ব্লগার দিয়ে আমার সাইট তৈরী শুরু করি। অনেক দিন হল কোন পোস্ট দেই না। ভাবলাম বাংলা ব্লগ গুলোতে একটু ঢু মেরে আসি। অনেক সাইট আর পোস্ট বিবেচনা করে এই সাইটটি আমার নজর কেড়েছে। তাইআজ একটা একাউন্ট করেই ফেললাম। এখন কি পোস্ট দেয়া যায় পড়ে গেলাম বিপাকে। কাল রাত ২ টা পর্যন্ত এই সাইটের পোস্ট গুলো পড়লাম। আমার মনে হয় সব পোস্ট ই আগে দেয়া হয়ে গেছে। পোস্ট দেয়ার মত কিছু না পেয়ে একটা সহজ কাজ নিয়েই আমার এই পোস্ট।
বলে রাখা ভালো: এটা আমার বাংলাদেশের কোন সাইটে প্রথম পোস্ট। নতুনদের জন্য এটা উপকারী হতে পারে--
কেন?? :
কিন্তু যদি এরকম হত আপনার ফাইলটি কি সেটা সাধারন কেউ বুঝতেই পারবেনা। হ্যা আমি আমার কিছু ব্যাক্তিগত ফাইলকে এইভাবেই প্রটেকশন দেই। এবারে দেখি কিভাবে করা যায -
মনেকরি আমি কিছু 3gp ভিডিও ফাইলকে প্রটেকশন দেব।
Notepad ওপেন করে লিখে ফেলি-
@echo off
ren *.3gp *.exe
exit
এটাকে এবার .bat এক্সেটেনশনে সেভ করি। ধরি এর নাম - locker.bat
>> একটা ফোল্ডারে কিছু 3gp ফাইল নেই। locker.bat কে সেই ফোল্ডারে নিয়ে ওপেন করি। দেখবেন সব ফাইলের আইকন পরিবর্তন হয়ে গেছে। এইসব ফাইলকে ওপেন করলে কমান্ড প্রোম্পট দেখতে পাবেন
>>এই সব ফাইল আপনি ফরম্যাট চেন্জ না করেই VLC/Media Player Classic/KMP player এ ওপেন হবে।
অনুরুপভাবে যে কোন ফাইলকে যে কোন ফরম্যাটে রিনেম করতে পারবেন।
উদাহরন:
ট্রিপ্স :
আমি একটি MP4 Video ফাইলকে dot net p4.exe তে পরিনত করে সেটাকে Software ফোল্ডারে রেখে দিলাম। কেউ ভাবতে পারবে না এটা একটা ভিডিও ফাইল। এই ফাইলটিকে যদি আমি কনভার্ট করতে চাই তাও করা যাবে। Imtoo Converter এ ফাইলটি ছেড়ে দিয়ে প্রোফাইল সিলেক্ট করে convert এ ক্লিক করে কনভার্ট করা যায়।তবে কখনো যদি না হয় তখন এই ফাইলটিকে পুনরায় রিনেম করার জন্য এবং এই ফাইলটি কি তা মনে রাখার জন্য আমি একটা সংকেত ব্যবহার করি। dot net p4.exe নামটিতে dotnet framework এর সংক্ষিপ্ত নাম ব্যবহার করেছি। কেউ এ নাম দেখে ভাববে এটা dotnet framework সফ্টওয়্যার। এবং শেষে p4 দিয়ে mp4 কে বুঝিয়েছি।
আরো উদাহরন :
১। আপনার গোপন ছবিকে text (.txt) ফাইলে রাখতে পারেন
২। Document (.doc) ফাইলকে .psd ফাইলে রাখতে পারেন
ইত্যাদি ইত্যাদি
নোট: ব্যাচ প্রোগ্রাম ফাইলটি আপনার ফোল্ডারের সব .3gp ফাইলকে রিনেম করবে। কোন নির্দিষ্ট ফাইলকে রিনেম করতে
@echo off
ren poran-bondhu.mp4 *.exe
exit
এক্ষেত্রে ফাইলের নামটিতে স্পেস থাকতে পারবে না।
পোস্ট এর লেখার মান ভালো না হলে এই অলস ব্যাক্তির কোন দোষ নাই। সব দোষ অলস নামের ঐ গুনটির।
আমি মাইক্রো বট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি এবং কম্পিউটার পাগলা । __---__ সত্য এবং বাস্তবকে তুলে ধরতে সর্বদাই স্বেচ্ছাসেবক
jana cilo.tobe valo hoyeche.softwer diye lock korar cheye atai amr kaseo besi valo and nirapod mone hoy.