সহজেই ব্লগে যুক্ত করুন ইমেইল ফর্ম

আজকের এই বিষয়টি ইতমধ্যে অনেকেই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য শেয়ার করছি। আপনারা যারা বিনামুল্যে ব্লগ ব্যবহার করেন তারা ইচ্ছা করলেই আপনার ব্লগে, আপনাকে সরাসরি ইমেইল করার সুবিধা যুক্ত করতে পারেন। পদ্ধতি বর্ননা করার আগে বলে নেই কেন আপনি এই সুবিধা যুক্ত  করবেনঃ  আমরা সবাই জানি ব্লগ এর পাঠক রা মন্তব্যের মাধ্যমে লেখকের সাথে যোগাযোগ করে থাকেন যা সব পাঠকের কাছেই দৃশ্যমান। কিন্তু এমন টা হওয়া স্বাভাবিক যে, কোন এক পাঠক শুধু মাত্র লেখক কেই কিছু বলতে চান ব্যক্তিগত ভাবে। সেক্ষেত্রে এই সুবিধা অনেক উপকারে আসবে। এবার চলুন দেখে নেই কিভাবে তা সম্ভবঃ

কাজটি অত্যন্ত সহজ  আপনাকে যেটা করতে হবে তা হলঃ

  • ১। http://www.emailmeform.com এ গিয়ে একটি ফ্রি একাউন্ট তৈরী করতে হবে।
  • ২। একাউন্ট রেজিস্ট্রেশন ও এক্টিভ করার পর ওখানে দেওয়া নির্দেশনা অনুসরন করে একটি ফর্ম তৈরী করতে হবে, যা খুবই সহজ।
  • ৩। ফরম তৈরী শেষে “get code” লিংক এ ক্লিক করে কোড কপি করে, আপনার ব্লগে ‘ আমাকে ইমেইল করুন ‘ জাতীয় শিরনামে একটি পোস্ট লিখে তাতে কোড গুলো পেস্ট করুন। এবার যে কোন যায়গায় এই পোস্ট এর লিংক টি ব্যবহার করুন।

সমস্যা হলে মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ।

Level 0

আমি সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতি সাধারন একজন মানুষ। তাই দেশ ও দশের উপকারে আসে এমন কিছু উদ্ভাবন করে অসাধারন হবার চেষ্টায় নিজেকে ব্যস্ত রাখার তীব্র ইচ্ছা টাকে পুরন করাই আমার হবি, হা হা হা। ইলেক্ট্রনিক যন্ত্রপাতি আর বিজ্ঞান বিষয়ক বই আমাকে দারুন ভাবে আকর্ষন করে থাকে। পেষায় একজন কম্পিউটার প্রকৌশলী।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ।

Level 0

Thanks

Level 0

সুমন ভাই http://www.emailmeform.com কোথায় কি করতে হবে ? বুজিয়ে লিখলে উপকারিত হতাম। ধন্যবাদ আপনাকে

    “Sign up now for free” লিংক এ ক্লিক করুন, এরপরের পৃষ্ঠায় প্রয়োজনীয় তথ্য গুলো ভরে সাব মিট করুন। আপনার ইমেইল এ এক্টিভেশন লিংক পাঠিয়ে দিবে। সেই লিংক এ ক্লিক করে আপনার একাউন্ট একটি ভেট করুন। অ্যাক্‌টিভেটেড করার পর লগ ইন রত অবস্থায় ডান কোনার মেনু হতে ক্রিয়েট ফর্ম এ ক্লিক করুন, তারপর তাদের নির্দেশনা অনুযায়ী একের পর এক ধাপ এগিয়ে যান, (তেমন কিছু করা লাগেনা যদি আপনি রঙ বা অন্যান্য কিছু পরিবর্তন করতে না চান তাহলে শুধু নেক্সট নেক্সট করে, শেষে ‘ফিনিশ’ বাটনে ক্লিক করলেই চলবে)। এরপর ডান দিকের মেনু হতে গেট কোড এ ক্লিক করলেই হবে। এরপরেও সমস্যা হলে জানাতে দ্বিধা করবেন না, স্ক্রীন শট এর ব্যবস্থা করে দেব।

Level 0

ভালো, ধন্যবাদ।

দারুন জিনিস !!

ধন্যবাদ

বিস্তারিতো ছবি সহ টিউন করলে আরো ভারো হত