আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
স্মার্টফোনে প্রতিদিন ব্যবহৃত অ্যাপ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে গুগল ম্যাপ। সঠিক ন্যাভিগেশন এবং যানবাহনে চলাচলে আমাদের দারুণ সাহায্য করে এই অ্যাপটি। আজকে আমরা দেখাতে চলেছি গুগল ম্যাপের চমৎকার ৩ টি ট্রিক্স, যেগুলো হয়তো আপনি জানেন না এবং যেগুলো আপনার লাইফকে আরও সহজ করে দিতে পারে।
ধরুন আপনি বাইকে আছেন এই মুহূর্তে গুগল ম্যাপ জুম করে দেখা আপনার জন্য কষ্টকর হতে পারে। কিন্তু চিন্তা নেই আপনি এই কাজটি এক আঙ্গুলেই করতে পারেন। ম্যাপে ডাবল ট্যাপ করুন এবং এখন আঙ্গুল উপরের দিকে নিলে জুম আউট হবে, নিচের দিকে নিলে জুম আউট হবে।
কোন লোকেশনে কখন যাবেন এটা আপনি ভুলে যেতেই পারেন। এই সমস্যা এড়াতে আপনি ব্যবহার করতে পারেন গুগল ম্যাপকে। আপনি আগামী দিন বা নির্দিষ্ট তারিখে যে লোকেশনে যেতে চান, সেই প্লেস ম্যাপে ওপেন করুন, এবং নিচে স্ক্রুল করে Remind You to leave on time এনেভল করে টাইম এবং ডেট সেট করে দিন। কাজ শেষ এবার গুগল আপনাকে যাবার সময় মনে করিয়ে দেবে।
আপনি নির্দিষ্ট পার্কিং লোকেশনকে সেট করে রাখতে পারেন। গাড়ি পার্ক করুন এবং ম্যাপে ঢুকে আপনার লোকেশনে ট্যাপ করুন, এবং সিলেক্ট করুন Set as Parking location।
আপনি যেকোনো লোকেশনকে নির্দিষ্ট লেবেলের অধীনে রেখে দিতে পারেন। এতে করে সময় সময় লোকেশন খুঁজতে হবে না। লোকেশনে ট্যাপ করে Lebel এ ক্লিক করুন এবং আপনার জন্য কাস্টম লেবেল তৈরি করে নিন।
অনেকে হয়তো গুগল ম্যাপের টুকটাক কিছু ট্রিক্স জানেন তবে আমি নিশ্চিত আজকের এই তিনটি ট্রিক্স এর মধ্যে অনন্ত যেকোনো একটি ট্রিক্স আপনার অজানা ছিল।
তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।