আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
Windows 10 এ ইউটিলিটি অ্যাপ হিসেবে আমরা থার্ডপার্টি অনেক অ্যাপই ব্যবহার করি। তবে আপনি যদি উইন্ডোজ অ্যাপ স্টোরে একটু খোঁজ করেন তাহলে সেখানে অনেক ভাল অ্যাপও পেয়ে যেতে পারেন। যেগুলো আপনার প্রতিদিনের কাজকে আরও সহজ করে দিতে পারে।
চলুন আজকে এমন দুটি উইন্ডোজ অ্যাপ নিয়ে আলোচনা করি যেগুলো প্রয়োজন অনুযায়ী বেশ উপকারী।
সেকেন্ডারি মনিটরের ব্যবহার আমাদের সবারই জানা। ভিন্ন ডিভাইসে পিসির স্ক্রিন শেয়ার করাই মূলত সেকেন্ডারি মনিটরের কাজ। এই কাজের জন্য আমরা থার্ডপার্টি অনেক অ্যাপই ব্যবহার করি তবে চলুন দারুণ একটি অ্যাপ দিয়ে এটি করা যাক।
আপনার পিসিতে অ্যাপটি ইন্সটল করুন, এর মাধ্যমে আপনার পিসির স্ক্রিন ফোনে অথবা ট্যাবলেটে শেয়ার করতে পারবেন। অ্যাপটি ওপেন করুন, স্মার্টফোন দিয়ে QR কোড স্ক্যান করুন ব্যাস আপনার স্ক্রিন শেয়ার শুরু হয়ে যাবে, আপনাকে শুধু একই ওয়াইফাই এর অধীনে থাকতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ deskreen
আমাদের পিসির স্ক্রিন নির্দিষ্ট সময় পর্যন্ত অন থাকে এর পর সেটা স্লিপ মুডে যায়। এখন ধরুন আপনি এমন কোন কাজ করছেন যেটা শেষ হতে কয়েক বার স্ক্রিন বন্ধ হতে পারে। কী করবেন? আবার স্ক্রিন টাইম বাড়াবেন? একদমই না। আপনার এই সমস্যার সমাধান দেবে Microsoft Powertoys।
Microsoft Powertoys এর অনেক ব্যবহার রয়েছে তবে আমরা এটি দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের স্ক্রিনকে একটিভ রাখতে পারি। আমরা Microsoft Powertoys এর Awake টি ব্যবহার করব। টাস্ক-বার থেকে Awake আইকনে ক্লিক করুন এবং Keep screen on এ ক্লিক করুন।
উইন্ডোজ এর অ্যাপ স্টোরটি খুব বেশি সমৃদ্ধ না হলেও এখানে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে মোটামুটি ভাল সুবিধা পাওয়া যায়। আশা করছি আজকে যে দুটি অ্যাপ শেয়ার করেছি এগুলো আপনার ভাল লেগেছে। পরবর্তী আরও কিছু অ্যাপ এর ব্যবহার নিয়েও হাজির হতে পারি।
আশা করছি এই টিউনে আপনি বেশ কিছু বিষয় সম্পর্কে আপনি জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।