গুগল এবং ইয়াহুর মতো প্রতিষ্ঠানগুলোর ই-মেইল ডিফল্টভাবে কেবল ইংরেজি ভাষাতে ব্যবহার করা যায়। তৃতীয় পক্ষের সফটওয়্যারের মাধ্যমে বাংলা মেইল পাঠানো গেলেও সেটি নিরাপদ নয়। তবে বাংলা ভাষায় ই-মেইল ঠিকানা ব্যবহারের সুবিধা নিয়ে সল্ফপ্রতি চালু হয়েছে একটি ওয়েবসাইট। এখান থেকে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং নিজস্ব ই-মেইল ঠিকানা পছন্দ করে নিতে পারবেন। ই-মেইল ঠিকানাটির মাধ্যমে যে কোনো ই-মেইল পাওয়া যাবে এবং অন্যকে ই-মেইল পাঠানোও যাবে। সাইটটির পুরো ইন্টারফেসটি বাংলায় তৈরি করা হয়েছে। একই সঙ্গে বাংলায় ই-মেইল লেখার জন্য বেশকিছু কিবোর্ড লেআউটও যুক্ত রয়েছে। ই-মেইল পাঠানোর পাশাপাশি এখানে বাংলায় চ্যাটিংয়েরও সুবিধা যুক্ত রয়েছে। সাইটটিতে বিল্টইন ভাবে বেশকিছু গেম রয়েছে। ইনস্ট্যান্ট মেসেজিং ছাড়াও ভিডিও চ্যাটিংও করতে পারবেন ব্যবহারকারীরা। এতে 'আমার কথা' নামক একটি ফিচারের মাধ্যমে স্বল্পমাত্রার
সামাজিক যোগাযোগ সুবিধা রয়েছে। http://www.bangla.im সাইটে ক্লীক করুন।
আমি didarul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তৃতীয় পক্ষের সফটওয়্যারের মাধ্যমে বাংলা মেইল পাঠানো গেলেও সেটি নিরাপদ নয়। <মানে বুঝলাম না।