আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
প্রতিনিয়ত আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি কিন্তু এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো সম্পর্কে আমাদের কোন ধারণা নেই। অজানা রহস্যময় এই সেই সমস্ত ওয়েবসাইট কখনো গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যবহৃত হয় কখনো সেগুলোর রহস্য রহস্যই থেকে যায়। তো আজকে আমরা দেখতে চলেছি এমনই বেশ কয়েটি রহস্যময় ওয়েবসাইট।
আমাদের লিস্টের প্রথম যে ওয়েবসাইট রয়েছে সেটা হল Plane crash info। নাম দেখেই হয়তো আন্দাজ করতে পেরেছেন এই ওয়েবসাইটটি কি নিয়ে। বিভিন্ন সময় বিশ্বব্যাপী ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা তথ্য উপাত্ত সমৃদ্ধ একটি আর্কাইভ এটি। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে বিমান দুর্ঘটনার ঘটনা সম্পর্কে জানতে পারবেন। দেখতে পারবেন সেই সময়কার বিভিন্ন ছবি।
এই Plane crash info ওয়েবসাইটে রয়েছে রিমেম্বারিং সেকশন যেখানে আপনি জানতে পারবেন আজকের দিনে কোন এক্সিডেন্ট হয়েছিল কিনা। ওয়েবসাইটের সবচেয়ে আবেগময় বিষয় হচ্ছে Last words সেকশনটি। এখান থেকে আপনি ককপিট এবং এয়ার কন্ট্রোলার বা পাইলটদের শেষ কনভারসেশন দেখতে পারবেন। এমনকি রয়েছে অডিও শুনারও ব্যবস্থা।
অফিসিয়াল ওয়েবসাইট @ Plane crash info
অসাধারণ ইনফরমেটিভ একটি রিয়েলটাইম আপডেট ওয়েবসাইট। এখানে আপনি এই মুহূর্তে কতজন ইন্টারনেট ইউজার রয়েছে, কত গুলো ওয়েবসাইট রয়েছে, আজকে কত গুলো ইমেইল সেন্ড করা হয়েছে, কত গুলো টুইট সেন্ড হয়েছে এমনকি লাইভ কাউন্টের মাধ্যমে জানতে পারবেন কত গুলো ব্লগ লিখা হয়েছে।
প্রতিনিয়ত তথ্য গুলো আপডেট হচ্ছে স্টপওয়াচের মত। আপনি চাইলে প্রতিটি বিষয় আলাদা আলাদাও দেখতে পারেন। Internet Live stats এ আপনি পাবেন Source, More info, watch all এর মত অপশন।
শুধু ইন্টারনেট সংক্রান্ত বিষয়ই নয় আপনি জানতে পারবেন এখন পর্যন্ত ইন্টারনেটের জন্য কত MWh বিদ্যুৎ ব্যয় হয়েছে এবং কত টন কার্বন নির্গত হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Internet Live stats
অলস সময় কাটানোর মজার একটি ফানি গেম বা ওয়েবসাইট Pointer Pointer। Pointer Pointer ওয়েবসাইটে ঢুকার পর আপনার মাউস কার্সরটি দেখবেন। আপনি যেখানেই মাউস কার্সর রাখবেন সেখানেই দেখতে পারবেন কেউ একজন আঙ্গুল দিয়ে সেই জায়গা নির্দেশ করছে।
নিজে যদি অবাক হতে চান বা একা একা হাসতে চান তাহলে এখনি ওয়েবসাইটটি ভিজিট করুন
অফিসিয়াল ওয়েবসাইট @ Pointer Pointer
বেশ মজার একটি ওয়েবসাইট এটি। এটি মূলত একটি Gag Gift ওয়েবসাইট। আশা করছি আপনারা Gag Gift সম্পর্কে জানেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার বন্ধু অথবা যেকেউকে বিভিন্ন পশুর বিষ্টা পাঠাতে পারবেন। বিস্তারিত আর কি বলব, আপনি ওয়েবসাইটে গিয়েই দেখে নিন।
নির্দিষ্ট পরিমাণ সিলেক্ট করে পাঠিয়ে দিতে পারেন কোন ঠিকানায়। তারা গ্যারান্টি দেয় আপনার পরিচয় গোপন থাকবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Poop senders
আপনি কবে মারা যাবেন সেটা বলে দেবে এই ওয়েবসাইট। অবশ্যই এটি সত্যি সত্যি আপনার মৃত্যুর তারিখ বলবে না, এটা একটা ফান ওয়েবসাইট মাত্র। কারণ আমরা কেউই আমাদের মৃত্যু কখন হবে জানি না।
Death Date ওয়েবসাইটে চলে যান এবং আপনার নাম, জন্ম তারিখ, ওজন, উচ্চতা ইত্যাদি তথ্য দিন এবং Calculate বাটনে ক্লিক করুন। আর হ্যাঁ এখানে আপনার কোন বদভ্যাস থাকলেও উল্লেখ করুন যেমন ধূমপান, ড্র্যাগ, এলকোহল ইত্যাদি।
অফিসিয়াল ওয়েবসাইট @ Death Date
এটাও একটি পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট অনেকটা Internet Live stats এর মতই। নির্দিষ্ট কিছু সেন্সেটিভ ওয়ার্ড ব্যবহার করে মোট কত গুলো টুইট করা হয়েছে সেটা এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
দৈনিক, সাপ্তাহিক এবং বছর ভিত্তিতে এই ওয়ার্ড গুলো দিয়ে করা পরিসংখ্যান জানা যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ No Homo Phobes
এই ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে আপনি বিভিন্ন বিড়ালের ছবি দেখতে পারবেন, দেখতে বাস্তব মনে হলেও এই বিড়াল গুলোর অস্তিত্ব আসলে বাস্তবে নেই। এই ছবি গুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো যার সাথে বাস্তবের কোন বিড়ালের চেহারা মিলবে না।
আপনি প্রতিবার ওয়েবসাইট রিফ্রেশ দিয়ে নতুন নতুন বেড়াল দেখতে পারবেন কিন্তু কোনটির সাথে আপনার বা কারো বিড়ালের চেহারা মিলবে না। সবচেয়ে মজার ব্যাপার হল AI দিয়ে কিভাবে এত সুন্দর ছবি জেনারেট করা যায় সেটা।
অফিসিয়াল ওয়েবসাইট @ This Cat does not exist
খুবই অদ্ভুত ধরনের ওয়েবসাইট Hosanna 1। এটা মূলত কী নিয়ে বানানো সেটাও আমি বুঝতে পারি নি। বেশ কিছু অদ্ভুত অদ্ভুত লেখা রয়েছে এতে। কুকুর নিয়ে বেশ কিছু বিষয় রয়েছে। রহস্যময় এই ওয়েবসাইট সম্পর্কে লিখা পড়ে বুঝবেন না, কৌতূহল থাকলে একবার প্রবেশ করে ঘুরে আসুন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Hosanna 1
ম্যাপ সম্পর্কিত চমৎকার একটি ওয়েবসাইট Map crunch। এখানে আপনি বিশ্বের বিভিন্ন জায়গার স্ট্রিট ভিউ দেখতে পাবেন, অবশ্যই সব কিছু গুগল ম্যাপ থেকে কালেক্ট করা।
Map crunch ওয়েবসাইটে ঢুকে আপনি যত বার Go তে ক্লিক করবেন ততবার আপনাকে নতুন নতুন প্লেসে নিয়ে যাবে। আপনি চাইলে নির্দিষ্ট সিলেক্ট করেও আশেপাশে ঘুরে দেখতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Map crunch
দারুণ একটি ওয়েবসাইট এটি। এখানে আপনি একটি গেম পাবেন। বাচ্চাকালে এমন গেম আপনি হয়তো অনেক খেলেছেন। মাউস পয়েন্টার দিয়ে আপনি নীল ছোট চতুর্ভুজটি লাল এরিয়াতে নিয়ে যাবেন। খেয়াল রাখতে হবে যেন হলুদ পথের দেয়ালে না লাগে।
অলস সময় কাটাচ্ছেন, দারুণ এই গেমটি কিন্তু আপনি খেলতে পারেন। এই ওয়েবসাইটে কেবল একটিই নয় আরও অনেক গেম খেলতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Scary Maze
