আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
ঝামেলা মুক্ত ইনস্ট্যান্ট মেসেজিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে WhatsApp। বিশ্বব্যাপী বৃদ্ধি পাওয়া গ্রাহকদের কথা মাথায় রেখে WhatsApp এখন পর্যন্ত নিয়ে এসেছে দারুণ দারুণ সব ফিচার। তারই ধারাবাহিকতায় আপনি এই দিন গুলোতে পাচ্ছেন চমৎকার তিনটি ফিচার।
চলুন দেখে নেয়া যাক নতুন কি আসছে WhatsApp এ।
এর আগে ইউজাররা শুধু মাত্র লাস্ট সিন (Last Seen) হাইড (Hide) করতে পারতো এখন আপনি চাইলে অনলাইন স্ট্যাটাসও হাইড (Hide) করতে পারবেন। Privacy থেকে আপনি এটি করতে পারবেন।
অনলাইন স্ট্যাটাস হাইড করতে, Settings> Privacy > last seen and online এ যান। Who can see my last seen এ Nobody সিলেক্ট করুন এবং Who can see when I'm online এ Same as last seen সিলেক্ট করুন।
মেসেজ কাউকে সেন্ড করে দেয়ার পর মনে হতে পারে ভুল হয়েছে, বানানের ভুল থাকতে পারে বাক্যের ভুল থাকতে পারে। এই ধরনের ভুলের জন্য আপনাকে আর মেসেজ আনসেন্ড করতে হবে না। এখন রয়েছে মেসেজ এডিট করার সুবিধা।
মেসেজ এডিট করতে নির্দিষ্ট টেক্সটে ট্যাপ করে উপরে থ্রিডট (Three Dot) এ ক্লিক করুন এবং Edit সিলেক্ট করে ইচ্ছে মত এডিট করে নিন।
আমাদের বন্ধুরা অনেক সময় জোর করে বিভিন্ন গ্রুপে ঢুকিয়ে দেয়, সেখান থেকে লীভ নিতে গেলেও তাদের কাছে মেসেজ যায়। WhatsApp এ খুব তাড়াতাড়ি পেতে চলেছেন সাইলেন্ট গ্রুপ এক্সিট সুবিধা। গ্রুপ মেম্বাররা বুঝবে না আপনি তাদের ত্যাগ করে চলে গেছেন। তবে এডমিনের কাছে নোটিফিকেশন যাবে।
গ্রুপ থেকে লিভ নিতে, থ্রিডট (Three Dot) এ ক্লিক করে More এ যান এবং Exit এ ট্যাপ করে গ্রুপ থেকে বের হয়ে যান।
ইন্সটাগ্রামে যেমন কুইকলি ইমোজি রিয়েকশন সেন্ড করা যায় ঠিক তেমনি WhatsApp ও কুইক ইমোজি দিতে পারবেন।
এটা একদম সহজ, নির্দিষ্ট মেসেজে ট্যাপ করে ধরে রাখুন এবং পছন্দমত ইমোজি দিন।
আলাদা আলাদা ডিভাইসে এখনই সব গুলো ফিচার পাওয়া যাচ্ছে। তবে সবার জন্য এই ফিচার গুলো আসতে কিছুটা দেরি হতে পারে। ফিচার গুলো আসলেই দারুণ। আশা করছি এই ফিচার গুলো আপনাদেরও কাজে আসবে।
বলতে পারি এই টিউন থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।