বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন ! আশাকরি ভালো আছেন। আমি টিটি তে অনেক দিন ধরে ঘাটাঘাটি করি কিন্তু কখোনো টিউন লিখতে সাহস পাইনি। তবে আজকে আপনাদরে জন্য সাহস করে একটা টিউন করে ফেললাম । ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
তাহেলে আসুন সহজে মাত্র ৩০ সেকেন্ডে পিডিএফ ফাইল তৈরী করি। প্রথমে এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন ও ইন্সটল করে নিন । ইন্সটল সাধারণত যেভাবে করেন ঠিক একই নিয়মে ইন্সটল করুন । শুধূ মাত্র নিচের চিত্রের মত্র Set doPDF 7 printer as default printer এর চেক বক্সে টিক দিতে হবে।
ব্যাস আপনার কাজ শেষ এখন আপনি যে কোন ফাইল এবং ফ্রুন্ট এর লেখা পিডিএফ করতে পারবেন।
যে ভাবে পিডিএফ করবেন :
প্রথমে আপনি যে ফাইলটা পিডিএফ করবেন সেই ফাইলটা ওপেন করুন । আপনি MS Office, Mozilla Firefox , Not pad , Print, Photo Shop সহ যে কোন আরো অন্যান্য Browser সহ যে সকল Program দ্বারা কোন ডকুমেন্ট প্রিন্ট করা যায় সে সকল Program দ্বারা আপনার কাঙ্খাংখিত ফাইল ওপেন করুন। তারপর File থেকে Print এ ক্লিক করুন। এখানে দেখুন doPDF v7 ডিফল্ট পিন্টার হিসেবে চলে এসেছে।
এরপর Properties এ ক্লিক করুন। তারপর Predefined থেকে A4 দেখে দিন বা আপনার ইচ্ছামত যে কোন ধরণের মাপ বা Default রেখে দিয়ে OK করুন এবং আবার ok করুন ।
এবার Browse থেকে যেখানে আপনি ফাইলটা সেব করবেন সেই যায়গা দেখে দিন ও save বাটনে ক্লিক করুন এবং ওকে করুন।
দেখুন আপনার কাঙ্খাখিত ফাইল পিডিএফ হয়ে গেছে ।
এই ভাবে যে কোন ( যেগুলো দ্বারা প্রিন্ট করা যায় ) Program একই নিয়মে যে কোন Font এর লেখা PDF এ রুপান্তর করতে পারবেন ।
টিউনটি কেমন হয়ছে একটু জানাবেন । আর টিটি তে যদি এই ধরণের টিউন এর আগে করা হয়ে থাকে তবে আমি আন্তরিক ভাবে দুক্ষিত ।
:::: জাকির ::::
আমি মো: জাকির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অত্যন্ত অমূল্যবান ! জীবনে কাউকে কখোনো সাহায্য করতে পারিনি ! আমি একট অপধার্থ ! শুধু এই ব্লগ থেকে অন্য ব্লগে দৈাড়াতে শিখেছি।
এটা আমার কাছে আরও সহজ মনে হয় https://www.bdnews21.com (converter) doc to pdf. pdf to doc.