আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
আমরা প্রতিনিয়ত মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করি, তারপরেও এমন কিছু ফাংশনালিটি রয়েছে যেগুলো সম্পর্কে আমরা সবাই অবগত নই। তো আজকে মাইক্রোসফট ওয়ার্ডের এমন ৫ টি ট্রিক্স নিয়ে আলোচনা করব যেগুলো ব্যবহার করে আপনি প্রোডাক্টিভিটি আরও বাড়িয়ে নিতে পারবেন।
আপনি হয়তো মাইক্রোসফট অফিসের অনলাইন ভার্সন সম্পর্কে জানেন। যেখানে মাইক্রোসফট অফিসের প্রায় সব গুলো অ্যাপই ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি চট জলদি কোন ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে চান তাহলে URL বারে লিখুন Word.new। মুহূর্তেই আপনার সামনে নতুন ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে যাবে।
আপনি চাইলে সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে ডার্ক মুড এনেভল করতে পারবেন। চলে যান Account > Office Theme এবং সিলেক্ট করুন Dark Gray, ব্যাস আপনার ডার্ক মুড এনেভল হয়ে গেল।
PDF ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে এখন আলাদা সফটওয়্যার বা অ্যাপের সাহায্য নিতে হবে না। এখন মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই PDF কে Word ডকুমেন্টে কনভার্ট করে ফেলতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন এবং PDF ফাইলটি ড্র্যাগ এন্ড ড্রপ করুন।
এখন মাইক্রোসফট ওয়ার্ডের লিস্ট sort করা আপনার জন্য আরও সহজ! লিস্ট তৈরি করুন এবং Sort txt এ ক্লিক করে ok দিন, দেখবেন লিস্ট Alphabet অর্ডারে সর্ট হয়ে গেছে।
আপনি ওয়ার্ডে টেবিল নিয়ে কাজ করছেন? হটাৎ করে কোন লাইন উপরে বা নিচে নেয়ার দরকার? লাইন উপরে নিতে Alt+shift+Up Arrow প্রেস করুন, এবং নিচে নিতে Alt+shift+Down Arrow প্রেস করুন।
ওয়ার্ডে দ্রুত কাজ করা খুব গুরুত্বপূর্ণ, আশা করা যায় এই ৫ টি ট্রিক্স আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবে।
আশা করছি এই টিউনে আপনি বেশ কিছু বিষয় সম্পর্কে আপনি জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।