ওয়েব ব্রাউজারের প্রতিযোগিতায় বরাবরই শীর্ষে ছিলো ইন্টারনেট এক্সপ্লোরার। পরবর্তীতে মজিলার ফায়ারফক্স দ্রুতই জনপ্রিয়তায় অনেকখানি এগিয়ে যায়। এই ক্ষেত্রে আরো কিছু ব্রাউজার বাজারে থাকলেও খুব অল্প সময়ে আধুনিক একটি ওয়েব ব্রাউজার হিসেবে গুগল ক্রোম জনপ্রিয় হয়ে উঠতে সময় নেয়নি। প্রতিটি ব্রাউজারেই রয়েছে নানা ধরনের অ্যাড-অনস বা এক্সটেনশন। গুগল ক্রোমের সেরা কিছু এক্সটেনশনের খবর নিয়ে এই লেখা।
ইন্টারনেট ব্রাউজ করতে গেলে বেশিরভাগ সময়ই মুখোমুখি হতে হয় বিজ্ঞাপনের। বিজ্ঞাপনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য যদি আপনি চিন্তিত হন, আপনার জন্য রয়েছে অ্যাড ব্লক। দ্রুত ও ঝামেলামুক্ত ব্রাউজিং এর জন্য অ্যাড ব্লক প্রায় সব ওয়েবসাইট থেকেই সব ধরনের বিজ্ঞাপন সরিয়ে দিতে সক্ষম। ক্রোম ওয়েব স্টোর এর এক্সটেনশন এর ফান ক্যাটাগরিতে পাওয়া যাবে এটি বিনামূল্যে। আর এতে রয়েছে একটি অপশনাল টুলবার, যার মাধমে অ্যাড ব্লক এর ফিচারগুলোকে নিয়ন্ত্রণও করা যায়। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/myUs0
ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের মধ্যে যাদের জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, তারা ক্রোমের একটি এক্সটেনশনের মাধ্যমেই পেতে পারেন তাদের মেইল অ্যাকাউন্টের খবরাখবর। যেকোনো ওয়েব সাইট খোলা থাকা অবস্থায় মেইল চেকার থেকে মেইল করা যায়, ডিলিট করা যায়, স্প্যাম হিসেবে চিহ্নিত করা যায় এবং মেইল সংক্রান্ত প্রায় সব কাজই করা যায়। আর রয়েছে ডেস্কটপ নোটিফায়ার যা নতুন কোনো মেইল আসা মাত্র আপনাকে জানিয়ে দেবে তার খবর। ক্রোম ওয়েব স্টোর এর এক্সটেনশনস এর প্রোডাক্টিভিটি ক্যাটাগরিতে রয়েছে এই এক্সটেনশনটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/GIYAB
ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরার অনেক পুরোনো এবং জনপ্রিয়। এমন অনেক ওয়েব সাইটই রয়েছে যেগুলো ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য বিশেষভাবে অপটিমাইজড করা। অর্থাত্ ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমেই কেবল সাইটগুলো পূর্ণাঙ্গভাবে দেখা যায়। ক্রোম ব্রাউজার থেকে সেসব সাইট দেখতে রয়েছে এই এক্সটেনশনটি। এটি ক্রোম ব্রাউজারের মধ্যে একটি ভার্চুয়াল ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার তৈরি করে। অর্থাত্ ক্রোম থেকেই আপনি এক্সপ্লোরার ব্যবহারের সুযোগ পাবেন এতে। ক্রোম ওয়েব স্টোরে এক্সটেনশন এর ডেভেলপার টুলস ক্যাটাগরিতে রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/2ANyg
ডকস পিডিএফ/
অনেক সময় অনেক সাইট থেকে নানা ধরনের ডকুমেন্ট ফাইলের লিংক পাওয়া যায়। ডকুমেন্ট, পিডিএফ বা পাওয়ার পয়েন্ট ফরম্যাটের ফাইলগুলো সাধারণত ডাউনলোড করে দেখতে হয়। ক্রোমে অবশ্য পিডিএফ সরাসরি ওপেন হয়। তবে এসব ধরনের ফাইল সরাসরি ব্রাউজারে দেখতে রয়েছে এই এক্সটেনশনটি। এটি ইন্সটল করা থাকলে যে কোনো ফাইল লিংক-এ ক্লিক করলে তা গুগল ডকস এ চলে যায় এবং গুগল ডকস ভিউয়ার এর মাধ্যমে ওপেন হয়। ফলে ফাইল ডাউনলোড করা বা অন্য অ্যাপ্লিকেশন ওপেন করার প্রয়োজন নেই। ক্রোম ওয়েব স্টোরে এক্সটেনশন এর বাই গুগল ক্যাটাগরিতে রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/xYw2g
ফায়ারফক্সের অন্যতম জনপ্রিয় একটি অ্যাড- অনস ফাস্টেস্ট ফক্স। সেটির আদলেই তৈরি করা হয়েছে ফাস্টেস্ট ক্রোম এক্সটেনশনটি। দ্রুত ব্রাউজিং এর জন্য অত্যন্ত সহায়ক এই এক্সটেনশনটি। এর মাধ্যমে খুব সহজেই কোনো শব্দ হাইলাইট করে তার অর্থ খোঁজা যায়, নতুন সার্চ পেজ খোলা যায়, যেকোনো টেক্সট ইউআরএলকে লিংকে পরিণত করা যায় এবং এরকম আরো কিছু সুবিধা রয়েছে এতে। ক্রোম ওয়েব স্টোর এর এক্সটেনশনস এর ফান ক্যাটাগরীতে রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/nuK1E
