আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
বর্তমানে চলছে Windows 11, উইন্ডোজ প্রেমীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই মাইক্রোসফটের এই দুর্দান্ত পদক্ষেপ। নতুন এই উইন্ডোজের এমন অনেক ফিচার আছে যেগুলো ইউজারদের কাছে দারুণ লাগছে আবার কিছু বিরক্তিকর ফিচারও আছে। বাগ এবং বিরক্তিকর ফিচার গুলো বাদ দিলে বলা যায় দারুণ একটি আপডেট নিয়ে এসেছে মাইক্রোসফট।
আজকের এই টিউনে আমরা দেখতে চলেছি Windows 11 এর দারুণ ৩ টি অ্যাপ যেগুলো আপনার Windows 11 এ নতুন অভিজ্ঞতা দিতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে অ্যাপ গুলো দেখে নেয়া যাক।
উইন্ডোজ সেভেন থেকে আমরা দারুণ একটি ফটো ভিউয়ার পেয়েছিলাম। যার মাধ্যমে মুহূর্তেই যেকোনো ইমেজ ওপেন হয়ে যেতো। অ্যাপটি বেশ লাইটওয়েট ছিল কিন্তু Windows 10 আসার পর তারা এটি সরিয়ে নেয়, এবং দুঃখজনক হল এত এত আপডেট আসার পরেও Windows 10 এর ফটো ভিউয়ার স্পীড আপ করা যায় নি। তাই অনেকে আগের ফটো ভিউয়ারই ব্যবহার করতো।
Windows 11 এ আপনার জন্য আছে এর চেয়ে ভাল একটি অ্যাপ যার মাধ্যমে ক্লিক করার সাথে সাথে ফটো ওপেন হয়ে যাবে, দারুণ ব্যাপার হল এখানে শুধু ফটোই না, দেখতে পারবেন ওয়ার্ড, এক্সেস শিট, পাওয়ার পয়েন্ট। আর এই অ্যাপটির নাম Quicklook। ফাইল সিলেক্ট করে স্পেসবারে ক্লিক করলেই দেখতে পারবেন এর প্রিভিউ।
অ্যাপ ডাউনলোড লিংক @ Quicklook
তুলনামূলক ভাবে Windows 11 যথেষ্ট মডার্ন তারপরেও Modern Flyouts অ্যাপটি আপনার সিস্টেমকে আরও মডার্ন করে তুলতে পারে। এখানে আপনি পাবেন মডার্ন ভলিউম ম্যানু, ব্রাইটনেস ম্যানু যা মাউস পয়েন্টার দিয়ে কন্ট্রোল করা খুব সহজ। একশন সেন্টারে ক্লিক করেই আপনি এই ফিচারটি পেয়ে যাবেন।
অ্যাপ ডাউনলোড লিংক @ Modern Flyouts
Windows 11 এর সব অ্যাপ, ফিচার কাস্টমাইজ করার সুবিধা পাবেন ThisIsWin11 অ্যাপে। অ্যাপটি ইন্সটল দিন এবং Customize Windows 11 এ ক্লিক করুন, Check প্রেস করুন এবং Fix issues এ ক্লিক করুন। এর ফলে এটি সকল অদরকারী অ্যাপ, পারমিশন রিমুভ করে দেবে। আপনি আগের অবস্থায় ফিরে যেতে আবার Restore Defaults এ ক্লিক করতে পারেন।
গিট-হাব লিংক @ ThisIsWin11
Windows 11 নিয়ে যারা টুকটাক ঝামেলায় আছেন তাদের জন্য চমৎকার হতে পারে এই টিউনটি। আশা করছি তিনটি অ্যাপই আপনাদের কাছে ভাল লেগেছে।
বলতে পারি এই টিউন থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।