হবেই এবার এন্টিভাইরাস সমস্যার স্থায়ী সমাধান !

প্রথমেই টেকি সংশ্লিষ্ট সবাইকে সালাম দিয়ে আমার দ্বিতীয় টিউনটি শুরু করছি । শিরনাম দেখেই আপনার বুঝেগেছেন যে আমি এন্টিভাইরাস সফট নিয়ে টিউন করতে বসেছি.........

আমি ব্যক্তিগতভাবে “ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি” এর ফ্যান , কিন্তু আমার মতো স্লো কনফিগারেশন পিসিতে ক্যাস্পার চালানে বলতে আমার কাছে মনে হয় “গরীবের ঘোড়া রোগ” এর মতো । তবে আপনাদের যাদের “হাই কনফিগারেশন পিসি” তারা যদি ক্যাস্পারস্কাই ব্যবহার করতে চান তাহলে আমি পরামর্শ দিবো আপনি লাইসেন কিনে ব্যাবহার করুন তাহলে ১০০%পারফোমেন্স পাবেন। (ট্রায়াল রিসেটার বা এন্টিব্লকার দিয়ে ভালো পারফোমেন্স আসবে না ) হয় তো সাময়িক ভাবে কাজ করবে কিন্তু সমস্যা হতে পারে!!!  ( আমার হয় , হতে পারে এটি আমার অজ্ঞতা)

আসলে আমি বেশ কয়েকটা এন্টিভাইরাস নিয়ে কিছুটা থিসিস করেছি যেমনঃএভিরা, এভাস্ট,এভিজি, সিমেন্টিক(নরটন), মেকফী, ক্যাস্পারস্কাই ও ইসেট স্মার্ট এছাড়াও BitDefender, BullGuard, CA Antivirus, Comodo Internet Security, Cyber Defender Early ইত্যাদীতে ও কিছুটা অভিজ্ঞতা আছে  (মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল টা করতে পারিনি কারন আমার ইউনডোস জেনুইন না। ) [এর মধ্যে কোনটা ভালো/মন্দ সেই ব্যাপারে আমি কিছু বলবো না ]

তবে আমি ব্যাক্তিগতভাবে মনে করি এন্টিভাইরাস এর ক্ষেত্রে , ক্রেক , প্যাচ, রিসেটার , পাসওয়ার্ড ভিওয়ার , এন্টি ব্লকার, টাইম স্টপার বা সেফমুডে ক্রাক বা প্যাচ আমি এগুলো কোনটারই পক্ষে না।

তবে আপনি এই সফটগুলোর প্রমোশন অফার বা লাইসেন্স  কিনে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। [যেমন এভিরাতে প্রমোশন অফার চলছে ১বছরের ফ্রি লাইসেন্স অফার]  তবে আমার ক্যাস্পারস্কাই এর পর দ্বিতীয় চয়েস হলো “ইসেট স্মার্ট সিকিউরিটি ০৫”

পিসিকে স্লো করবে না, সিস্টেম রিসোর্স ব্যবহার করে খুবই কিন্তু অত্যন্ত শক্তিশালি একটি এন্টিভাইরাস সফট্

ইসেট স্মার্ট বা নড৩২ এর ক্ষেত্রে  যে কোন রিসোর্স থেকে শেয়ার কৃত আইডি পাস সাময়িকভাবে ব্যবহার করতে পারবেন কিন্তু এ আপনি ১০০% পারফোমেনস পাবেন না। (কারন একি আইডি পাস যখন অনেকেই একসাথে ব্যবহার করে তখন বিভিন্ন সমস্যা হতে পারে ) এর এটি কোম্পানী রিলেডেট কারো চখে পড়লে, এমনটি যে কেউ ওই সাইট নিয়ে রিপোর্ট করলে তা ব্যান হওয়ার সম্ভাবনা ৯৯%

তবে উপায় ?? আমাদের ও কি এখন ১১০০টাকা খরচা করতে হবে লাইসেন্স এর জন্যে? আপনি চাইলে কিনতে পারেন তবে আমি কিনবো না , কারন যতদিন টেকি ভায়েরা আছে ততদিন টেক বিষয়ে সকল সমাধান ও আছে !!

ভয়ের কারন নেই যেভাবে আইটি পাস সংগ্রহ করি আপনি ও সেভাবে করতে পারেন, আমি ১০০% পারফোমেনস্ পাচ্ছি আপনি ও পেতে পারেন , সেই টিপসটিই আজকে আলোচনার বিষয়।

অনেক বগবগ হয়েছে এবার কাজের কথায় আসি তা নাহলে উষ্ঠা খেতে পারি :D……কারন আমি  টিউনার হিসাবে খুব ছোট মানের ও নতুন ,কারন অনেক ট্যালেন্ট টিউনার টিটিতে আছে , তবে চেষ্টায় আছি কিছু জানার ও কিছুটা জানানোর ।

প্রথমেই নিচের আইকনে ক্লিক করে  আপনার SO অনুযায়ী (অপারেটিং সিস্টেম) সফট টি ডাউনলোড করুন , অথবা এখানে ক্লিক করুন

এন্টিভাইরাস প্রোগ্রামটির মূল ফিচারগুলো এক নজরে দেখা যাক: 

প্যারেন্টাল কন্ট্রোল: বিভিন্ন ক্ষতিকর এবং অনাকাঙ্খিত ওয়েবসাইট থেকে পরিবারকে নিরাপদ রাখতে ২০টি প্রি-ডিফাইন ক্যাটাগরি ।

ক্লাউড পাওয়ার্ড ইঞ্জিন: ম্যালওয়ার স্ক্যান করে কার্যকর এবং দ্রুততার সাথে যা প্রায় ১০০ মিলিয়ন ইউজারদের রিয়েল টাইম সমন্বয়ের মাধ্যমে ট্রাস্টেট ফাইল চিহ্নিত করে।

গেমার মোড: সবকিছু নিজে থেকে সাসপেন্ড হয়ে আপনাকে দেবে সিস্টেমের পুরোপুরি সদ্বব্যহার করার সুবিধা।

উন্নত এ্যান্টিভাইরাস, এ্যান্টিস্প্যাম ব্লকিং।

বর্ধিত মিডিয়া কন্ট্রোল: USB flash drives, CDs, and DVDs থেকে সিস্টেমে ম্যালওয়্যার ছড়িয়ে পড়া থেকে সুরক্ষা।

কুইক স্টার্ট আপ, স্মার্ট ফায়ারওয়াল    (সংক্ষেপিত বিবরন)

সফট টি ইনিস্টিল করুন সাধারন নিয়মেই.......(দেখুন)

i accept the terms in the license Agreement এ মার্ক করে নেস্ট দিন

Typical সিলেক্ট করে নেস্ট এ ক্লিক করুন

এটি ও মার্ক করে দিন

সিম্পিলি নেস্ট এ ক্লিক করুন

একানে অবশ্যই "enable detection of potentially unwanted applications" মুডে রাখবেন ।

ইনিস্টলেশন এর কাজ শেষ এবার দেখুন আপনার মেইল একাউন্ট এ আইডি+পাস কিভাবে পাবেন ও কিভাবে লাইফটাইমকরবেন (একটি জুরুরী ও কার্যকারী টিপস্) স্কীন সর্টের লাল বং চিহ্নিত মার্কগুলো ভালো করে লক্ষ করুন

নিচের আইকনটিতে কিক্ল করে ওখানে আপনার আপনানর মেইল একাউন্ট দিয়ে সাবমিট করুন , আপনি ৩০দিনের  ট্রায়াল ইউজার+পাস পাবেন, অথবা এখানে ক্লিক করুন

মনে রাখতে হবে কোন কোম্পানীয় আপনাকে লাইফটাইম জেনুইন ভাবে ইউজ করতে দেবে না , অন্য এন্টিভাইরাস এর মতে ইসেট ও আপনাকে ৩০দিনের ট্রায়াল ইউজার+পাস দিবে , কিন্তু আপনি জীমেইল এর কল্যানে তা বাড়িয়ে নিতে পারবেন ।

[এটি আপনি 10minutemail.com বা আরো কিছু সিস্টেমে করতে পারবেন , তবে ওগুলো আমার কাছে ঝামেলা মনে হয় ]

জেনুইল পলিসিতে ইউজার+পাস পেতে আপনাকে যা করতে হবেঃ [জীমেইল একাউন্ট হলে]

