এটা আমার দ্বিতীয় পোষ্ট । টেকটিউনস এর মত জনপ্রিয় একটা ব্লগে আমি কোন পোষ্ট করার মত সাহস করা খুব কঠিন তবু করে ফেললাম। যা হোক কিছুদিন আগে স্ক্রীন ভিডিও করার জন্য টেকটিউনস এ একটা টপিক দেখেছিলাম কিন্তু যে কারনেই হোক আমি সেই টপিক থেকে উপকৃত হইনি পরে খুজে খুজে আমি এটা বের করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। ভুল হলে ক্ষমা করবেন এই ভরষায়। এই সফটওয়ার দিয়ে আপনি সহজেই আপনার স্ক্রীণে যা ঘটছে তা ভিডিও করতে পারেন। এটি মাত্র ৭৭২ কিলোবাইটের একটি ছোট সফটওয়ার। ব্যবহার পদ্ধতিও একেবারে সহজ। প্রথমে http://www.smallvideosoft.com/ এখান
থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন। ইন্সটল করুন। স্ক্রীন ভিডিও করার জন্য Record এ ক্লিক করুন এর পর স্ক্রীনের কতটুকু অংশ ভিডিও করতে চান তা সিলেক্ট করে নিন আপনি চাইলে পুরো স্ক্রীনটাই সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার সাথে সাথে শুরু হবে যাবে স্ক্রীন ভিডিও কাজ শেষে Stop এ ক্লিক করলেই আপানার কাজের সব ভিডিও সেভ হয়ে যাবে এবং সাথে সাথে প্লে হবে আপনার সামনে।
আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।
শেয়ার করার জন্য ধন্যবাদ