অ্যান্ড্রয়েড ডেভেলপার মোডের ৪ টি সেটিংস, আপনার গেমিং এ দুর্দান্ত অভিজ্ঞতা দিতে

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

আমরা অনেকে হয়তো আমাদের ফোনের ডেভেলপার অপশন সম্পর্কে অবগত। ডেভেলপার মুডে অনেক অপশনই থাকে তবে কোনটির কাজ কি সে বিষয়ে অনেকে জানি না। আজকে আমরা দেখতে চলেছি ডেভেলপার মুডের দারুণ কিছু ব্যবহার।

আপনি ডেভেলপার মুড ব্যবহার করে সহজেই গেমিং পারফরম্যান্স আরও বাড়িয়ে নিতে পারেন। আপনার স্মার্টফোনের গেমিং পারফরম্যান্স দুর্দান্ত করতে ৪ টি সেটিংস আপনি ব্যবহার করতে পারেন।

১. গেমিং পারফরম্যান্স বৃদ্ধি করা

ফোনের গেমিং পারফরম্যান্সকে নেক্সট লেভেলে নিয়ে যেতে প্রথমে ডেভেলপার মুড এনেভল করুন। Graphics Driver এ যান এবার নির্দিষ্ট গেম এ ক্লিক করে System Graphics Driver সিলেক্ট করে দিন।

২. ব্লুটুথ ল্যাটেন্সি কমানো

আপনি যদি গেমিং এর সময় ব্লুটুথ হেডফোন ব্যবহার করেন তাহলে হয়তো ল্যাটেন্সি নিয়ে সমস্যায় পড়েছে। ব্লুটুথ ল্যাটেন্সি কমাতে আপনি ডেভেলপার অপশন এ যান এবং Enable Gabeldorsche একটিভ করে দিন।

৩. মেটা গ্রাফিক্স এনেভল করা

আপনি যদি স্মার্টফোনের গেমিং গ্রাফিক্স আরও সমৃদ্ধ করতে চান তাহলে এবারের সেটিংসটা আপনার জন্য। মেটা গ্রাফিক্স এনেভল করতে, ডেভেলপার সেটিংস এ যান এবং Force 4x MSAA এনেভল করে দিন। এটা এনেভল করার ফলে আপনার গেমিং এ আরও ভাল 3D রেন্ডারিং পাবেন।

৪. দুর্দান্ত ব্লুটুথ সাউন্ড এনেভল করা

আপনি যদি গেমিং এ এবং মিউজিকে চমৎকার অডিও অভিজ্ঞতা পেতে চান তাহলে এবারের ডেভেলপার সেটিংসটি আপনার ভাল কাজে আসবে। ডেভেলপার মুডে যান Bluetooth Audio Codec থেকে Aptx সিলেক্ট করে দিন।

শেষ কথা

আশা করছি এই টিউন থেকে আপনি ৪ টি দারুণ অজানা ট্রিক্স জানতে পেরেছেন। যদি আপনি স্মার্টফোনের গেমিং অভিজ্ঞতা দুর্দান্ত করতে চান তাহলে অবশ্যই এই ডেভেলপার সেটিংস গুলো এনেভল করুন।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল এই টিউনটি জানাতে টিউমেন্ট করুন, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

-

ছবি - Freepik by Way Home Studio

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস