আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারে এমন ৫ টি উইন্ডোজ শর্টকাট

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আমরা প্রতিদিনই আমাদের পিসি ব্যবহার করছি কিন্তু যদি আমাদের প্রশ্ন করা হয়, উইন্ডোজের কত গুলো শর্টকাট সম্পর্কে জানি তাহলে বেশির ভাগ উত্তর আসবে হাতে গুণা কয়েকটা। আপনি উইন্ডোজের অনেক শর্টকাট সম্পর্কে জানতে পারেন তবে এমন কিছু শর্টকাট রয়েছে যেগুলো আপনার প্রোডাক্টিভিটি কয়েক গুন বাড়িয়ে দিতে পারে।

তো আজকের এই টিউনে আমরা এমনই ৫ টি উইন্ডোজ শর্টকাট দেখতে চলেছে যেগুলো আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবে।

১. ভয়েস কমান্ড দিয়ে টাইপ

আমরা বিভিন্ন প্রয়োজনে নোট প্যাড বা ওয়ার্ডে টাইপ করি। আপনার যদি মনে হয় আপনি টাইপ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন একটু রেস্ট দরকার তাহলে আপনার জন্য রয়েছে ভয়েস কমান্ডের ব্যবস্থা।

আপনি Win+H প্রেস করে ভয়েস কমান্ড নিয়ে আসতে পারবেন। Win+H প্রেস করুন এবং যা লেখার সেটা মুখে বলুন।

২. স্ক্রিনশট নেয়া

আপনি যদি গুরুত্বপূর্ণ কোন বিষয়ের স্ক্রিনশট নিতে চান তাহলে Win+Shift+S প্রেস করুন। মুহূর্তেই আপনার সামনে স্ক্রিনশট নেয়ার অপশন চলে আসবে। পুরো স্ক্রিন অথবা নির্দিষ্ট স্ক্রিনের স্ক্রিনের স্ক্রিনশট নিয়ে নিন এই মেথড ফলো করে।

৩. গেম বার এনেভল করা

আপনি যদি পিসিতে গেম বার এনেভল করতে চান তাহলে Win+G প্রেস করুন। পিসিতে গেমিং এর সময় এটা বেশ উপকারী।

গেমিং ছাড়াও গেম বার আপনার অন্য কাজে লাগতে পারে যেমন আপনি এটা দিয়ে পিসির স্ক্রিন রেকর্ডও করতে পারেন

৪. টাস্ক ম্যানেজার শর্টকাট

টাস্ক ম্যানেজার আমাদের কতটা গুরুত্বপূর্ণ এটা হয়তো নতুন করে বলতে হবে না। হটাৎ করে অ্যাপ অস্বাভাবিক আচরণ শুরু করলে আমরা সহজেই টাস্ক ম্যানেজার ওপেন করে সেটাকে End করে দিতে পারি। আবার চেক করতে পারি আমাদের অজান্তে অপরিচিত কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে কিনা।

আপনি যদি দ্রুত টাস্ক ম্যানেজার ওপেন করতে চান তাহলে প্রেস করুন Ctrl+Shift+ESC।

৫. ওপেন উইন্ডো গুলো সাজানো

আমরা যখন এক সাথে অনেক গুলো উইন্ডো নিয়ে কাজ করি তখন আমাদের স্ক্রিনটা বেশ এলোমেলো লাগে। যদিও ড্র‍্যাগ এন্ড ড্রপ করে সাজানো যায় তবে এটা বেশ সময় সাপেক্ষ। আপনার জন্য ভাল খবর হল ওপেন উইন্ডো গুলো সাজাতে আপনাকে একদমই কোন সময় ব্যয় করতে হবে না।

প্রেস করুন Win এবং Arrow কী গুলোতে ক্লিক করুন দেখবেন সাইড বাই সাইড উইন্ডো গুলো সেট হয়ে গিয়েছে।

শেষ কথা

প্রোডাক্টিভিটি বাড়াতে এবং দ্রুত কাজ করতে শর্টকাট জানার কোন বিকল্প নেই। আপনি যত বেশি শর্টকাট সম্পর্কে অবগত থাকবেন আপনার ততবেশি দ্রুত হবে। আশা করছি এই টিউনে উল্লেখিত ৫ টি শর্টকাট আপনার প্রতিদিনের কাজকে আরও সহজ করে দেবে।

বলা যায় এই টিউনে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস