নোটপ্যাড যাদু – পর্ব (৭)

বছর দুই আগের কথা ..
সেই সময় আমার এক দোস্ত কিছুদিন হয়েছে পিসি কিনেছে তো সে একদিন আমাকে বলছে - পিসিতে ক্যাসপার স্কাই সেটাপ দিলাম আর একটাও ভাইরাস নাই।
আমি বল্লাম - দোস্ত তুই কি জানিস harmless ভাইরাস নামে একটা ভাইরাস এসেছে যা ক্যাসপার স্কাই তে খুঁজে পায় না।
কিছুদিন পরের কথা ....
আমি বাসায় বসে ফিফা খেলছি শুণতে পেলাম কে যেন আমাকে ডাকছে তো আমি বাহিরে গিয়ে দেখলাম আমার ঐ দোস্তটা ... আমাকে বলছে দোস্ত আমার বাসায় চল দেখবি কি হয়েছে .....তো ওর বাসায় গেলাম গিয়ে দেখি ওর পিসি অন করা এবং তাতে ঠিক নিচের মত একটা Warning window ..

virus

আমি দেখে বল্লাম - গেছে তোর পিসি ....তারপর তো ওর চেহারাটা দেখার মত ছিল ...
যা হোক এবার আসল ঘটনাটা বলি এটা আসলে কোন ভাইরাস না এটা একটা নোটপ্যাড ট্রিকস যা আমি আগেই ওর পিসিতে করে রেখে ছিলাম।চলুন দেখি কি ভাবে এই ট্রিকসটি করেছিলাম।

harmless ভাইরাস

  • ১. নোট প্যাড ওপেন করুন।
  • ২. নিম্নলিখিত কোডটি কপি পেষ্ট করুন।
  • lol=msgbox ("Warning a virus has been detected on your PC. Press YES to format your hard disk now or press NO to format your hard disk after system reboot",20,"Warning")

  • ৩.এবার Virus.VBS লিখে সেভ করুন।
  • ৪. ফাইলটি ডাবল ক্লিক করুন।
  • দেখবেন একটা window আসবে ......
    a virus has been detected it's working. Press yes or no
    এবার আপনাকে window টি বন্ধ করে ফাইলটি কাট করে startup folder গিয়ে পেষ্ট করতে হবে।এবার থেকে যখনই পিসি চালু করবে উপরের Warning window আসবে।
    আর হ্যা আপনি যদি ভাল করে কোডটি দেখেন তবে সব বুঝতে পারবেন এবং নিযের ইচ্ছা মত কোড লিখতে পারবেন।

    Level New

    আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    ই…ই…ইতরামি…………….কইরো না। 🙂 ………….দারুন ট্রিকস মইন ভাই।

    you doing grand man!!

    Level New

    মজা পাইলাম
    ধন্যবাদ

    মজার জিনিস।

    Level 0

    asoley valo

    Level 0

    ami 1ta trick diyasi tmgorey eitar sathey HDD format er jeita oita bind koira dao then dekho moja :p

    Level 0

    Vi plz janaban..jodi yes or no click kori tahola kono problem hoba kina…? plz plz