আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
আমরা প্রতিনিয়ত অফিস বা একাডেমিক কাজে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে থাকি। পাওয়ার পয়েন্টের দক্ষতা আপনাকে অন্য যেকারো থেকে এগিয়ে রাখতে পারে। আপনি যখন দৃষ্টিনন্দন কোন প্রেজেন্টেশন উপহার দিতে পারবেন তখন সবাই আপনাকে ভাল নজরে দেখবে।
পাওয়ার পয়েন্টের এমন কিছু ট্রিক্স রয়েছে যেগুলো সম্পর্কে সবাই অবগত নয়, এবং আপনি যদি সেগুলো জানেন তাহলে আপনার প্রেজেন্টেশনকে নিয়ে যেতে পারবেন নেক্সট লেবেলে। তো আজকে আমরা দেখতে চলেছি পাওয়ার পয়েন্টের ৫ টি সিক্রেট টিপস।
আপনি কি জানেন পাওয়ার পয়েন্টের স্লাইডের ব্যাকগ্রাউন্ডে ভিডিও এড করা যায়? যদি না জানেন তাহলে জেনে নিন, ব্যাকগ্রাউন্ডে ভিডিও এড করে নিজের প্রেজেন্টেশনকে করে তুলতে পারবেন অন্যদের চেয়ে আলাদা।
এজন্য পাওয়ার পয়েন্টে যান এবং সার্চ করুন Stock Video লিখে। এবং পছন্দ মত ভিডিও এড করে নিন।
আপনার স্লাইডে আপনি যোগ করতে পারবেন কাউন্ট ডাউন। এজন্য প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করুন, Insert> Get Add-ins যান এবং Count Down লিখে সার্চ দিয়ে। কাউন্ট ডাউন যোগ করে নিন।
আপনি যদি চতুর্ভুজ এবং বৃত্তের সঠিক মাপ পেতে চান তাহলে Shift ধরে এগুলা ড্র করুন। এতে করে আপনি ডিজাইনের দারুণ শেইপ পাবেন।
আপনি যখন প্রেজেন্টেশন সবার সামনে প্রেজেন্ট করবেন তখন প্রফেশনালিটি মেইনটেইনের জন্য আপনার কিছু শর্টকাট কী অবশ্যই জেনে নেয়া উচিৎ। আর আপনি যদি সকল শর্টকাট জেনে নিতে চান তাহলে প্রেজেন্টেশনের সময় F1 এ প্রেস করুন।
আপনি চাইলে প্রেজেন্টেশনের গ্রাফিক্স JPG, JPEG আকারে সেভ করতে পারেন। এজন্য আপনার ডিজাইন করা হয়ে গেলে Crt+a দিন এবং রাইট ক্লিক করে, পছন্দমতো ফরমেটে সেভ করুন।
চমৎকার এবং আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরিতে এই ট্রিক্স গুলো আপনাকে দারুণ ভাবে সাহায্য করতে পারে। আর এই ৫ টি সিক্রেট টিপসই ছিল আজকের এই টিউনের মুল বিষয়বস্তু। আশাকরি এই ট্রিক্স গুলো আপনার কাছে ভাল লেগেছে।
বলা যায় এই টিউনে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।