আমার প্রথম টিউনে আমি kaspersky আজীবন ব্যবহার করার একটি সহজ প্রক্রিয়া দেখিয়েছিলাম । সেখানে শুধু kaspersky 7-9 version পর্যন্ত সীমাবদ্ধ ছিলো । আমি আজকে আপনাদের কে kaspersky antivirus 10 & kaspersky internet security 10 ব্যবহারের সহজ দুটি প্রক্রিয়া দেখাবো ।আসা করি এর মাধ্যমে আপনারা আজীবন তা ব্যবহার করতে পারবেন।
প্রথমে এখান থেকে
kaspersky internet security 10 download করুন ।
আর এখান থেকে
kaspersky antivirus 10 download করুন ।
এবার http://www.kavkiskey.com থেকে
key download করুন আর key download এর সময় খেয়াল রাখবেন যেন key এর serial এর প্রথমে 2009 থাকে ।
এবার দেখা যাক পদ্ধতি দুটি।
১ম পদ্ধতি:
#kaspersky open করে License এ ক্লিক করুন ।
#License manager নামে একটি নতুন window আসবে ।
#Activate New License এ ক্লিক করুন ।
#এবার Kaspersky Internet Security Activation Wizard নামে একটি নতুন Window আসবে ।
#এবার এই কোড টি লিখুন
T1JVS-NNMBD-K1QTN-SUBP8
#এবার একটা নতুন Option আসবে সেখানে দেখাবে আপনার Activation Fail
#এবার সেখান থেকে Key File এ ক্লিক করুন এবং browse option এ যান ,এবার Key File যেখানে save করেছেন সেখানে select করুন ।
#next এ ক্লিক করুন এবং উপভোগ করুন ।
২য় পদ্ধতি :
#Internet Disconnect করুন ।
#kaspersky open করে License এ ক্লিক করুন ।
#License manager নামে একটি নতুন window আসবে ।
#Activate New License এ ক্লিক করুন ।
#এবার Kaspersky Internet Security Activation Wizard নামে একটি নতুন Window আসবে ।
#Activate Trial License এ ক্লিক করুন ।
#Next এ ক্লিক করুন।
# OK তে ক্লিক করুন।
#এবার সেখান থেকে Key File এ ক্লিক করুন এবং browse option এ যান ,এবার Key File যেখানে save করেছেন সেখানে select করুন ।
#next এ ক্লিক করুন এবং উপভোগ করুন আজীবন kaspersky 10 antivirus 10&internet security 10 ।
আর kaspersky এর অন্য version গুলো ব্যবহার করতে এখানে ক্লিক করেন
techtunes.io/tips-and-tricks/tune-id/7400/
আর আপনাদের ব্যবহার করতে কোন অসুবিধা হলে আমাকে মন্তব্যের মাধম্যে জানাবেন।
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আমার টিউনের মাধ্যমে মানুষের উপকারে আসতে চাই।[email protected]
আজীবন তাই না? ৩-৪ বার আপডেট করলেই কি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। এরপর আবার নতুন কি খোঁজে চালাতে হবে। তবে আর আজীবন কিভাবে হলো?