স্মার্টফোনে টাইপিং স্পীড বাড়িয়ে নিন 10X পর্যন্ত

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

আপনি কি টাইপিং এ দুর্বল? একটা নির্দিষ্ট বাক্য লিখতে অনেক সময় চলে যায়? তাহলে এই টিউনটি আপনার জন্য। এই টিউন ফলো করে আপনি টাইপিং স্পীড বাড়িয়ে নিতে পারবেন 10X পর্যন্ত।

বাড়িয়ে নিন টাইপিং স্পীড

চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনি টাইপিং স্পীড বাড়িয়ে নিতে পারবেন 10X পর্যন্ত।

আইফোনে

আপনি চাইলে আইফোনে কিছু সেটিংস করে বাড়িয়ে নিতে পারেন আপনার টাইপিং স্পীড। যেমন আপনি যখন কাউকে লিখবেন Address এটি অটোমেটিক আপনার পুরো এড্রেস টাইপ করে ফেলবে। তেমনি আপনি লিখতে পারেন bfl এটি টাইপ করে ফেলবে Best of luck।

তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে কি করা যায়।

আইফোনে সার্চ করুন Text Replacement। এবার এখানে প্রবেশ করে Phrase এর জায়গা আপনার text লিখুন এবং Shortcut এ আপনার শর্টকাট লিখুন যা দিয়ে আপনি বড় বাক্যটি লিখতে চান।

অ্যান্ড্রয়েডে

এই কাজটি আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেও করতে পারেন। এজন্য প্রথমে গুগল প্লেস্টোর থেকে Gboard ডাউনলোড করুন এবং সেটিংস এ যান এবং Dictionary তে ক্লিক করুন।

এর পর Personal Dictionary থেকে English সিলেক্ট করুন।

ডান পাশ থেকে প্লাস আইকনে ক্লিক করে ইচ্ছে মত ওয়ার্ড সেট করে নিন।

এবার আপনি যে কোন ম্যাসেজ বক্সে বা টেক্সট এরিয়াতে GD লেখলে Good Morning টাইপ হয়ে যাবে।

আর এভাবে আপনি আপনার প্রয়োজনীয় অসংখ্য টেক্সট সেইভ করে রাখতে পারেন এবং আপনার স্মার্টফোনে টাইপিং স্পীড 10X পর্যন্ত বাড়াতে পারেন।

শেষ কথা

ট্রিক্সটি একদম ছোট হলেও আশা করা যায় এটি আপনাদের বেশ উপকারে আসবে। তাহলে আর দেরি কেন এখনি প্রয়োজন মত টেক্সট গুলো এড করে নিন।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস