মাইক্রোসফট অফিস থেকেই Word ফাইলকে কনভার্ট করুন Pdf ফাইলে

অনেক সময় আমাদের অফিস ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হয়। এজন্য অধিকাংশ সময়ই আমরা বিভিন্ন সফটওয়্যার বা ইন্টারনেটের সাহায্য নেই। কিন্তু Microsoft Office 2007 ও 2010 থেকেই Word ফাইলকে Pdf এ কনভার্ট করা যায়। জিনিসটা অনেকেই জানেন; যারা জানেন না তাদের জন্যই আমার এ টিউন।

Microsoft Office 2007 এর সাহায্যে কনভার্ট

প্রথম অংশটুকুর জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন।

  •  প্রথমে Microsoft Office Word কে Open করুন।
  •  উপরের বাম কোণার Office Logo তে ক্লিক করুন। নিচের Menu এর Save As অপশনটির উপর মাউসের পয়েন্টার রাখুন এবং Side Menu থেকে Find add-ins for other file formats সিলেক্ট করুন।

  •  আগত Word Help উইন্ডোতে Microsoft Save as PDF or XPS Add-in for 2007 Microsoft Office programs লিংকটি ক্লিক করুন।

  •  ব্রাউজারে আগত পেইজে Download ক্লিক করে Save করুন। (এ পর্যন্তই ইন্টারনেট কানেকশন প্রয়োজন)

  •  Add-in টি Install করুন।
  •  এবার আপনার কাঙ্ক্ষিত Word ফাইলটি Open করুন।
  •  উপরের বাম কোণার Office Logo তে ক্লিক করুন। নিচের Menu এর Save As অপশনটির উপর মাউসের পয়েন্টার রাখুন এবং Side Menu থেকে PDF or XPS সিলেক্ট করুন।



  •  নতুন Publish as PDF or XPS Window তে ফাইলটির Name ও Location দিয়ে Publish করুন।


বিঃদ্রঃ Add-in টি অন্য ড্রাইভে সেভ করে রাখুন। ফলে পরবর্তিতে কম্পিউটার সেট-আপ দিলে বা পুনরায় অফিস ইন্সটলের প্রয়োজন হলে শুধু Add-in টি  Install করলেই হবে।

Microsoft Office 2010এর সাহায্যে কনভার্ট

Microsoft Office 2010 এর জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।

  •  আপনার কাঙ্ক্ষিত Word ফাইলটি Open করুন।
  •  উপরের বাম কোণার File ট্যাবটিতে ক্লিক করুন এবং Save As অপশনটি সিলেক্ট করুন।


  •  নতুন Save As Window তে ফাইলটির Name, Location এবং Save as type এর Dropdown menu থেকে PDF সিলেক্ট করে Save করুন।

আশা করি টিউনটি অনেকের উপকারে আসবে। ধন্যবাদ।

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Not Bad ………………………….

ভালাই অইচে 🙂
:mrgreen:
word2pdf সফট দিয়া করলে সমস্যা কীতা? 🙄

Level 0

Like this facebook page to get new softwares serial key http://www.facebook.com/serialkey

Level 0

valo tune…dhonnobad

সরাসরি প্রিয়তে নিলাম ++++++++++++++++

valo dosto
salaia jahhhh
(:

ভাই…অসাধারণ এই জিনিসটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ…আমি এতোদিন PDFCreator use করতাম…কিন্তু এখন আর কোনোকিছুর দরকার নেই।

    @সোহান: আপনার উপকারে আসতে পেরেছি জেনে ভাল লাগলো

অনেক ভাল লাগলো উপকারে আসবে আর কষ্টও করতে হবে না পি ডি আফ নিয়ে।

অনেক অনেক অনেক সুন্দর ও কাজের টিউন।
আপনাকে অসংখ ধনিয়া…

Level 0

Thanks, very helpful to me

Level 0

good

সহজ ভাবে আপনি জিনিসটা উপস্থাপন করেছেন,তাই টিউনটা অনেক ভাল হয়েছে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Thank you very much….

Thanks

কামে লাগছে.. ধইন্যা

Level 0

অফিস ২০১২ ডাউনলোড করতে পারছি না! দয়া করে কেউ জানাবেন কি, কিভাবে তা ডাউনলোড করতে হয়। ডাউনলোড করতে গেলে নেট হ্যাঙ্ক হয়ে যায়।

Level 0

অনেক ভাল টিউন।

Level 0

অনেক ভাল টিউন!

Level 0

অনেক সুন্দর টিউন! আমার কাছে খুব ভালো লেগেছে। ভবিষৎতে আরো এরকম সুন্দর টিউন নিয়ে আসবেন। ধন্যবাদ

Level 0

office-12 te pdf ta amnetai achhe lage na

@nibrito: ধন্যবাদ