নানান কারনেই স্ক্রিনশট নিতে হয়। যেমন, অনলাইনে কোন সমস্যায় পড়লে দ্রুত সমস্যার একটা শট তুলে বন্ধুকে দেখানো, টিউটোরিয়াল লিখতে, অথবা বিভিন্ন কারনেই স্ক্রিনশট তুলতে হয়। এজন্য আমরা সাধারনত যা করিঃ WinSnap বা Snapping Tools জাতীয় কোন সফট দিয়ে একটা শট তুলি তারপর সেটা কোন ইমেজ হোস্টিং এ আপলোড করি। আবার ওই ইমেজ হোস্টিং এ এ্যাকাউন্ট থাকতে হবে, ওই এ্যাকাউন্টে সাইন ইন করতে হবে তারপর উক্ত স্ক্রিনশটটি আপলোড করতে হবে। বিশাল ব্যাপার। এখন কোন জরুরি মুহুর্তে কি করবেন?
যা হোক একটা সফটওয়্যার শেয়ার করব যা দিয়ে খুব সহজেই স্কিনশট নিতে পারবেন এবং আপলোডও করতে পারবেন।
প্রথমে সফটওয়ারে টি এই ঠিকানা থেকে নামিয়ে নিনঃ http://screensnapr.com/-/downloads/ScreenSnapr_3.0.0.3.exe
ডাউনলোড শেষে Ctrl+1 কি একসাথে চাপুন তারপর আপনার কাংখিত যায়গার শট তুলুন সাথে সাথেই আপলোড হয়ে যাবে সাইটে কোন লগিন/সাইন আপ করার যামেলা নাই। আপনি চাইলে ওদের ওইখানে একটা এ্যাকাউন্টও খুলতে পারেন তাহলে আরো কিছু সুবিধা পাবেন।
দেখুন কয়েকটি স্ক্রিনশটঃ
আছে FTP তে আপলোড করার সুবিধাঃ আপনার FTP এর ঠিকানা দিয়ে দিলে সরাসরি আপানর সাইটে চলে যাবে
আপনার স্ক্রিনশটি যখন আপলোড হয়ে যাবে তখন একটা মেসেজ দেখাবে ওইখানে ক্লিক করলেই একটা লিঙ্ক পাবেন। হয়ে গেল আপনার স্রিনশট এবং আপলোড 😀
------------------------
ধন্যবাদ সবাইকে...
আমি মারুফ আলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 296 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
uid=0(root) gid=0(root) groups=0(root)
হুম ! দরকারী টিউন ।