আপনার জিমেইল ঠিকানা যদি [email protected] হয় তাহলে আপনি এই আইডির মধ্যে যেকোন যায়গাতে এক বা একাধিক ডট ব্যবহার করে মেইল পেতে পারবেন। যেমন [email protected] বা [email protected] ইত্যাদি। এছাড়াও আপনি জিমেইল ডোমেইনের পরিবর্তে গুগল মেইল ব্যবহার করতে পরেন। যেমন, [email protected], [email protected] ইত্যাদি। আর যদি মূল আইডির পরে + চিহ্ন দিয়ে কোন কীওয়ার্ড লিখে অর্থাৎ [email protected] ঠিকানা ব্যবহার করেন সেটিও আপনার মেইল ঠিকানা হিসাবে গণ্য হবে। উপরোক্ত যে ঠিকানাতেই মেইল আসুক না কেন তা মূল ইমেইলেই আসবে। ফলে আপনি আপনার একটি জিমেইলের অধিনে লক্ষাধিক মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন।
যেসব ক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনে একটি মেইল ঠিকানা গ্রহণ করে না সেক্ষেত্রে এই পদ্ধতি দারুন কাজে দেয়। এছাড়াও ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করলে মেইল ফিল্টার করতে সুবিধা হয়।  এখানে দেখুন আমি  আমার একাউন্ট নাম্বারের মধ্যে (.) ব্যবহার করেছি

দেখুন এখানে ও (.) দিয়েছি কিন্তু অন্য যায়গাতে, এবার নিচের ছবিও লক্ষ করুন

উপরেরটিও  দেখুন , এটি আমি একদিন পরে পাঠিয়েছিলনম , তাই এটির ভ্যালিডিটি ১১.১৭.২০১১ দেখাচ্ছে । তবে এগুলো ট্রায়াল কী সে জন্যেই আপনি এর ১০০% পারফোমেনস্ পাবেন ।

এভাবে আপনি ৩০দিন পর পর ট্রায় কী আপনার মেইল এ নিবেন , তবে আপনাদের কাছে ছোট্র একটা রিকোয়েস্ট  প্রযুক্তির সৎ ব্যবহার করবেন , আর অপ্রয়জনে আইটি+পাস এর রিকোয়েক্ট থেকে বিরত থাকবেন ।

এবার  মেইল থেখে আইডি+পাসটি কপি করে এখানে বসিয়ে দিন , এবং ফাইলটি আপডেট করুন । আপডেট করতে আপনার তেমন কোন ঝামেলা হবে না এবং খুবই কম সময় লাগবে ।

আর কোন সমস্যা ও পরামর্শ থাকলে বলবেন।  আজ এটুকুই ভালো লাগলে আবার কথা হবে ইনশল্লাহ........

প্রয়জনে: মেইল : [email protected]

ফোন  : +৮৮০১৭১১-৭১৬৯২৭ এবং  +৮৮০১৭১৩-৮২৭৪৬৬

Level 0

আমি প্রিন্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Every success story is a story of great failure


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bhai onek koshto korsen…thank u

apnake o bhonnobad apnader upokar holei amar kosto sarthok hobe 🙂

Apnake dhonnobad janatei login korlam.anek sundor o guchia tune korechen.asa kori vobissot e aro sundor tune pabo apnar kach theke 😀

@hijack vai, ami cesta krsi sundor o mansompunno tune korte ! valo kono bisoy pele abar kota hobe insalla ! dhonnobad apna ke

কাজের টিউন। 🙂

ধন্যবাদ আপনাকে ! 🙂 😀

keep it up…………..

কাজে লাগবে

আমি আজ Kaspersky Internet Security 2012 কিনলাম, কিন্তু Key-টা দিলে Invalid আসছে, key-টি Activate করার উপায় কি?

    নতুন key তে এমন হওয়ার কথা না ! 🙁 যাই হোক আপনি প্যাকেট এর গায়ে দেওয়া ফোন নাম্বারের (বিডি নাম্বার) এ কথা বলে দেখতে পারেন। (ওরা বাংলাদেশের ওথোরিটি)

Level 0

kajta hoyese…onek sundor tune…airokom aro chai…dhonnobad mahmud vai.

