স্বাগতম। মহান ভাষা আন্দোলন এর স্মৃতি বিজড়িত ফেব্রুয়ারি মাসে আমাদের প্রতিজ্ঞা হোক অপ্রয়োজনীয় বিদেশী ভাষা ও সংস্কৃতি মুক্ত সুস্থ, শুদ্ধ, নির্ভুল বাংলা ভাষা প্রতিষ্ঠার।
আজ আমি যে কৌশল জানাবো তা পূর্বে কেউ টিউন করে থাকলে দুঃখিত।
কারো সাথে অনলাইনে কথা বা চ্যাট করার সময় অপর প্রান্তের ব্যক্তির বিভিন্ন তথ্য যেমন, তার বর্তমান দেশ, শহর, আইপি এড্রেস, আইএসপি, অক্ষাংশ, দ্রাগিমাংশ, ব্রাউজার, অপারেটিং সিস্টেম ইত্যাদি কৌশলে জানার পদ্ধতি অনেক সময় কাজে লাগতে পারে।
এতগুলো তথ্য একসাথে পাবেন, এজন্য তাকে দিয়ে একটি লিঙ্ক এ ক্লিক করাতে হবে। সাথে সাথে সব তথ্য সম্বলিত একটি ইমেইল আপনার ইমেইল ঠিকানায় চলে আসবে।
প্রথমে এই লিঙ্ক এ যান। http://www.shivampatel.net/trace/
স্টেপ ১ এ আপনার ইমেইল এড্রেস দিয়ে এনটার চাপুন।
আপনার ইমেইল এ একটি লিংক সম্বলিত ইমেইল আসবে। লিংকটি কৌশলে আপনার অনলাইনের ব্যক্তিকে দিয়ে ক্লিক করান। এই কৌশলের ব্যাপারে স্টেপ ২ ও স্টেপ ৩ এ আলোচনা আছে, পড়ে নিবেন। অপরপক্ষ লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে কাঙ্খিত তথ্য পাওয়ার লিংক ইমেইলে চলে আসবে। লিঙ্কটিতে ক্লিক করলে আপনার আকাঙ্খিত তথ্য পেয়ে যাবেন।
পড়ার জন্য ধন্যবাদ। সমস্যা হলে জানাবেন। মন্তব্য করবেন। মন্তব্যসমুহ উৎসাহ দেয় আরও টিউন করার।
আমি Mask। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks for nice tune