার pendrive দ্বারা দিয়েছি । ধন্যবাদ comment করার জন্য
বাংলা টেকনোলজি ব্লগ http://jpiblog.tk

Level 0

ভাই চেষ্টা করেছি(laptop -এ) কিন্তু
Boot Menu এর
floppy disk drive
drive0 drive
cd/dvd drive
network
এই options ছাড়া অন্য option পাচ্ছি না , কি করতে পারি তা অনুগ্রহ করে জানালে খুব উপকার হয়।

    @mana: আপনি যদি xp ব্যবহার করেন তবে pendrive টি NTFS format করে নিতে হবে । আর এক্সপি তে direct NTFS করা যাই না । এ জন্য সফটওয়্যার কিংবা
    DeviceManager থেকে আপনার pendrive এ যান >Properties > Policies tab > Optimize for performance করুন । এবার আপনি আপনি Mycomputer > pendrive > right click > format > এখানে আপনি এবার Fat32 এর নিচে NTFS পাবেন এবং সিলেক্ট করে format করুন । এবার আপনি ডস মোডে pendrive (drive) দেখতে পারবেন । আশা করি বুঝতে পেরেছেন ।
    বাংলা টেকনোলজি ব্লগ http://jpiblog.tk

pendrive use kore win7 setup dile ki ..ager moto (dvd use korar moto) hobe..sob ki aki rokom ??

Level 0

thans amar eta dokar cilo

এভাবে কোন পেন্ড্রাইভ এ কপি দেয়ার পর তা দিয়ে কি অন্য পিসি তে 7 সেটআপ দেয়া যাবে? নাকি অন্য পিসি তেও সেটিং চেঞ্জ করতে হবে।

    @তাসবীর: কোন change করা লাগবে না শুধু boot করার সময় pendrive দেখিয়ে দিলেই হবে ।

    বাংলা টেকনোলজি ব্লগ http://jpiblog.tk

Level 0

ভাইয়া,আমি windows 7 use করি। But কিছু problem আছে। আমি নতুন করে set up দিতে চাই। প্রথমে আমি PC কে কিভাবে formate করব ? Pls, একটু জানান।

আপনারা কথা বলার সময় একটু খুলে বলবেন যাতে বুঝতে সুবিধা হয় , আপনার যদি PC ফরম্যাট বা patition করতে চান তবে প্রয়োজনীয় ডাটা backup করে windows এর ডিস্ক দিয়ে বুট করবেন তারপর যখন drive select করতে বলবে তখন আপনার সুবিধা মত partition / format করুন । আপনি যদি নতুন computer ব্যবহার কারি হয়ে থাকেন সেকেত্রে আপনার জন্য একটু কঠিন হবে , এজন্য আপনি অভিজ্ঞ কারোর পরামরশ নিন
বাংলা টেকনোলজি ব্লগ http://jpiblog.tk

Level 0

bro অনেক ধন্যবাদ তবে আপনি লিখেসেন যে programme বন্ধ হয়ে যাওয়ার পর win 7 এর file কপি করতে এটা কি আমি একটা bootable dvd থেকে সরাসরি pendrive এ কপি করব বা প্রথমে আমি হার্ডডিস্ক এ win7 ডিভিডির সব ফাইল কপি করে পরে pendrive নিব আমাকে জানাবেন প্লিয