আপনারা যারা ইন্টারনেট ব্রাউজ করেন, বেশির ভাগ ই মোবাইল ফোন ব্যাবহার করে নকিয়া পিসি এর মাদ্ধমে ব্রাউজ করেন। কিন্তু নকিয়া পিসি সুইট কিংবা অন্য কোন সফ্টওয়ার ব্যাবহার করে ইন্টারনেট ব্রাউজ করা অনেক জটিল, আমি নিজে ও এই জটিলতায় ভুগছিলাম।
তাই একটু চেষ্টা করতেই খুব ভাল একটা সমাধান খুজে পেলাম। এখ্ন আমি খুব সহজেই পিসি সুইট আর কোন সফ্টওয়ার ছাড়ায় ডায়েল আপ করে ইন্টারনেট ব্রাউজ করতে পারি। আপনারা ও চাইলে নিচের পদ্ধতি অনুসরন করে পিসি সুইট আর কোন সফ্টওয়ার ছাড়ায় ডায়েল আপ করে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন।
আপনার মোবাইল ফোনের Setting>Connectivity>USB তে প্রবেশ করুন তারপর সেখান থেকে USB connection mode এ Connect pc to web সিলেক্ট করুন এবং Ask on connection থেকে No সিলেক্ট করুন।
এবার আপনারমোবাইল ফোনটি কেবল অথবা ব্লু টুথ দিয়ে কম্পিউটার এর সাথে সংযোগ করুন।
ব্লু টুথ দিয়ে কম্পিউটার এর সাথে সংযোগ করে যেভাবে ডায়েল আপ সংযোগ স্থাপন করবেনঃ
প্রথমে আপনার কম্পিউটার টিতে একটি ব্লু টুথ ডিভাইস ঢুকান যদি বিল্ট ইন না থাকে। এর পর ব্লু টুথ দিয়ে আপনার মোবাইল ফোন টি সংযোগ করুন।
তারপর আপনার কম্পিউটারের Start Menu>Settings>Network Connections এ প্রবেশ করুন।
আপনি নিচের ছবির মত দেখতে পাবেন।
ওখান থেকে Standard Modem over Bluetooth link (OTA) এ ক্লিক করে, ডায়েল করে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।
কেবল দিয়ে কম্পিউটার এর সাথে সংযোগ করে যেভাবে ডায়েল আপ সংযোগ স্থাপন করবেনঃ
প্রথমে কেবল দিয়ে আপনার মোবাইল ফোন টিকে আপনার কম্পিউটারের সাথে সংযোগ করুন, যখ্ন আপনার ফোন টি কম্পিউটারের সাথে সঠিক ভাবে সংযোগ প্রাপ্ত হবে তখন আপনার কম্পিউটারটিতে নকিয়ার একটা কানেকসন ম্যানেজার সেট আপ হবে আর আপনি ওটা দিয়ে মাত্র এক ক্লিকেই ডায়েল আপ করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
valo laglo. Carry on.