আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
আমরা বিভিন্ন কারণে স্মার্টফোনের Engineering Mode এ প্রবেশ করতে চাই, কিন্তু ডিভাইস বেধে আলাদা আলাদা USSD থাকায় আমরা বিভিন্ন টিউটোরিয়াল দেখার পরেও এই মুডে ঢুকতে পারি না। তো আজকের এই টিউনে আমি দেখাব কিভাবে আপনি আপনার ফোনের Engineering Mode এ প্রবেশ করবেন।
Engineering Mode এ প্রবেশ করার আগে আপনার জেনে নেয়া জরুরি, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এই মুড এনেভল না করাই ভাল। আপনার যদি পর্যাপ্ত টেকনিক্যাল জ্ঞান না থাকে তাহলে এই টিউনটি এড়িয়ে যান।
অনেক ভাবেই Engineering Mode এ ঢুকা যায় তবে সবচেয়ে সহজ উপায় হল USSD এর মাধ্যমে ঢুকা। তবে সব USSD সব ডিভাইসে কাজ করে না। নিচে ডিভাইস অনুযায়ী Engineering Mode এর USSD কোড গুলো দেয়া হল।
Samsung: * # 0011 #
Xiaomi: * # * 6484 * # * অথবা * # * # 64663 # * # *
Huawei: * # * # 2846579 # * # *
Sony: * # * # * # * # 7378423
OnePlus: * # # 36446337
OPPO: * # # 36446337
তাছাড়া উপরের কোড গুলো কাজ না করলে নিচের গুলোও ট্রাই করতে পারেন
*#59#
*#22458#*
*#110*01#
*#35789#*
*#3698741#
*#3646633*#
*#*#4636#*#*
*#*#13411#*#*
*#*#2846579#*#*
*#*#889988#*#*
*#*#7378423#*#*
*#*#3646633#*#*
ডিফল্ট সেটিং গুলো নিজের ইচ্ছে মত Tweak করে নিতে Engineering Mode এর বিকল্প নেই। এর মাধ্যমে সহজেই ডিফল্ট সেটিংকে এড়িয়ে গিয়ে অডিও, ক্যামেরা, ওয়াইফাই ইত্যাদি বিষয় বুস্ট করা যায়।
আশা করছি এই টিউনে আপনি আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।