ব্রাউজিং এর ক্ষেত্রে ভিডিও স্ট্রিমিং বেশ বিশাল পরিমাণে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করে। ফলে ভিডিও স্ট্রিমিং এর সময় ব্রাউজার অনেক ধীরগতির হয়ে পড়ে। এই ক্ষেত্রে ইউটিউবিবের জন্য রয়েছে ক্রোম এর এই এক্সটেশনটি যা স্বয়ংক্রিয়ভাবে ভিডিও স্ট্রিমিং বন্ধ করে। এটি ইন্সটল করা থাকলে ইউটিভবের ভিডিওগুলো পেজ ওপেন করার সাথে সাথে স্ট্রিম করা শুরু করবে না। যার ফলে ব্রাউজিং এর গতি ও ধীর হয়ে পড়বে না। ক্রোম ওয়েব স্টোর এর মধ্যে এক্সটেনশন এ রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/8twB8
ওয়েব ব্রাউজ করার সময় আমাদের বিভিন্ন ছবি সম্পাদনা করার প্রয়োজন হয়। বিশেষত সোস্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীরা প্রতিনিয়তই ছবি আপলোড করে থাকেন আর সেসময় ছবি খানিকটা সম্পাদনা করার সুযোগ থাকলে ভালোই হয়। এই কাজে সহায়তা করার জন্যই রয়েছে পিক্সলার এডিটর। এটি মোটামুটিভাবে পূর্ণাঙ্গ একটি ফটো এডিটর যার মাধ্যমে অনলাইন ছবি সম্পাদনার প্রায় সব কাজই করা যায়। রেড আই রিডাকশন, স্পট হিল টুলস, ক্লোন টুলস, ব্লার টুলস এর মতো অ্যাডভান্সড লেভেলের ছবি সম্পাদনার টুলস রয়েছে এতে। বলতে গেলে বলা যায় এটি অনলাইনে ফটোশপের বিকল্প। ক্রোম ওয়েব স্টোরের অ্যাপ্লিকেশন এর ইউটিলিটিস ক্যাটাগরিতে পাওয়া যাবে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/BsAMR
অনলাইনে কাজ করার সময় আমাদের বিভিন্ন ধরনের স্লাইড তৈরি করার প্রয়োজন হতে পারে। আর সেই কাজে সহায়তা করার জন্য রয়েছে ২৮০ স্লাইড নামের অ্যাপ্লিকেশনটি। মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের যে কাজগুলো রয়েছে, পাওয়ার পয়েন্ট ব্যবহার না করেই অনলাইনে সেই কাজগুলো করতে সাহায্য করবে এই অ্যাপ্লিকেশন। এতে রয়েছে বিল্ট-ইন নানান ধরনের ডিজাইনের স্লাইড। আর খুব সহজেই এগুলো সম্পাদনা করে নিজের মতো করে সাজিয়ে নেয়া যায়। এর ইন্টারফেসটিও খুব সহজ। ক্রোমওয়েব স্টোরে অ্যাপ্লিকেশন এর প্রোডাক্টিভিটি ক্যাটাগরিতে রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/ZxsA5
ছবি সম্পাদনার জন্য ক্রোমের আরেকটি এক্সটেনশন হচ্ছে পিকনিক। তবে পিকনিক কেবল ছবি সম্পাদনার কাজেই নয়, এটি যেকোনো ওয়েব পেজের স্ন্যাপশট নেয়ার কাজে ও ব্যবহত হয়। যেকোনো ওয়েব পেজের যেকেনো অংশের স্ন্যাপশট নেয়া, তা সম্পাদন করা, তাতে মন্তব্য যুক্ত করা এবং অনলাইনে শেয়ার করার কাজে এই এক্সটেনশন। আর ওয়েব পেজের স্ন্যাপশটের কালার ইফেক্ট, ফন্ট, শেপ, ফ্রেমসহ সবকিছুই বদলে দেয়া যায় এর মাধ্যমে। ক্রোমওয়েব স্টোরের এক্সটেনশনস এর প্রোডাক্টিভিটি ক্যাটাগরিতে রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/LhG0D
অ্যালেক্স ট্রাফিক র্যাংকিং বিশ্বব্যাপী বিভিন্ন ওয়েব সাইটের র্যাংকিং এর গ্রহণযোগ্য একটি মান। ক্রোমের এই এক্সটেনশটির মাধ্যমে একটি ওয়েব সাইটের প্রায় সব ধরনের তথ্য পাওয়া যাবে। যেমন, অ্যালেক্সার র্যাংকিং এ সাইটটির স্থান কত, কোনো দেশে এটির স্থান কত, সাইটটি লোড করতে গড়ে কত সময় নেয় প্রভৃতি তথ্য এবং এ সম্পর্কিত অন্যান্য ওয়েব সাইটের তুলনামূলক তথ্য পাওয়া যাবে এর মাধ্যমে। ক্রোম ওয়েব স্টোর এর এক্সটেনশনস এর ডেভেলপার টুলস ক্যাটাগরিতে রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/69zBc
সুত্রঃ THE DAILY ITTEFAQ (লিখেছেন তরিকুর রহমান সজীব)
আমি nayeem.nay। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
THANKS MAMA, KAJE LAGBE.