Windows7 এর ঘষাপেটা Logon Screen বাদ দিয়ে নিজের মত সাজিয়ে নিন

পিসিটাকে নিজের মত সাজিয়ে নিতে কে না চায়? ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডতো সবাই বদলায়। আজকে না হয় বদলে নিলেন আপনার Logon Screen। খুব সহজেই আপনি আপনার Windows7 এর Logon Screen বদলাতে পারেন। নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

  • প্রথমে Run চালু করুন। (Shortcut: Windows+R)
  • এরপর Regedit লিখে OK করুন।

  • এরপর নিম্নোক্ত ফোল্ডারে যানঃ HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\ CurrentVersion\Authentication\ LogonUI\Background

  • এবার মাউসের রাইট বাটন ক্লিক করে New > DWORD (32-bit) Value সিলেক্ট করুন এবং নতুন ফাইলটি "OEMBackground" নামে সেভ করুন। যদি ফাইলটি আগে থেকেই থাকে তাহলে এই ধাপটি প্রয়োজন নেই।

  • OEMBackground ফাইলটি ডাবল ক্লিক করুন এবং Value Data তে 0 এর পরিবর্তে 1 লিখে OK করুন।

  • এবার আপনার লোকাল ডিস্ক (default C drive) এর Windows > System32 > oobe  ফোল্ডারে যান এবং "info" নামক ফোল্ডার তৈরী করুন। info ফোল্ডারের ভেতর "backgrounds" নামক ফোল্ডার তৈরী করুন। যদি info ও তার ভেতর backgrounds ফোল্ডারটি আগে থেকেই তৈরী থাকে, তবে নতুন করে বানানোর প্রয়োজন নেই।
  • এবার আপনি আপনার কাঙ্ক্ষিত JPEG ইমেজটি সিলেক্ট করুন এবং নাম দিন "backgroundDefault"। ইমেজটি যেন 1024 X 768 এর মধ্যে হয়।
  • ইমেজটিকে পূর্ববর্তী ধাপে প্রস্তুত backgrounds ফোল্ডারে কপি-পেস্ট করুন।

  • এবার কম্পিউটার রিস্ট্যার্ট করুন এবং উপভগ করুন Windows 7 কে নতুনভাবে।

এটি টেকটিউনসে আমার দ্বিতীয় টিউন। কেমন লাগল জানাবেন। ধন্যবাদ।

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo hoise boss, chaliya jan…………..

Level 0

Khub sundor, KEEP IT UP.

http://www.friendhost.in

Level 0

আর মাত্র এক সপ্তাহ পরেই শুরু হবে নকিয়া ওয়ার্ল্ড ২০১১ যার মাধ্যমে বাজারে আসতে যাচ্ছে প্রথম নকিয়া উইন্ডোজ ফোন:)

    @Shawon584: ধন্যবাদ সংবাদটি শেয়ার করার জন্য

প্রিয়তে নিলাম 🙂

গরীব মানুষ তন্ময় ভাই, তাই Blue screen of death লইয়াই (এক্সপি) আছি কোনরকম। :mrgreen:
তবুও………. দারুণ টিউন। 🙂
ধন্যবাদ। 😀

Level New

দারুন টিউন তবে এসএসডি হাতে পাবার পর থেকে ওয়েলকাম স্ক্রীণ দেখারতো আর সময়ই হয় না! যারা কম্পিউটার নতুন কিনবেন তারা বিষয়টা মাথায় রাখতে পারেন।
http://www.youtube.com/watch?v=BnHeW8kWZ4s

Level 0

দাদা খুবি ভালো লেগে ছে আমার ছাবি দাব কি কারে প্লিস জানও 8436308557 আমার নাম্বার

    @Radha: উপরের পদ্ধতি ঠিক মত অনুসরণ করুন। সমস্যা হওয়ার কথা নয়। 🙂

Level 0

দাদা তামার কাজ টা কারতে কোন আশভিতা হায়নি তুমি খুবি দারুন লীকছো
(আমি আমার proficle কি করে ছাবি দেবো যানও না ?????????)
আমি তামার আফেখাই থাকালাম

Level 0

দাদা আমি চেস্তা কারলাম কিন্তু হালো না সাপ্তহ সমাই লাগবে বালছে
আর অ্যানও হুপাই নেই জানলে জানিও

    @Radha: না হবার কথা না। আর কোনো উপায় নেই 🙁

Level 0

জানানোর জানো ধান্য বাদ

ওই আমিত ভুইলাই গেসিলাম, আরেকজনে টিউনের লিঙ্ক দিয়া ভালই করছস!! এইবার এই টিউন আমার দোয়েলে কাজে লাগামু। 😀 😀
অগ্রিম থ্যাঙ্কু। 🙂
[ দ্রষ্টব্যঃ কাজে না লাগলে পিলাচ/থ্যাঙ্কু/ধইন্ন্যা পাতা ফেরত লওয়া হৈবে 😛 8) ]

কোয়েল না ছাই, ডিম পাড়ে না 😛
আমিত 64-bit, QWORD সিলেক্ট করুম? এট্টু “কও ত দেখি”?