৫ টি সেরা ইউটিউব ভিডিও ডাউনলোড করার অ্যাপস ২০২২

৫টি সেরা ইউটিউব বিডিও ডাউনলোড করার অ্যাপস ২০২২। 

 

প্রিয় পাঠক আজকে আমরা জানতে চলেছি সেরা ৫টি ইউটিউব বিডিও ডাউনলোড করার অ্যাপস সম্পর্কে।

 

আপনি খুব সহজে মোবাইল ফোন এর মাধ্যমে ইউটিউব  বিডিও ডাউনলোড করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই।

 

আজকে আর্টিকেল এর লাস্ট অবধি থাকবেন। আশাকরি আপনারা যারা বিডিও ডাউনলোড করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় পরে থাকেন তারা আজকের এই আর্টিকেল এর মাধ্যমে খুব সহজে ইউটিউব বিডিও ডাউনলোড করতে পারবেন।

 

প্রথমে একটি জিনিস আপনাদের ক্লিয়ার করে দেই আর তা হল, ইউটিউব বিডিও ডাউনলোড করা যেহেতু  ইলিগ্যাল তাই  এই অ্যাপসগুলো আপনারা প্লে স্টোরে পাবেন না। আপনি এই অ্যাপস গুলো আপনার গুগল ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে হবে। চলুন ৫টি জনপ্রিয় বিডিও ডাউনলোড করার অ্যাপস সম্পর্কে জেনে নেই।

১/ VIDMATE
ভিডমেট বিডিও ও এডিও ডাউনলোড করার সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস। আপনি ইউটিউব বিডিও গুলো খুব সহজে ভিডমেট অ্যাপস দিয়ে ডাউনলোড করতে পারবেন।

 

ভিডমেট অ্যাপস এর মধ্যে আপনারা ক্যাটাগরি অনুযায়ী, মুভি, গান, গজল ইত্যাদি পেয়ে যাবেন।

 

আপনি যদি ভিডমেট অ্যাপস দিয়ে বিডিও ডাউনলোড করতে চান তা হলে ইউটিউব বিডিওর শেয়ার অপশনে গিয়ে ভিডমেট অ্যাপ সিলেক্ট করে দিলেই ডাউনলোড অপশন সো করবে। আপনি যেকোনো ফরমেটে ডাউনলোড করতে পারবেন।

২/ INS, TUBE
ইউটিউব বিডিও ডাউনলোড করা সেরা কয়েকটি

অ্যাপস এর মধ্যে খুব দারুন একটি অ্যাপস হল এই ins tube।

 

এই ins tube এর সবচেয়ে যে বিষয়টি খুব ভালো লেগেছে আর তা হল আপনি এখানে ইউটিউব ছাড়াও আরো অনেক মুভি, ওয়েবসিরিজ, রিয়েলিটি শো, গান ইত্যাদি পেয়ে যাবেন।

 

যা অন্য কোনো বিডিও অ্যাপে দেওয়া হয় নি। আর ইউটিউব এর বিডিও ও খুব সহজে ডাউনলোড করতে পারবেন।

৩/ SNAPTUBE
ইদানীং বিডিও ডাউনলোড করার মধ্যে প্রায় সকলে এই অ্যাপটিকে ব্যবহার করে থাকে। ভিডমেট অ্যাপস থেকে এই অ্যাপ দিয়ে ডাউনলোড করা খুব সহজ।

 

আপনি snaptube দিয়ে 4k তে পযন্ত বিডিও ডাউনলোড করতে পারবেন। ইউটিউব বিডিও ডাউনলোড করার জন্য খুব ভালো একটি অ্যাপস হল snaptube।

 

আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউব বিডিও ডাউনলোড করতে চান তা হলে অবশ্যই এই অ্যাপস টিকে একবার হলেও ব্যবহার করে দেখবেন।

৪/YT3 YOUTUBE DOWNLOADER
আমাদের লিস্টে থাকা ৪ নাম্বার অ্যাপটি হল yt3 YouTube Download। আপনি যদি খুব দূত ইউটিউব বিডিও ডাউনলোড করতে চান তা হলে এই অ্যাপটি আপনার জন্য।

 

এই অ্যাপসটি দিয়ে অনেক স্পিডে বিডিও ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপসটির ভালো একটি সুবিধা হল আপনি বিডিও ডাউনলোড করার আগে তা প্রিভিউ দেখে নিতে পারবেন আপনি সঠিক বিডিও ডাউনলোড করছেন কি না।

৫/ TUBEMATE
আমাদের লিস্টে থাকা সর্বশেষ অ্যাপসটি হলো snaptube অ্যাপসটি। আপনি বাকি অ্যাপস গুলোর মত এই অ্যাপস দিয়েও ইউটিউব বিডিও ডাউনলোড করতে পারবেন।

 

তবে আমার কাছে মনে হয়েছে অন্য বিডিও ডাউনলোডার অ্যাপস থেকে এই অ্যাপসটি  কিছুটা স্লো। তারপর ও আপনি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন।

 

সর্বশেষঃ

 

আশাকরি আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন ইউটিউব বিডিও ডাউনলোড করার সবচেয়ে জনপ্রিয় ৫টি সেরা অ্যাপস। আশাকরি এখন আর আপনার ইউটিউব বিডিও ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হবে না।

 

আপনি যদি এইরকম ইন্টারেস্টিং বিষয় নিয়ে আরো আর্টিকেল চান তা হলে টেকটিউনস এর সাথেই থাকুন।

 

আল্লাহ হাফেজ।

Level 0

আমি Samiul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস