আপনার হাতের লেখা দিয়ে ফন্ট বানাতে চান?

অনেকের হাতে লেখা এত সুন্দর যেন কম্পিউটারের ফন্ট কে ও হার মানায়। আপনার হাতের লেখা ও কি সেইরকম? আপনি কি আপনার হাতের লেখার মত করে ফন্ট বানাতে চান? চিন্তা করে দেখুন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু টাইপ করছেন টাইপগুলো এমনভাবে দেখাচ্ছে যেন আপনি হাতেই লিখেছেন! খুব মজার না? হ্যাঁ, একটা ওয়েবসাইটের কথা বলব যেখানে গিয়ে আপনি খুব সহজেই আপনার হাতের লেখা দিয়ে ফন্ট বানাতে পারবেন।

সাইটটি হল http://www.yourfonts.com । এই সাইটে গিয়ে একটা ফন্ট টেমপ্লেট ডাউনলোড করে প্রিন্ট করুন। প্রত্যেকটা ঘরে আপনি আপনার মত করে লিখুন। এবার স্ক্যান করে আপলোড করুন। প্রিভিউ দেখুন ফন্ট দেখতে কি রকম হবে। এবার এপ্রুভ করে ডাউনলোড করে নিন। এই ফন্টটি উইন্ডোজে ইনস্টল করলেই ব্যবহার করতে পারবেন আপনার হাতের লেখার মত ফন্ট। তবে সাইটটি এখনো শুধুমাত্র ইংরজেজী লেখা সাপোর্ট করে তাই বাংলা ফন্ট করতে পারবেন না। একটু দমে গেলেন?? 🙂 আচ্ছা ঠিক আছে, আরেকটা বুদ্ধি দিই। আপনি যদি ফটোশপের কাজ জানেন তাহলে টেমপ্লেটটি প্রিন্ট না করে ফটোশপে ওপেন করুন এবার প্রত্যেকটা অক্ষরের বক্সে একটা করে ছবি দিয়ে সেভ করুন এবার আগের নিয়মে আপলোড করে ফন্ট ডাউনলোড করে নিন। দেখবেন টাইপ করলে একেকটা অক্ষরের জন্য একেকটা ছবি টাইপ হচ্ছে। ব্যাপারটা অনেকটা উইন্ডোজের Wingdings ফন্টগুলোর মত(নিচের ছবি দেখুন)।

Level 0

আমি Md.Rokibul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লাগলো । প্রিয়তে রাখলাম ।

ধন্যবাদ ভ্যাম্পায়ার।

val laglo vai.
dorkari jinis

ভালো লাগলো ধন্যবাদ।

ধন্যবাদ

share korar jonno thnx

ami download korte parchi na. Coupon Code: cai taka dollar dekhai

আচ্ছা ঠিক আছে, আরেকটা বুদ্ধি দিই। আপনি যদি ফটোশপের কাজ জানেন তাহলে টেমপ্লেটটি প্রিন্ট না করে ফটোশপে ওপেন করুন এবার প্রত্যেকটা অক্ষরের বক্সে একটা করে ছবি দিয়ে সেভ করুন এবার আগের নিয়মে আপলোড করে ফন্ট ডাউনলোড করে নিন। দেখবেন টাইপ করলে একেকটা অক্ষরের জন্য একেকটা ছবি টাইপ হচ্ছে। ব্যাপারটা অনেকটা উইন্ডোজের Wingdings ফন্টগুলোর মত(নিচের ছবি দেখুন)।

ভাই এতটুকু জায়গা বুঝিনাই। তাহলে বাংলা লিখব কিভাবে?

ভালো লাগলো

খুব ভাল লাগল শেয়ার করার জন্য ধন্যবাদ
যদি মনে চায় একটা ডু মারুন
কম্পিউটার সমস্যার সমাধান পেতে আমাদের গ্রুপে যোগদান করুন।
http://www.facebook.com/groups/pchelpcenter/

ভাই টাকা চায়।

Level 0

ভাই ভাল হয়েছে৷
নিজেরা কিভাবে ফন্ট তৈরী করবো? জানা থাকলে প্লিজ শেয়ার করুন৷ এটা করতে কি কোন programming জানতে হয়?