একটি অদ্ভুত ইউটিউব চ্যানেল। এখন পর্যন্ত এই চ্যানেলের রয়েছে 3.02 মিলিয়ন সাবস্ক্রাইবার। এই চ্যানেলের প্রথম ভিডিওটি আপলোড করা হয়েছে আজ থেকে ১১ বছর আগে। বেশিরভাগ ভিডিওর শিরোনাম Don't Hug Me. I'm scared।
ভিডিও গুলা দেখতে বাচ্চাদের ভিডিও মনে হলেও এখানে রহস্য রয়েছে আপনি চাইলেও এর কোন ভিডিও ধৈর্য সহকারে ১০ মিনিটের বেশি সময় দেখতে পারবেন না।
অফিসিয়াল ওয়েবসাইট @ Don't Hug Me. I'm scared
এই ওয়েবসাইটে বলা হয়েছে সৃষ্টি কর্তা ফাস্ট ফুড পছন্দ করে না। এখানে আপনি বিভিন্ন নিউজ আর্টিকেল পাবেন, রয়েছে কিছু ছবি লিংক ইত্যাদি। এটা একটা অদ্ভুত ওয়েবসাইট এখানে মূলত কি লেখা বা কি বুঝাতে চায় এটা বুঝা অসম্ভব। একেকবার একেক কথা এখানে বলা হয়েছে। কোন কথার কোন শুরু শেষ নেই। এটাই হয়তো এই ওয়েবসাইটের বিশেষত্ব।
অফিসিয়াল ওয়েবসাইট @ God Hates Shrimp
ভাল কাজের এবং ইনফরমেটিভ একটি ওয়েবসাইট এটি। আপনি কী অলস সময় কাটাচ্ছেন? তাহলে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।
এখানে প্রবেশ করলে আপনাকে বিভিন্ন প্রশ্ন করা হবে আপনি যদি সেটা সম্পর্কে জানতে চান তাহলে Okay ক্লিক করুন আর যদি না চান তাহলে hell no ক্লিক করুন। যেকোনো বিষয়ে Okay ক্লিক করলে আপনি সেটা নিয়ে বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ WTF should i do with my life?
জাপানের নাগাসাকির একটি দ্বীপের নাম। পরিত্যক্ত এই দ্বীপকে বলা হয় A forgotten World। গুগল এই দ্বীপটির স্ট্রিট ভিউ প্রকাশ করে ২০১৩ সালে।
এই ওয়েবসাইটে গিয়ে ঘুরে দেখতে পারেন দ্বীপটিকে। প্রবেশ করার সাথে সাথে ভয়াবহ একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে ভয় পাইয়ে দিতে পারে। এই ওয়েবসাইটের দুটি ভার্সন রয়েছে। এর আনসেন্সরড ভার্সন দেখার জন্য আপনাকে ডার্ক-ওয়েবের সাহায্য নিতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Hashima Island
আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো বিষয়ে রচনা লিখতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে যেকোনো টপিকের নাম লিখে পেন আইকনে ক্লিক করলে আপনার জন্য একটি রচনা তৈরি হয়ে যাবে।
এটা আপনার কতটা কাজে আসবে সে বিষয়ে বলতে পারব না তবে এই ওয়েবসাইটটিও অন্যান্য ওয়েবসাইটের মতই অদ্ভুত এবং দারুণ।
অফিসিয়াল ওয়েবসাইট @ Essay Typer
নাম দেখে কী মনে হচ্ছে, কেমন হতে পারে এই ওয়েবসাইট। আসলেই এটি মাথা নষ্ট করা ওয়েবসাইট কোন কুল কিনারা খুঁজে পাওয়া যায় নি এর। এর যেমন ডিজাইন তেমন এর কন্টেন্ট। কিছুক্ষণ ব্রাউজ করলেই বুঝতে পারবেন কেন এর নাম World's Worst Website Ever।
অফিসিয়াল ওয়েবসাইট @ World's Worst Website Ever
এই লিস্টের অন্যান্য অদ্ভুত কিছু ওয়েবসাইটের মতই এটিও একটি যার অর্থ বা মর্ম উদ্ধার করা আমার পক্ষে সম্ভব হয় নি। এখানে আত্মা, ইউনিভার্স ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এই এক ওয়েবসাইটের সাথে আরও বেশ কিছু ওয়েবসাইটও লিংক করা আছে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Angel Heaven
