Microsoft PowerToys এর দারুণ ৩ টি ব্যবহার

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

অনেকে হয়তো জানেন না উইন্ডোজের রয়েছে দুর্দান্ত একটি টুল যেটাকে বলা হয় Microsoft PowerToys বা পাওয়ার টুল। চমৎকার এই টুল দিয়ে করে ফেলা যায় দারুণ সব কাজ। চলুন আজকে আমরা দেখব এই পাওয়ার টুলের দারুণ কিছু ব্যবহার।

প্রথমে আপনার যদি Microsoft PowerToys ইন্সটল করা না থাকে তাহলে তাদের অফিসিয়াল গিটহাব লিংক থেকে Microsoft PowerToys ইন্সটল করে নিতে পারবেন। ইন্সটল করার পর আপনি সেখানে পাবেন দারুণ দারুণ সব টুল এবং ফিচার।

১. Text Extractor

আপনি যদি যেকোনো ইমেজ, ভিডিও, এবং ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কিছু টেক্সট কপি করতে চান তাহলে প্রেস করুন Win+Shift+T। এর মাধ্যমে আপনি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে সেখান থেকে টেক্সট কপি করে নিতে পারবেন।

২. Remap Key

আমাদের কীবোর্ডে এমন অনেক কী রয়েছে যেগুলো আমাদের কোন কাজে আসে না। চাইলে দ্রুত কাজ করতে সেই কী গুলো আপনি ব্যবহার করতে পারেন Remap Key দিয়ে।

৩. Power Run

এটার মাধ্যমে আপনার উইন্ডোজে যেকোনো সার্চ করা একদমই সহজ হয়ে যাবে। আপনি alt+Space এ ক্লিক করুন এটি আপনার সামনে একটি সার্চ বার নিয়ে আসবে আপনি ইচ্ছে মত ফাইল, ফোল্ডার সার্চ দিতে পারবেন। এর মাধ্যমে আপনি ক্যালকুলেটর ছাড়াই বিভিন্ন গাণিতিক হিসাব করে ফেলতে পারবেন।

শেষ কথা

আপনার পিসিতে যদি এখনো Power Tool না থাকে তাহলে বলা যায় আপনি অনেক পিছিয়ে আছেন। এখনি পাওয়ার টুল ইন্সটল দিন এবং দারুণ সব ফিচার ব্যবহার করুন।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস