আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
আমরা প্রতিদিন ইমেইল আদান প্রদানের ক্ষেত্রে জিমেইল ব্যবহার করি। জিমেইলে আপনার অজানা অনেক ফিচার আছে যেগুলো আপনাকে বিভিন্ন ভাবে সাহায্য করতে পারে। চলুন কথা না বাড়িয়ে জিমেইলের ৩ টি দারুণ ট্রিক্স দেখে নিই।
আপনি চাইলে জিমেইলে এমন মেইল পাঠাতে পারবেন যা নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে এমন একটি নির্দিষ্ট সময় সেটা ডিলিট হয়ে যাবে। এমন ইমেইল পাঠাতে,
Compose এ ক্লিক করুন এবং Toggle Confidential mode সিলেক্ট করুন এবার এক্সাপায়ার টাইম সিলেক্ট করুন চাইলে পাসকোডও দিতে পারেন।
জিমেইলের Undo ফিচারটি বেশ উপকারী। ভুল করে কোন মেইল পাঠালে সেটা আবার Undo করা যায়। যদিও সময়টা খুব বেশি না, দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়ে মেইল কি যাবে নাকি যাবে না। আপনার জন্য খুশির খবর হচ্ছে এই টাইমটা আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন।
All Settings এ যান এবং Undo Send এর টাইম ইচ্ছে মতো বাড়িয়ে দিন।
জিমেইলে আমরা সবাই মাত্র ১৫ জিবি পর্যন্ত স্টোরেজ পাই, কিছুদিন পরেই এটি ফুল হয়ে যেতে পারে। এর পর খুঁজে খুঁজে ইমেইল ডিলিট করতে হয়, যা বেশ ঝামেলার। তো আপনি চাইলে দ্রুত এই কাজটি করতে পারেন।
ফিল্টার থেকে ফাইল সাইজ সিলেক্ট করুন। এখান আপনাকে নির্দিষ্ট সাইজের ইমেইল গুলো দেখাবে। ইচ্ছে মত ডিলিট করে দিন।
বলতেই পারি এখানের তিনটি ট্রিক্সই জানেন এমন মানুষ খুব কম আছেন। আশা করছি এই ট্রিক্স গুলো আপনাদের কাছে দারুণ লেগেছে। আপনার কাছে কোনটি ভাল লেগেছে জানাতে ভুলবেন না।
আশা করছি এই টিউন থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।