আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন তারা জানেন পিসির স্ক্রিন রেকর্ড কতটা গুরুত্বপূর্ণ। শুধু মাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই নয় বরং যেকারো যেকোনো সময় স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হতে পারে। যেমন আপনি কোন কলিগকে কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানাবেন সেক্ষেত্রে আপনার স্ক্রিন রেকর্ড দরকার হতে পারে।
আমরা স্ক্রিন রেকর্ডের জন্য কত ধরনের অ্যাপ ব্যবহার করে থাকি, কখনো কখনো পেমেন্টও করতে হয়। আপনি জেনে অবাক হতে বাধ্য যে আপনি চাইলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন।
চলুন দেখে নেয়া যাক কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়।
প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করুন
Insert এ ক্লিক করে Screen Recording এ ক্লিক করুন।
এরিয়া সিলেক্ট করে দিন
রেকর্ড এ ক্লিক করলে রেকর্ড শুরু হবে
শেষ হলে stop এ ক্লিক করুন এবং পছন্দমত ফাইল ফরমেটে সেভ করে নিন।
স্ক্রিনরেকর্ড সমস্যার দ্রুত সমাধান হতে পারে মাইক্রোসফট পাওয়ার-পয়েন্ট যদি আপনি এই চমৎকার ট্রিক্সটি জেনে থাকেন। আশা করছি এই ট্রিক্সটি আপনাদের ভাল লেগেছে।
আশা করছি এই টিউনে আপনি আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।