ভাইরাসে এবং ওয়ার্মের কারণে অনেক সময় কম্পিউটারে সংরক্ষিত বিভিন্ন ফাইলে অদৃশ্য বা ফাইল গুলো কম্পিউটার ড্রাইভ ওপেন করলে দেখা যায় না। কিন্তু কম্পিউটারের Propertise দেখা য়ায় হার্ড ড্রাইভের জায়গা দখল করে আছে। এ সমস্যার জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করতে পারি হিডেন ফাইল টুলবার এবং এর সাইজ ২৩ কিলোবাইট। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন।এখন এই জিপ ফাইলটিআনজিপ করুন।আনজিপ করার পর এরকম একটি চিত্র দেখা যাবে।
Hidden File Tool দেখতে পারবেন।
এখন উপরের চিত্রর মত আসবে সেখানে আপনি যে ড্রাইভের হিডেন ফাইল দেখতে/ডিলেট করতে Filter সিলেক্ট Searce দিন।
ভুল হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া করবে ন আমি যেন প্রতি দিন টিউন করতে পারি।।
আমি দিলীপ চন্দ্র বর্মন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।