খুব অদ্ভুত ওয়েবসাইট এটি। বিভিন্ন সময় বিভিন্ন ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা নিয়ে এই ওয়েবসাইট। এখানে সাল ভিত্তিক এই ধরনের বিভিন্ন নিউজ বা রিপোর্ট রয়েছে। কত জন মারা গেছে কত জন জীবিত সব কিছু তথ্য এখানে পাওয়া যায়। তাইলে আপনি কোন তথ্য দিয়ে তাদের তথ্য ভাণ্ডার সমৃদ্ধ করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ The skyway Bridge
এই This Person Does Not exist ওয়েবসাইটে প্রবেশের পর যতগুলো মানুষের ছবি আপনি দেখতে পাবেন একজনেরও বাস্তবে কোন অস্তিত্ব নেই। এই ছবি গুলো মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি বুঝতেও পারবেন না এগুলো জীবন্ত কোন মানুষ নয়।
This Person Does Not exist
অফিসিয়াল ওয়েবসাইট @ This Person Does Not exist
Amazon কে আমরা কে না চিনি। এই ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন সেখানে মানুষ কেনাবেচা হচ্ছে। নির্দিষ্ট ব্যক্তি সিলেক্ট করতে পারবেন, অন্যান্য প্রোডাক্টের মত এখানেও আছে ভিন্ন ভিন্ন সাইজের মানুষ বেছে নেয়ার ব্যবস্থা।
খুব সম্ভবত এটা একটা ফান ওয়েবসাইট, কারণ কিছুক্ষণ ব্রাউজ করে এমনই মনে হল।
অফিসিয়াল ওয়েবসাইট @ Amazon Dating
কোন কাজ পাচ্ছেন না? Quick Draw ওয়েবসাইটে গিয়ে আপনি আকাআকি করতে পারেন। এটি মূলত গুগলের একটি নিউরাল নেটওয়ার্ক। আপনি যাক আঁকবেন সেটা তারা বলে দেয়ার চেষ্টা করবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Quick Draw
গুগলের প্যারডি ভার্সন বলতে পারেন এই ওয়েবসাইটকে। গুগলের মতই সার্চ ইঞ্জিন হিসেবে ডিজাইন করা হয়েছে। এখানে সার্চ দিলে কেমন সঠিক তথ্য পাবেন সেটা নিজ দায়িত্ব বুঝে নিন।
ওয়েবসাইটের ফুটার লেখা আছে এটা গুগলের কোন এফিলিয়েট ওয়েবসাইট না, এটা শুধু মাত্র একটি প্যারডি ওয়েবসাইট।
অফিসিয়াল ওয়েবসাইট @ Gizoogle.net
আরেকটি অদ্ভুত ওয়েবসাইট এটি। ওয়েবসাইটে ঢুকার পর আপনার মতামত নেয়া হবে, আপনি কি অদ্ভুত এবং কনফিউজিং কিছু দেখতে চান কিনা। যদি Please ক্লিক করেন তাহলে আপনার সামনে এমনই কিছু উপস্থাপন করা হবে। এটি Ebay থেকে বিভিন্ন অদ্ভুত পণ্য বা প্যারডি পণ্য দেখাতে পারে।
যতবার ক্লিক Please এ করবেন ততবার নতুন কিছু দেখতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Weird or confusing
আজকের লিস্টের শেষ অদ্ভুত ওয়েবসাইট। বিভিন্ন মানুষের বিকৃত ছবি দিয়ে বানানো এই ওয়েবসাইট। এটা দিয়ে কি বুঝিয়েছে সেটা ওরাই ভাল বলতে পারবেন। জায়গায় জায়গা ক্লিক করলে নতুন নতুন পপআপ ওপেন হয়। সময় থাকলে ঘুরে আসতে পারেন এই অদ্ভুত ওয়েবসাইট থেকে।
111111111111111111111111111111111111111111111111111111111111
অফিসিয়াল ওয়েবসাইট @ 111111111111111111111111111111111111111111111111111111111111
এই লিস্টের বেশ কিছু ওয়েবসাইট আপনাকে ছোট খাট কাজে সাহায্য করতে পারে, কিছু ওয়েবসাইট গেম হিসেবে ব্যবহার করতে পারেন আবার কিছু ওয়েবসাইটের রহস্য উদঘাটনে ব্যর্থও হতে পারেন। আশা করছি ওয়েবসাইট গুলো আপনাদের ভাল লেগেছে।
তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।