    @জীবন ভাই, আপনার কাজ হইছে , শুনে সত্যিই অনেক ভালো লাগছে ! 🙂 চেষ্টা করবো এ রকম আরো কিছু দিতে , আপনাকও ধন্যবাদ।

Level 0

বিশ্বে প্রথম একসাথে দুই ফোনের সাথে সংযুক্ত হওয়ায় সক্ষম হেডফোন বানালো নকিয়া।
http://m.usatoday.com/article/tech/50841742

@shawon , এখানে বিজ্ঞাপনটা না দিলে ও পারতেন । সবার আগে দরকার আমাদের ম্যান্টলিটির পরিবর্তন ।

Level 0

ইসেট স্মার্ট সিকিউরিটি ০৫” ডাইরেক্ট ডাউনলোড লিংক দেন কারন খুজে পাছিনা “ইসেট স্মার্ট সিকিউরিটি ০৫” । কারো আগের নামান থাকলে কি সেটা হবে না ।

    আগে থাকলে ও হবে । তবে আগের ফাইল যদি ক্র্যাক বা প্যাচ করা থাকে তাহলে তা মুছি দিয়ে , ফ্রেশ একটা কপি ইউজ করুন ।

    আমি যে লিংটা দিয়েছি এটা ইসেটের বর্তমান লেটেস্ট ভার্সন । যা সরাসরি ইসেট থেকেই ডাউনলো দিন । ডাইরেক্ট লিংক বর্তমানে নেই । দুদিন পার দিতে পারবো।

Level 0

prince vhaia khub vhalo lekhsen..chalie jan… 😀

Level 0

hum….darun hoyeche,,,amar kespersky ta unstall hochhe na…ami crack use korchilam…ki korbo..?

    এন্টিভাইরাসে ক্র্যাক , প্যাচ আমার কোন দিনই পছন্দ হয়না । অনেক বাঘা বাঘা টিউনার কে দেখছি ক্র্যাক প্যাচ নিয়ে টিউন করতে , (এটি তে অনেক সমস্যা হয় )

    আপনি Revo Uninstaller Pro সফটির force Uninstall অপশনটি ব্যবহার করে আনিটিস্টল করুন , তবে সবচেয়ে ভাই হয় ইউনডোস সেটাপ করে , ইসেটের ফ্রেস একটি কপি ইউজ করলে , ধন্যবাদ আপনাকে । ।

Level 0

best of luck…….

Level 0

আপনার আগের টি ভাল লেগেসে এটাও ভাল লাগল চালিয়ে জান ।
কিছুদিন আগে টেকটিউন এ (qubee & banglalaion usage limitation hack) একটি টিউন হয়ে ছিল কিন্তু সেটা সম্ভবত pending করা হয়েছে তাই আমি আমার ওয়েব সাইটে এই পোস্ট টি করলাম যদি কেউ banglalion বা qubee প্রিপেইডে বা পোস্টপেইডে unlimited download করতে চান তাহলে আমার সাইটে ঘুরে আসতে পারেন http://sopnobilasi.webnode.com/

জটিল :))

aj thaka tai use korbomdhaki kanob service pai valo hola thanks rr na hola sorry

    ভালো না হওয়ার তো কোন কারন দেখছি না ! কারন হলো এটি তো কোন থার্ড পার্টির আইডি+পাস না , বা ক্র্যাক বা অন্যকিছু না । এটি আপনি পাবেন জেনুইন প্যলিছিতে আপনার মেইলএ

    লক্ষ করে দেখুন ওটা ইসেটেরই সার্ভার ! সতরাং আপনার কোন সমস্যা হবে না । তবে আগের ক্র্যাককৃত ফাইল থাকলে তা মুছে দিয়ে একটা ফ্রেশ কপি ইউজ করতে থাকুন । সমস্যা হবে কেন ? আমাকে বলুনতো কি কি কারনে সমস্যা হবে ??

tune ta onek valo legeche kintu shubidha bomchito ami, karon ami etar 1 year er kye kinechilam koyekdin age ….isssh are kota din age holei hoto ….thx apnake ….

আপনার প্রতি মাসে ট্রায়াল পাস নিতে হবে না ! এটা তো ভালোই হয়ছে । এক বছর পর থেকে আপনি এটি ইউজ করতে পারবেন । কারন এটি ইসেটের ট্রায়াল আইটি+পাস ৩০দিনের , সার্ভিস বন্ধ হবে না ।

তবে , যদি কোন দিন ইসেট ৩০দিনের ট্রায়াল বন্ধ করে ১দিনের ও লাইসেন্স দেয় , তাও আমার পলিসিতে আপনি সারা জীবন ফ্রী ইউজ করতে পারবেন । ধন্যবাদ আপনাকে ।

Ak kothay Superb hoise. Prince Bhai chaliye jaan. Asa kori future a avabei amader taka bachanor kaje help kore jaben. Great & thnx.

dhonnobad regan vai. ami cesta kortesi emon post korte jeta apnader upokar e ase ! post korle to din e duto kore kora ja , kinto ami cai emon post korbo jeta 100% kaje lagbe !

thnx again , take care.

thanks for ur permanent solution for antivirus ……..
keep it up

Level 0

@প্রিন্স মাহমুদ ওটা কোন বিজ্ঞপন না। জাষ্ট টেকনোলজির ব্যাপারে একটা ছোট লিংক

    যাইহোক এভাবে লিংকদেওয়া টিটি নীতিমালা বিরোধী , তবে আমি কিছু মনে করিনি , ধন্যবাদ আপনাকে ।।

ভাই টিউনটিতে পুনরায় চোখ বুলাচ্ছি 🙂 । আপনি কিন্তু আপনার থিসিস আমাদের সাথে শেয়ার করলেন না 🙁 চলে গেলেন সোজা ইসেট এর দিকে; অন্যদের ভালো মন্দ বিচার না করেই। আপনার মত আমিও – এভিরা, এভাস্ট,এভিজি, সিমেন্টেক, নরটন ইন্টারনেট সিকিউরিটি, মেকফী, ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ও ইসেট স্মার্ট এছাড়াও BitDefender, Comodo Internet Security ইত্যাদি প্রায় সব ইউজ করেছি। কিন্তু যদি কিনেই ব্যবহার করতে হয় তবে আমি নরটন ইন্টারনেট সিকিউরিটিকে প্রথম পর্যায় অবস্থান দেব কারণ এটি আমার পি-ফোর মেশিনকে একটুও স্লো করেনি। যেহেতু আমার টাকা দিয়ে কিনতে কষ্ট হচ্ছিল, সেহেতু আমি ফ্রীএর দিকে ঝুঁকতে থাকি ফ্রীর মধ্যে উপরোক্ত উল্লেখিত সফটওয়্যার গুলোর মধ্যে এভাস্ট সবচেয়ে কার্যকরী হিসেবে নিজেকে প্রমান করেছে। তারপর বছর খানেক আগে এভাস্টের ইন্টারনেট সিকিউরিটির .dll ক্র্যাক ইউজ করি এবং আজ পর্যন্ত কোন সমস্যার সম্মুখীন হইনি; এখন পর্যন্ত আমার পিসি স্লো হয়নি, Windows reinstall করা লাগেনি। আর আল্লাহ্‌র রহমতে কোন প্রকার ভাইরাস আক্রমণের শিকার হইনি। আপনার টিউনের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনকে ধন্যবাদ টিউনটিতে পূনরাই চোখ বোলানোর জন্যে ।

লক্ষ করলে দেখবেন যে , আমি কিন্তু বলিনি যে ক্যাস্পারই বা ইসেট বা নরটন ইত্যাদী যে কোন একটি সবচেয়ে ভালো ! আমি বলেছি [এর মধ্যে কোনটা ভালো/মন্দ সেই ব্যাপারে আমি কিছু বলবো না ] ঠিক না ??

আর আপনি এভাস্ট এর ক্রাক ইউজ করতে পারেন ! তবে আমি এন্টিভাইরাস এর ক্ষেত্রে আমি (ব্যক্তিগতভাবে) ক্র্যাক এর পক্ষে না ।

ভালো থাকবেন ।।

টিউনটি আসলেই মান সম্পন্ন হইছে স্বাগতম জানাই জাপনার প্রচেষ্টাকে।
আশা করি সামনেও এমনি ভাল ও মান সম্মত টিউন পাব আপনার কাছ থেকে,ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

আমি মনে করি তখনই কাজের সফলতা আসে যখন কেউ মূল্যায়ন করে !

(এন্টিভাইরাস নিয়ে টিউন করার আগে একটু ভয় ছিল যে , সাধারনত এন্টিভায়রাস নিয়ে টিউন করলেই কিছু টা সমালচনা হবেই, এরপর আমি নতুন টিউনার অনেক কিছুই আমি জানি না। )

যাইহোক , আপনাদের মতো জ্ঞানী মানুষদের মন্তব্য দেখে আমার মনে হচ্ছে আমি সফল হয়েছি , এটাই আমার অনেক বড় পাওয়া । আর চেষ্টা করবো কিছুটা সময় নিয়ে হলেও ভালো কিছু নিয়ে আসতে ………ধন্যবাদ শ্রোদ্ধেয় @আতাউর ভাই

Level 0

অনেক ভাল লাগল,চমথকার একটি গোছানো তিউন।avast ব্যবহার করি,তবে eset চেষ্টা করে দেখব।আমাদের মত ছাত্রদের জন্য এই রকম টিউন গুলো খুব উপকারি।আশা করব সামনে আরও ভাল ভাল টিউন পাব আপনার কাছ থেকে।ধন্যবাদ।

eset খুবই হালকা , পিসি ০% স্লো করবে না । আর ভাইরাস ও ম্যালওয়ার ধরতে বস্ । ইউজ করে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে ।।

ভাই তার মানে আপনি বলতে চাইছেন, আমাকে প্রতি মাসে ১টি করে নতুন লাইসেন্স নিতে হবে সাইটে যেয়ে?

জী , আপনাকে একটু কষ্ট করে প্রতি মাসে ১টি করে নতুন লাইসেন্স নিতে হবে সাইটে যেয়ে ! ধন্যবাদ @
Greenish Grove

অসাধারণ হয়েছে তো 🙂

    রাসেল ভাই , TP তে ঢুকলেই আপনাকে দেখি , কিন্তু আমাদের ব্লগে আপনাকে বেশি চখে পড়ে না 🙁

    ধন্যবাদ রাসেল ভাই

চরম একটা টিউন করেছেন ভাই। প্রিয়তে নিলাম

@ সাব্বির ভাই , আপনাকেও চরম একটা ধন্যবাদ ! টিউনটি পড়া ও প্রিয়তে নেওয়ার জন্যে 🙂

Level 0

ami to smart secuirity 5 ta downld e korte partesi na…..khali 4 ashtese ….help me……

@orko bor , আপনি ইসেট এর সাইট থেকে ডাউনলোড করলে ৫এর লেটেস্ট ভার্সনই পাবেন । আর আপনার সুবিধার জন্যে ৫এর ডাইরেক্ট http://www.aptctg.com/soft/ লিংক দিলাম ।

ধন্যবাদ আপনাকে।

Level 0

vaia trial version e to full protection thake na…….tahole ki temon kaj hobe….????

@orko , apna k ka bolse trail version e full protection takena ? free verson e takena 🙁 but trial e take 🙂

(trail orto ki , oder service ta amader sompunno ta janano tik na ? apni jekono trail use korle free er ceye valo performance paben 100% sure )

valo vabe jene NEGATIVE comment dite hoi !

Level 0

অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর পোষ্টের জন্য ।

@jewel , আপনাকেও অসংখ্য ধন্যবাদ টিউনটি ভালোলাগার জন্যে………..

@jewel , আপনাকেও অসংখ্য ধন্যবাদ । টিউনটি ভালোলাগার জন্যে………..

Prothek bar alada alada E-mail ID use korle hobey???

জী আপনাকে প্রত্যেকবার key+pass নিতে হলে আলদা আলাদা মেইল এ আপ্লাই করতে হবে ।

আমি এই টিউনে “জী-মেইল” এর যে সিস্টেম দেখিয়েছি এভাবে আপনি কয়েক লক্ষ এক্যাউন্ট তৈরী করতে পারবেন , মাত্র কয়েক সেকেন্টে , আসা করি বঝতে পেরেছেন । ধন্যবাদ আপনাকে।।

টিউনটা ভাল কিন্তু এটা install দিলে কিছু page open হয়না এর সমাধান please. ধন্যবাদ

@chanchal bro , আসলে আমি আপনার সমস্যাটি সঠিক ভাবে বঝতে পারলাম না !

তবে এখন পর্যন্ত এমন সমস্যার কথা কেউ বলেছি এবং ডাইরেক্ট লিংক হতে ৫২৬বার ডাউন লোড হয়েছে । আমি নিজে ও ব্যবহার করছি সমস্যা পায়নি ।

আপনি কি ডায়রেক্ট লিংক হতে লেটেস্ট ভার্সনটি ইনিস্টল করেছিলেন?? আপনার সুবিধার জন্যে লিংটি আবার দিলাম ।
http://www.aptctg.com/soft/

হ্যা আমি ডাইরেক্ট লিংক হতে ইনস্টল করেছি/ ও একটি কথা বলতে ভুলে গেছি page বলতে internet page এর যে গুলোতে maleware আছে সে গুলো open হয়না

ভাই , আপনি সফটি ইনিস্টল করে , নতুন কী দিয়ে সফট আপডেট করুন , তারপর পুরো পিসি স্ক্যান করে নিন । সমধান না হলে ইউনডোস সেটাপ করে পুনরাই চেষ্টা করুন । ধন্যবাদ আপনাকে।।

Level 0

khub shundor…darun idea…antivirus niye shob problem eibar shesh…:)

onk dhonnobad vai! 😀

apnakeo dhonnobad !!

Level 0

খুব ভাল লাগলো আশা করি কাজেও লাগবে। ধন্যবাদ ও শুভ নববর্ষ।

আমার মনে হয় এ্যান্টিভাইরাস কিনে ব্যবহার করাই যুক্তিসঙ্গত। পিসির ক্ষেত্রে এটা একটা Legitimate Cost যা এড়ানো ঠিক না। যদি কারো লাগে তাহলে বলবেন, আমি ম্যাকফি টোটাল প্রোটেকশন দিতে পারি একদম সস্তায়। মাত্র ৫০০ টাকায় এক পিসি আর ১২০০ টাকায় ৩ পিসি। আমি কোন বিজ্ঞাপণ দিচ্ছি না। আমার কোম্পানির মোট পিসির সংখ্যা ৩৪৬+ আর এজন্য আমাকে বাল্ক কিনতে হয়। তাই আমি খুব কমদামে পাই।

    আপনি যদি আমার টিউনটি পড়ে মন্তব্য করেন , তাহলে আমি বলছি আমি কিন্তু একাধিক বার সফট কিনে ইউজ করার কথা বলছি ! এমনটি আমার শেষ টিউনটিতে ও আমি টাকা দিয়ে সফট কিনার কথা বলেছি !

    ধন্যবাদ আপনাকে ।

Level 0

প্রিন্স ভাই, ভাল লাগলো, জানি না কতটুকু উপকার হবে, তবে স্ক্যান সম্পর্কে কিছু লিখলে আরও ভালো হত, কারন আমরা সেটআপ তো করতে জানি, তবে স্ক্যান কারার বিষয় গুলো ভালো ভাবে জানি না, স্ক্যান করার সময় যদি ভাইরাস ধরা পরে তবে অনেক সময় ঐ ফাইল আর ওপেন করা যায় না, সেক্ষেত্রে রিকোভারী করবো কি ভাবে, একটু যদি এই বিষয়ে টিউন করতেন তাহলে খুবই উপকার হত

আর এই এন্টিভাইরাস এর ইউটিলিটি তা যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে খুবই ভাল হত৤

ধন্যবাদ আপনারকে , দুআ করি আরো ভাল ভাল টিউন লিখবেন

    আপনি যদি মেইল এর key দিয়ে চালান ইনশাল্লাহ ১০০% কাজ করবে , তবে আরো বেশি পারফোমেন্স এর জন্যে key টা ১৫দিন পর পর চেন্জ করে নিলে আরো ভালো হবে ।

    ইসেট বস এন্টিভাইরাস!!

vai amar email address ta kotai dibo…..apnar link a gala email address daoar kono upai nai!!!!!

@প্রিন্স মাহমুদ ……..vai kono uttor to dilan na