দূর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে বাংলাদেশে পেপালের সার্ভিস নেই এবং কবে নাগাদ এটি চালু হবে তা কেউ সঠিক করে বলতে পারে না। আর এজন্য সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে। পেপাল না থাকার কারণে অনেক রাস্তা ঘুরিয়ে, বিভিন্ন সার্ভিস চার্জ দিয়ে সবশেষে টাকা হাতে পাওয়া যায়।আবার ডলার কেনা বেচা করতে গিয়ে অনেকেই প্রতারনার স্বীকার হচ্ছে । সেক্ষেত্রে পেপালের বিকল্প না খোজে আমাদের আর কোন উপায় থাকে না। পেপালের প্রধান বিকল্প হিসেবে “আ্যালার্টপে”। এটি পেপালের মতই একটি সহজ ও জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি ।
আমি যেভাবে আ্যালার্টপে থেকে মোবাইলে টাকা এনে নেট বিল পরিশোধ করি তা আজ আপনাদেরকে বলবো
এই সাইটে যান ।
সাইটের হোম পেজে দেওয়া নির্দেশনা গুলো পড়ুন-
Please read the following instructions to refill your cellphone account with Alertpay:
Note: Please make sure that, your Mobile number and Country code is correct.
বিদ্রঃ এখানে যদিও বলা আছে ২ মিনিটের মধ্যে মোবাইলে টাকা আসবে, তবে মাঝে মাঝে ৩০ মিনিট পর্যন্ত দেরী হয় ।
উপকারে আসলে ধন্যবাদ দিতে ভুলবেন না ।
আমি Rasel Roni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ । আমার অনেক উপকার হবে ।