পিসিটাকে নিজের মত সাজিয়ে নিতে কে না চায়? ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডতো সবাই বদলায়। আজকে না হয় বদলে নিলেন আপনার Logon Screen। খুব সহজেই আপনি আপনার Windows7 এর Logon Screen বদলাতে পারেন। নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
- প্রথমে Run চালু করুন। (Shortcut: Windows+R)
- এরপর Regedit লিখে OK করুন।
- এরপর নিম্নোক্ত ফোল্ডারে যানঃ HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\ CurrentVersion\Authentication\ LogonUI\Background
- এবার মাউসের রাইট বাটন ক্লিক করে New > DWORD (32-bit) Value সিলেক্ট করুন এবং নতুন ফাইলটি "OEMBackground" নামে সেভ করুন। যদি ফাইলটি আগে থেকেই থাকে তাহলে এই ধাপটি প্রয়োজন নেই।
- OEMBackground ফাইলটি ডাবল ক্লিক করুন এবং Value Data তে 0 এর পরিবর্তে 1 লিখে OK করুন।
- এবার আপনার লোকাল ডিস্ক (default C drive) এর Windows > System32 > oobe ফোল্ডারে যান এবং "info" নামক ফোল্ডার তৈরী করুন। info ফোল্ডারের ভেতর "backgrounds" নামক ফোল্ডার তৈরী করুন। যদি info ও তার ভেতর backgrounds ফোল্ডারটি আগে থেকেই তৈরী থাকে, তবে নতুন করে বানানোর প্রয়োজন নেই।
- এবার আপনি আপনার কাঙ্ক্ষিত JPEG ইমেজটি সিলেক্ট করুন এবং নাম দিন "backgroundDefault"। ইমেজটি যেন 1024 X 768 এর মধ্যে হয়।
- ইমেজটিকে পূর্ববর্তী ধাপে প্রস্তুত backgrounds ফোল্ডারে কপি-পেস্ট করুন।
- এবার কম্পিউটার রিস্ট্যার্ট করুন এবং উপভগ করুন Windows 7 কে নতুনভাবে।
এটি টেকটিউনসে আমার দ্বিতীয় টিউন। কেমন লাগল জানাবেন। ধন্যবাদ।
valo hoise boss, chaliya jan…………..