অনেক সময় আমাদের অফিস ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হয়। এজন্য অধিকাংশ সময়ই আমরা বিভিন্ন সফটওয়্যার বা ইন্টারনেটের সাহায্য নেই। কিন্তু Microsoft Office 2007 ও 2010 থেকেই Word ফাইলকে Pdf এ কনভার্ট করা যায়। জিনিসটা অনেকেই জানেন; যারা জানেন না তাদের জন্যই আমার এ টিউন।
Microsoft Office 2007 এর সাহায্যে কনভার্ট
প্রথম অংশটুকুর জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন।
বিঃদ্রঃ Add-in টি অন্য ড্রাইভে সেভ করে রাখুন। ফলে পরবর্তিতে কম্পিউটার সেট-আপ দিলে বা পুনরায় অফিস ইন্সটলের প্রয়োজন হলে শুধু Add-in টি Install করলেই হবে।
Microsoft Office 2010এর সাহায্যে কনভার্ট
Microsoft Office 2010 এর জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।
আশা করি টিউনটি অনেকের উপকারে আসবে। ধন্যবাদ।
আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Not Bad ………………………….