ক্রোমের মাত্রাতিরিক্ত রx200d্যাম ইউজ বন্ধ করবেন যেভাবে

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

কিছু ম্যাসিভ আপডেট এর পর থেকে ক্রোম আমাদের পিসির মাত্রাতিরিক্ত র‍্যাম এবং সিপিইউ দখল করে রাখে। ভাল কনফিগারেশনের পিসি গুলোতে এটি খুব বেশি ঝামেলা না করলেও বাজেট পিসি গুলোতে এটি আপনার বিরক্তের কারণ হতে পারে। আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং ক্রোমের মাত্রাতিরিক্ত র‍্যাম ইউজ বন্ধ করতে পারেন।

কীভাবে ক্রোমের মাত্রাতিরিক্ত র‍্যাম ইউজ বন্ধ করবেন

ক্রোমের এই সমস্যার সমাধানে আপনাকে একটি এক্সপেরিমেন্টাল ফ্ল্যাগ ব্যবহার করতে হবে। চলুন দেখে নেয়া যাক কিভাবে ফ্ল্যাগটি এনেভল করবেন।

প্রথমে ক্রোমে যান এড্রেসবারে লিখুন chrome://flags/

সার্চ করুন Quick intensive throttling after loading এবং এনেভল করে দিন

শেষ কথা

আপনি শুধু মাত্র এই একটি ফ্ল্যাগ এনেভল করে আপনার ক্রোমের মাত্রাতিরিক্ত র‍্যাম এবং সিপিইউ দখল করা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারবেন।

বলতে পারি এই টিউন থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস