সেরা ৫টি দরকারী ওয়েবসাইট যা প্রত্যেকের জানা দরকার most  useful websites  for daily life

সেরা ৫টি দরকারী ওয়েবসাইট যা প্রত্যেকের জানা দরকার। most  useful websites  for daily life

 

বর্তমান পৃথিবীতে আমরা সকলেই কোনো না কোনো কাজে ইন্টারনেট ব্যবহার করে থাকি। অনেকেই মনে করে থাকি শুদু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইত্যাদি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট গুলোকে ভাবেন।

 

কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে ইন্টারনেটে কিছু এমন ওয়েবসাইট আছে যা আপনার দৈনন্দিন কাজকে করবে অনেকটাই সহজ। আজকে আপনাদের এমন ৫টি দরকারী ওয়েবসাইট সম্পর্কে বলবো।

 

আজকের আর্টিকেল আপনাদের খুবি উপকারে আসবে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তা হলে আজকের আর্টিকেলটি মিস করবেন না।

 

তাহলে চলুন, বেশি সময় নস্ট না করে আমরা ৫টি দরকারী ওয়েবসাইট সম্পর্কে জেনেনেই।

TINY PNG
আমাদের লিস্টে থাকা প্রথম দরকারী ওয়েবসাইটি হল tiny png। এই ওয়েবসাইটি খুবি হেল্পফুল একটি ওয়েবসাইট। আমরা যারা আমাদের ছবির কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমাতে চাই তাদের জন্য এই ওয়েবসাইটি।

 

আমরা যারা বল্গ সাইট নিয়ে কাজ করি তাদের ওয়েবসাইট এর স্পিড বাড়াতে আমাদের ইমেজের সাইজ কমাতে হয় আবার অনলাইনে কিছু জায়গায় বেশি এম্বির ছবি আপলোড দেওয়া যায় না।

 

তাই আপনারা খুব সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ছবির সাইজ কমিয়ে নিতে পারবেন তাও আবার খুব সহজে। আপনি যদি আপনার ইমেজের ছবি সাইজ কমাতে অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখবেন।

CleanPNG
আপনি যদি অনলাইন থেকে ছবি ডাউনলোড করে সেটির backround remove করতে করতে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য CleanPNG ওয়েবসাইটি খুবই হেল্প করবে।

 

আপনি যে কোনো ছবি ডাউনলোড করতে পারবেন তাও সেটি আবার পিএনজি ফরমেটে। আপনি ইমেজের বারতি করে আর backround remove করতে হবে না।

 

আপনি শুদু ডাউনলোড করবেন আর আপনার কাজে ব্যবহার করবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তবে এই ওয়েবসাইটি আপনাকে খুবি হেল্প করবে বলে আমি মনে করি।

CUTOUT.PRO
আমাদের দরকারী ওয়েবসাইট এর ৩ নাম্বার ওয়েবসাইটির নাম হচ্ছে cutout.pro। এই ওয়েবসাইটি খুবই দরকারী একটি ওয়েবসাইট।

 

আপনারা এই ওয়েবসাইটি দিয়ে যেকোনো নস্ট বা গুলা ছবিকে ১ ক্লিকে HD করে নিতে পারবেন।

 

আপনার ছবি যদি সাদা কালো ও হয় তারপর ও আপনি মাএ ১ক্লিকে করে নিতে পারবেন। এই ওয়েবসাইটি খুবই ভালো কাজ করে।

 

পারসোনাল ভাবে ওয়েবসাইটি আমি নিজেও ব্যবহার করে থাকি। এই ওয়েবসাইটি ব্যবহার করাও খুব সহজ। আপনি শুদু আপনার ফটো আপলোড করলেই তারা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফটোটিকে একদম ক্লিয়ার বানিয়ে দিবে।

 

আপনি যদি একজন ফটো লাভার হয়ে থাকেন তবে ওয়েবসাইটি একবার হলেও ব্যবহার করে দেখবেন।

GOOGLE MAP
google map সম্পর্কে প্রায় কমবেশি সবার ধারণা আছে। যারা যানেন না Google map হল আপনি যদি যে কোনো জায়গার লোকেশন হাতে থাকা ফোনটির সাহায্যে বাহির করতে পারবেন খুব সহজে।

 

দরকারী ওয়েবসাইটের মধ্যে Google map অন্যতম। আপনি এটির সাহায্যে যেকোনো জায়গার নাম, হোক সেটা বাসার এড্রেস সবকিছু এটির মাধ্যমে জানতে পারবেন।

 

বর্তমান সময়ে আমাদের সকলের এই ওয়েবসাইটি ব্যবহার করা জরুরি বলে আমি মনে করি। আপনি চাইলে আপনার বাসার লোকেশন ও এই google map এর মধ্যে এড করতে পারবেন।

 

আরো অনেক ফিচার আছে যা অন্য কোনোদিন আলোচনা করবো। আপনি আপনার পারসোনাল কাজে এই Google map ব্যবহার করতে পারেন।

CANVA.COM
সেরা দরকারী ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে বেস্ট যে ওয়েবসাইটি সেটি হল canva.com।

 

আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তবে আপনার জন্য canva একটি বেস্ট ওয়েবসাইট হতে যাচ্ছে।

 

আপনি যদি একদম নতুন ও হয়ে থাকেন তারপর ও আপনি canva দিয়ে ভালো মানের ইডিটিং করতে পারবেন বলে আমি মনে করি।

 

canva ওয়েবসাইটি খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট। যেটি প্রায় সকল কন্টেন্ট ক্রিয়েটর, গ্রাফিক্স ডিজাইনরা ব্যবহার করে থাকে। আপনি এটির সাহায্যে লোগো, ব্যানার, টিউনার, আইডি কার্ড ইত্যাদি খুব সহজে বানিয়ে নিতে পারবেন।

 

এটাতে আপনারা হাজারো টেমপ্লেট পেয়ে যাবেন। টেমপ্লেট কি এটা যদি আপনি আপনি না জেনে থাকেন টেমপ্লেট হচ্ছে আপনি একটি ফাইল আগে থেকেই রেডি করা থাকে আপনি শুদু ফাইলটাকে পুনরায় আপনার ইচ্ছে মত ইডিট করে বানিয়ে নিতে পারবেন।

 

canva তে আপনারা হাজারের উপরে ফন্ট পেয়ে যাবেন চাইলে কাস্টম ফন্ট ও এড করতে পারবেন।

 

যদিও CANVA তে ইডিটিং করতে আপনাকে কিছুটাকা দিয়ে একাউন্ট আপগ্রেড করে নিতে হবে। আপনি চাইলে ফ্রি ও ইডিটিং করতে পারবেন তবে পুরো ফিচার ব্যবহার করতে হলে অবশ্যই একাউন্ট  আপগ্রেড করে নিতে হবে।

 

আপনি চাচ্ছেন মোবাইল দিয়ে খুব সহজে ইডিটিং শিখবেন অবশ্যই canva.com আপনার জন্য বেস্ট একটি ওয়েবসাইট।

 

আমাদের শেষ কথাঃ

 

আশাকরি আপনাদের দরকারী ৫টি ওয়েবসাইট খুব ভালো লেগেছে।  আপনি যদি দরকারী বা মজার কোনো ওয়েবসাইট সম্পর্কে জেনে থাকেন তা হলে অবশ্যই টিউমেন্ট করে জানিয়ে দিবেন।

 

আজকের আর্টিকেলে যদি কোনো ভুল ক্রতি হয়ে থাকে তবে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পযন্তই।

 

যদি আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকে তবে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। 

 

আল্লাহ হাফেজ

 

Level 0

আমি Samiul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস