অবাক করে দেয়ার মত ইন্টারনেট এর ৫ টি গেম চেঞ্জিং ওয়েবসাইট

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

ইন্টারনেটে রয়েছে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট, কিছু আমাদের অতি জরুরী কাজে লাগে কিছু আমাদের বিনোদন দেয়। তবে এমন অনেক অজানা ওয়েবসাইটও রয়েছে যেগুলো আপনাকে অবাক করে দিতে বাধ্য। তো আজকে আমরা সেরা ৫ টি ওয়েবসাইট নিয়ে কথা বলব যেগুলো সম্পর্কে আপন আগে জানতেন না।

১. Super Cook

রেসিপি রিলেটেড দারুণ একটি ওয়েবসাইট হচ্ছে Super Cook। আপনি এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট উপকরণ সিলেক্ট করে, জানতে পারবেন অসংখ্য রেসিপি আইডিয়া।

ওয়েবসাইটে প্রবেশ করুন, স্ক্রিনের বাম পাশ থেকে পছন্দ মত উপকরণে ক্লিক করুন। আপনি এখানে Pantry Essentials, Vegetable & Greens, এবং Fruits এর মত ক্যাটাগরি থেকে উপকরণ সিলেক্ট করতে পারবেন। ইচ্ছে মত উপকরণ সিলেক্ট হয়ে গেলে মাঝখান থেকে Get start এ ক্লিক করুন। আপনার সামনে অসংখ্য রেসিপি চলে আসবে। নির্দিষ্ট রেসিপি সিলেক্ট করলে আপনি পেয়ে যাবেন বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল।

Super Cook

অফিসিয়াল ওয়েবসাইট @ Super Cook

২. Radio Garden

যারা রেডিও শুনতে পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি ওয়েবসাইট হচ্ছে Radio Garden। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি পেয়ে যাবেন লোকেশন অনুযায়ী অসংখ্য রেডিও চ্যানেল। রয়েছে ইচ্ছে মত শুনার সুযোগ।

Favorite হিসেবে যোগ করার পাশাপাশি নির্দিষ্ট চ্যানেল সার্চও দিতে পারবেন। Radio Garden ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে আপনার লোকেশন অনুযায়ী রেডিও গুলো একটি গ্লোবে শো করানো হবে। আপনি চাইলে স্ক্রলবার ঘুড়িয়ে এদিক ওদিকও যেতে পারেন। এমনকি সারা বিশ্বের যেকোনো জায়গার রেডিও শুনতে পারেন। গ্লোবে রেডিও গুলো সবুজ ডটের মাধ্যমে নির্দেশ করা রয়েছে।

Radio Garden

অফিসিয়াল ওয়েবসাইট @ Radio Garden

৩. Before I Play

এটি একটি স্পয়লার ফ্রি ভিডিও গেম Wiki। হাজার হাজার ভিডিও গেমের তথ্য আপনি এখানে পাবেন। যেকোনো ভিডিও গেম খেলার আগে আপনার কোন বিষয় গুলো সম্পর্কে জেনে নেয়া উচিৎ এখানে এসে সেগুলো জানতে পারবেন।

তাছাড়া এখানে নির্দিষ্ট গেমের নাম সার্চ দিয়ে সেই গেম সম্পর্কে বিস্তারিত তথ্যও আপনি জানতে পারবেন। আপনি ওয়েবসাইটে প্রবেশ করে বাম পাশ থেকে Game list এ ক্লিক করে ক্যাটাগরি অনুযায়ী গেম বাছাই করতে পারেন অথবা, স্ক্রিনের ডান পাশ থেকে সার্চ দিয়েও দেখতে পারেন।

Before I Play

অফিসিয়াল ওয়েবসাইট @ Before I Play

৪. Geo Guessr

এটা একটা অনলাইন গেম যেখানে আপনাকে বলতে হবে স্ক্রিনে কোন লোকেশন দেখানো হচ্ছে। Geo Guessr ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে আপনাকে গুগল ম্যাপ থেকে কিছু জায়গা দেখানো হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার একাউন্টে পয়েন্ট যুক্ত হবে।

গেম শুরু করলে উপরের ডান পাশে আপনাকে বিভিন্ন Hints ও দেয়া হবে যাতে সঠিক জায়গায় চিনতে পারেন। আপনি নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করলে, জানতে পারবেন আপনি সঠিক লোকেশন থেকে কত দূরে জায়গা সিলেক্ট করেছেন।

Geo Guessr

অফিসিয়াল ওয়েবসাইট @ Geo Guessr

৫. Pointer Pointer

অলস সময় কাটানোর দারুণ একটি ফানি গেম Pointer Pointer। Pointer Pointer ওয়েবসাইটে ঢুকার পর আপনার মাউস কার্সরটি দেখবেন। আপনি যেখানেই মাউস কার্সর রাখবেন সেখানেই দেখতে পারবেন কেউ একজন আঙ্গুল দিয়ে সেই জায়গা নির্দেশ করছে।

নিজে যদি অবাক হতে চান বা একা একা হাসতে চান তাহলে এখনি ওয়েবসাইটটি ভিজিট করুন

Pointer Pointer

অফিসিয়াল ওয়েবসাইট @ Pointer Pointer

শেষ কথা

ইন্টারনেটে রহস্যের শেষ নেই। আজকের এই টিউনে এই ৫ টি মজার ওয়েবসাইট নিয়েই কথা বললাম, হয়তো আমি নিজেও জানি না এমন আরও শত শত মজার ওয়েবসাইট আছে। যখনই জানব অবশ্যই আবার নতুন কোন টিউনে সেগুলো নিয়ে হাজির হব।

আশা করছি এই টিউনে আপনি বেশ কিছু ওয়েবসাইট সম্পর্কে আপনি জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো টিউনটি পড়ে।

পয়েন্টার পয়েন্টার নিয়ে অনেকক্ষন খেললাম। মজার জিনিস। রেডিও গার্ডেন টা আসলেই বুকমার্ক করে রাখার জিনিস। অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